![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিবর্তিত
বাবুল আবদুল গফুর
আদ্যিকাল হতে মনে হয় তোমার সাথে
কোথাও না কোথাও আমার সাক্ষাৎ হয়েছে অনেকবার
হোক নীলে, পাত্র চাটা জিহ্বার শব্দে-
কিংবা পরাবাস্তব দুনিয়ার ওপার!
তোমার সেদিন হাতে ফুল ছিলো, বলেছিলে-
কারও তিন বছর মৃত্যুতে শ্রদ্ধা জানাতে
শ্মাশানে যাচ্ছো অথচ তোমার চোখ ছিলো- কঠিন নির্বাক!
সেই চোখ আমার কাছে মনে হয়েছিলো-
সবচেয়ে দামি- একজোড়া ব্যাখ্যাহীন পুরুষের
সঠিক রেওয়ামিল-
আজ আমি তার রাজসাক্ষী!
তারপর অপেক্ষায় ছিলাম, শ্মাশান থেকে তুমি ফিরবে-ফিরোনি।
আসবে- বাজারে, মাঠে- কোথাও না কোথাও- আসোনি।
যদিও বা আমি খুঁজে হয়েছি ক্লান্ত প্রাণ।
আজ এই ক্ষণে হঠাৎ তোমায় পেয়ে মনে হলো-
তুমি দেনার দায়ে সে চোখ বিক্রি করেছো
কোন সুদের মহাজনকে-
যার কাছে চোখ ছাড়া দুনিয়ার বাকি সব বেদরকার।
তাহলে কোথায় তোমার সেই কঠিন ইস্পাত শালীন
সেই সজাগ দৃষ্টি?
কোথায় তোমার দেহ মন থেকে পালিয়ে বেড়ানো-
তোমারই অর্ন্ত্যোষ্টি?
©somewhere in net ltd.