![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত
বাবুল আবদুল গফুর
রাত হলো এক বিলম্বিত নারী
চালুনির ফাঁকে আটকে থাকা হাত
গায়ের ক্ষতস্থান জড়িয়ে শাড়ি
লুকিয়ে রাখতে কালো হয় রাত।
বেগুনি, সফেদ, লাল আলোয় সে-
বিভৎস কোন সর্বভূক এক কুকুর
যার অবান্তর সুন্দরে পদস্থ ঘোর
মানুষকে গিলে নেয় এক নিমেষে!
©somewhere in net ltd.