![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে বলে দিবে?
বাবুল আবদুল গফুর
কে আমাকে বলে দিবে- আজ
যে রাস্তা তোমার নখদর্পণে
অশ্রুশূন্য যে চোখ কারুকাজ
মুহূর্তে তা ভেসে উঠবে দর্পনে
সে এক নিঃস্ব অসহায় সিরাজ
দেহের শিরা উপশিরা অর্পণে
জগতের সর্বত্র আজ যে বিরাজ
একদিন মিশে যাবে সংসর্পণে!
কে বলে দিবে- অমঙ্গল হয়ে
কখনও ফুটে না কোন ফুল
অহেতুক যায় না কিছু ক্ষয়ে
নিজ সম্মতিতে হয় না ভুল।
©somewhere in net ltd.