![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিমের স্বাদ তেতো। কিন্তু
এই তেতো স্বাদই আমাদের
জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিমপাতা ব্যাকটেরিয়া
বিরোধী। আমরা প্রতিদিন
কত অসুখ বিসুখে ভোগী।
সৌন্দর্যচর্চা ও আয়ুর্বেদিক
উপাদান হিসেবে নিম
প্রাচীনকাল থেকেই বেশ
জনপ্রিয়।
ভেষজ চিকিৎসার বিভিন্ন
ক্ষেত্রে এর ব্যবহার ব্যাপক।
চলুন জেনে নেয়া যাক ত্বকের
যত্নে নিমপাতার কিছু
ব্যবহার-
১. নিম পাতা রোদে শুকিয়ে
গুঁড়ো করে রেখে দিতে
পারেন। যাতে পরবর্তীতে
ফেসমাস্ক হিসেবে ব্যবহার
করার যায়।
২. ব্রণের সংক্রমণ হলে
নিমপাতা থেঁতো করে
লাগালে ভালো ফল
নিশ্চিত। সপ্তাহে তিন-চার
দিন নিমপাতার পেস্ট
ব্যবহার করতে পারেন। এতে
ব্রণ নিরাময় তাড়াতাড়ি
হওয়া সম্ভব।
৩. নিয়মিত নিমপাতার
সাথে কাঁচা হলুদ পেস্ট করে
লাগালে ত্বকের উজ্জলতা
বৃদ্ধি ও স্কিন টোন ঠিক হয়।
৪. শুধু ত্বকে নয় চুলকানিতেও
নিমপাতা বেটে লাগালে
উপকার পাওয়া যায়। নিমের
তেলে প্রচুর ভিটামিন ই এবং
ফ্যাটি এসিড থাকে যা ত্বক
এবং চুলের জন্য উপকারী।
নিমপাতার বড়ি খেলে
আমাদের পরিপাকতন্ত্র
ভালো থাকে।
৫. নিমের ডাল দাঁতের জন্য
উপকারী। মুখের দুর্গন্ধ ও
দাঁতের জীবাণু রোধে এটি
বেশ কার্যকরী।
৬. নিমপাতা সেদ্ধ পানি
বোতলে ভরে ফ্রিজে রেখে
দিতে পারেন। কোন
ফেসপ্যাক পেস্ট করার সময়
পানির বদলে এই নিম পানি
ব্যবহার করতে পারেন।
৭. কাটা স্থানে নিম পাতার
রস ভেষজ ওষুধের মতো কাজ
করে।
©somewhere in net ltd.