নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিধাতার রঙে আঁকা এক অস্পষ্ট ছবি, আমি তারই কবিতায় অনুপ্রেরিত বিদ্রোহী এক কবি..

ATik Mahmud Kaushik

facebook.com/atikmahmud.kaushik

ATik Mahmud Kaushik › বিস্তারিত পোস্টঃ

"সেই ২১ তারিখ"

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৩

(১)

পার্কের সেই ২১নাম্বার বেন্ঞ্চটা আজও খালি নেই! সেখানে এখন নতুন জোড়া শালিক! কিন্তু অরনী'র সাথে জরানো স্মৃতিগুলো আজোও তাকে এ পার্কে নিয়ে আসে, প্রতিমাসের ২১তারিখ!

হ্যাঁ, কৌশিক আর অরনী প্রতিমাসের ২১তারিখ আসত এখানে! ২১তারিখ একটি বিশেষ দিন!


(২)

কৌশিকঃ কই আপনি? আজ দেরি যে, মহারাণীর?? দেখ, আজ তোমার আগে পৌঁছাইছি! প্রতিমাসেই তুমি প্রথমে আসো! আজ আমি.. :-P

অরনীঃ তুমি আর একটু ওয়েট কর, প্লিজ! আমি ডাক্তারের রিপোর্টটা নিয়েই আসতেছি.. :-/

- রিপোর্ট?? কিসের রিপোর্ট?? হুম.. আজ আমাদের ১১মাস পূর্ণ হল! তো, লক্ষণ তো ভালো না! ;-)

: huh! তুমি অলটাইম ফাজলামো কর! আমার দিকটা একটুও বুঝো না! ওকে! আমি প্রায় চলে আসছি! BYE

- আচ্ছা! ভালভাবে আসিও! আর সিরিয়াস কিছু হলে জানাইও..

: হুম চলে আসছি! তোমার পিছনেই! (১০মিনিট পর)


¤¤¤

: তো ক্যামন আছ? আজ না, তোমায় অনেক সুন্দর লাগতেছে! সাদা জামায় তোমাকে অনেক সুন্দর লাগে! সেই ১ম বার দেখা করার সময়টা চোখে ভাসে! খোলা চুল, সাদা জামা পড়া একটা মেয়ে পার্কের ২১নাম্বার বেন্ঞ্চে বসে আছে! আমি নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম. . . :-)

- জ্বী থাক! আপনাকে আর পাম দিতে হবে না! সবাই তার প্রিয় মানুষকে এসব বলে। কিন্তু ঠিকই, পর মূহুর্তে অন্য মেয়েদের দিকে হা হয়ে তাকিয়ে থাকে! >_<

: আচ্ছা বাদ দাও! তুমি দেখতে খারাপ। অনেক পচা! দেখ, তোমার থেকে ঐ মেয়েটা কত্ত কিউট। :-P

- উফ্ ! থামো তো!
তোমাকে একটা কথা বলার ছিল! আমি সিরিয়াস! ...আমার শেষ ইচ্ছাটা পূরণ করবা?

: শেষ ইচ্ছা মানে?? আমি তো তোমার সব ইচ্ছাই পূরণ করতে রাজি! :-)

- আমি মারা যাব. . . .!
কিন্তু যাবার আগে তোমার বউ হয়ে, শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে চাই..

: শেষ নিঃশ্বাস মানে!? কি বলতেছো এসব তুমি?? :-O

- হ্যাঁ শেষ নিঃশ্বাস! তোমার সাথে পরিচয় হবার আগে, আমার একটা এক্সিডেন্ট হয়! মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়! অনেক চিকিত্‍সার পর গত দুবছর ঠিকই ছিলাম! কিন্তু হঠাত্‍ করে সেদিন, বাথরুমে পড়ে যাই!

: তারপর?? :-O :-/

- ডাক্তারের কাছে নিয়ে যায় আমাকে! ডাক্তার মাথা স্ক্যান করে রিপোর্ট দিয়েছে! এই নাও রিপোর্ট..

: একি?!? এখনো মাথায় রক্তজমাট!??

- হ্যাঁ ! অনেকটা সময় পেরিয়ে গেছে! এখন আর আমার চিকিত্‍সা করে লাভ হবে না! সেখান থেকে ক্যান্সার হয়েছে! আমি আর বেশি দিন এই পৃথিবীর আলো দেখবো না, তোমাকেও না.. :'( :'(


(৩)


সন্ধ্যাবেলা দুটা কফি হাতে অরনী, কৌশিকের পাসে এসে বসল। সে আনমোনে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে. . .

কৌশিকঃ কি হলো তোমার? মন খারাপ??

অরনীঃ তোমাকে আরেকটা কথা বলতে চাই! তুমি না অনেক ভাল! আমার শেষ ইচ্ছাটাও পূরণ করেছ! এখন আমি তোমার বউ! তোমার কোলে মাথা রেখে, নিশ্চিন্তে মরতে পারবো। :-)

কৌশিকঃ কি পাগলামো শুরু করলে?? তোমার কিচ্ছু হবে না!

অরনীঃ থামো!! আমার কথা এখনো শেষ হয় নি!
হয়তো তোমার সাথে আমার সুখের দিন আর বেশি নয়! তবে তুমি যা দিয়েছো, তাতেই আমি অনেক খুশি।
আমার আরেকটা কথা রাখবা প্লিজ??

কৌশিকঃ হুম বলো..

অরনীঃ আমি মারা গেলে তুমি আরেকটা বিয়ে করে নিও...
কথা দাও..কথা দাও আমাকে. . .

(৪)

দেয়ালে টাঙানো ছবিটার দিকে মূর্তির মত তাকিয়ে আছে কৌশিক! আজ ২১তারিখ! আরনী মারা যাবার ১বছর পেরিয়ে গেল! বিয়ে হবার ঠিক ২১দিনের মাথায় অরনী হঠাত্‍ মারা যায়... :'(

শুধু একটি কথা আজও বলতে ইচ্ছে করেঃ "অরনী, এখনো তোমায় অনেক ভালবাসি! কিন্তু তোমার দেয়া শেষ কথাটা রাখতে পারি নি! শুধুমাত্র বিয়ে করিনি; তোমার জায়গায় আর কাউকে বসাতে পারবো না বলে..."

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫

বিজন রয় বলেছেন: আপনার প্রথম লেখা।
++++

ব্লগে স্বাগতম।
শুভকামনা, শুভব্লগিং।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৯

ATik Mahmud Kaushik বলেছেন: জ্বী, এটিই প্রথম ব্লগ। ধন্যবাদ, শুভ অভ্যর্থনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.