![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
facebook.com/atikmahmud.kaushik
ফিরে আসা মানেই কি মরা নদীতে প্রবল স্রোত?
নাকি ধূসর বালুচরে এক ফালি রোদ!
অথবা হেঁটে যাওয়া দুজন; হাতে রেখে হাত?
নাকি ফুটপাতকে সঙ্গী করে অপেক্ষা, বাসস্টপে!
..ফিরে এসো!!
দেখে যাও তোমার অপেক্ষায় আজো আমি ক্লান্ত।
চোখের নীচে কালো দাগ
আর রাত জেগে পুরনো স্মৃতিচারণ।
প্রতিটি সময় জুড়ে তুমি থাকো
ইনবক্স অথবা পুরোটা কল লগে জুড়ে!
..ফিরে এসো!!
তোমাতে আজ বিলীন এ মন।
এখনো মনে পড়ে প্রথম দেখা।
ড্রয়ারের কোণে পড়ে থাকা প্রথম ভালবাসার
চিঠি;
অথবা যত্নে রাখা প্রথম টি-শার্ট!
..ফিরে এসো!!
কেন চলে গেলে না ফেরার দেশে?
তোমাকে ছাড়া আজ সব অর্থহীন, শূণ্য লাগে!
সকল পূর্ণতার মাঝেও, আমি অপূর্ণই পড়ে থাকি_
এখনো তোমায় ভালবাসি; অপেক্ষার প্রহর গুনি।
..ফিরে এসো!! শুধু আরেকটি বার ফিরে আসো॥
©somewhere in net ltd.