![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সন্তান
বাবুল আবদুল গফুর
আমার সন্তান যেন আমার হায়াত
যাকে পেতে উত্তপ্ত রোদে পিকেটার
মুখে তুলে অশ্রাব্য গালাগালের আয়াত
অসংখ্য গোলা বারুদ ছুটে দিকে তার!
তাতে এত বেশি ক্ষতি হবে কার?
তবু তাকে ঘিরে গড়ে উঠে জনপদ
মাথায় গেঁথেছি সমস্ত সংহার
সুবোধ সমঝোতায় মেনেছি বিপদ!
©somewhere in net ltd.