নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাম- সালাহ উদ্দিন। একটু আধটু লেখালেখি করতে পছন্দ করি।

মুহাম্মাদ সালাহ উদ্দিন বাবু।

গল্প শুনতে এবং বলতে ভালোবাসি।

মুহাম্মাদ সালাহ উদ্দিন বাবু। › বিস্তারিত পোস্টঃ

বাবু মানে.....

২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২২

( এই কবিতাটি মূলত আমার সম্বন্ধে। )

বাবু মানে গল্প হাজার—
বাবু মানে কাব্য,
বাবু মানে মিষ্টি ভাষায়—
গালি-অশ্রাব্য!

বাবু মানে হোক কলরব—
বাবু মানে চুপ থাক্,
বাবু মানে বিপদে ফেলে—
বলতে পারা ‘গুডলাক্'!

বাবু মানে চায়ের কাপে—
নীল রঙা এক মাছি,
বাবু মানে অনেক দূরের—
বাবু-ই কাছাকাছি।

বাবু মানে ধ্বংস এবং—
বাবু মানে সৃষ্টি,
বাবু মানে মেঘ-রদ্দুর—
বাবু মানে বৃষ্টি!

বাবু মানে প্রেমপিরিতি—
বাবু মানে রাগ!
বাবু মানে তুই আর আমি,
সমান সমান ভাগ!

বাবু মানে অনেক কিছু—
বাবু মানে ‘ইম্পটি'!
বাবু মানে কোলে নিয়ে—
পাছায় দেয়া চিমটি!

বাবু মানে এম্নি আছে—
হাজার খানেক মানে,
বাবুর আসল মানে কি তা—
বাবুই কি ছাঁই জানে?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

কিচ বলেছেন: বাবু মানে মাথার ভেতর
তারগুলো যার ছেঁড়া,
বাবু মানে মালিবিহীন
মাঠ দাপানো ভেড়া......

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩২

মুহাম্মাদ সালাহ উদ্দিন বাবু। বলেছেন: ধন্যবাদ মূল্যবান (!) মন্তব্যের জন্য।

২| ২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

প্রামানিক বলেছেন: বাবুর এত গুন! ধন্যবাদ

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩২

মুহাম্মাদ সালাহ উদ্দিন বাবু। বলেছেন: ধন্যবাদ দাদা।

৩| ২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

সুমন কর বলেছেন: হাহাহা..... !:#P

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৩

মুহাম্মাদ সালাহ উদ্দিন বাবু। বলেছেন: জ্বী, হা হা .

৪| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৬

তারছেড়া লিমন বলেছেন: কিচ বলেছেন: বাবু মানে মাথার ভেতর
তারগুলো যার ছেঁড়া,
বাবু মানে মালিবিহীন
মাঠ দাপানো ভেড়া......


মনের কথা কয়চে এ্যক্কেরে.................

২৯ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:১২

মুহাম্মাদ সালাহ উদ্দিন বাবু। বলেছেন: তার ছেঁড়াদেরও মন থাকে! আজীব দুনিয়া!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.