নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিধাতার রঙে আঁকা এক অস্পষ্ট ছবি, আমি তারই কবিতায় অনুপ্রেরিত বিদ্রোহী এক কবি..

ATik Mahmud Kaushik

facebook.com/atikmahmud.kaushik

ATik Mahmud Kaushik › বিস্তারিত পোস্টঃ

"ফেরা"

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৮

ফিরে আসা মানেই কি মরা নদীতে প্রবল স্রোত?
নাকি ধূসর বালুচরে এক ফালি রোদ!
অথবা হেঁটে যাওয়া দুজন; হাতে রেখে হাত?
নাকি ফুটপাতকে সঙ্গী করে অপেক্ষা, বাসস্টপে!

..ফিরে এসো!!
দেখে যাও তোমার অপেক্ষায় আজো আমি ক্লান্ত।
চোখের নীচে কালো দাগ
আর রাত জেগে পুরনো স্মৃতিচারণ।
প্রতিটি সময় জুড়ে তুমি থাকো
ইনবক্স অথবা পুরোটা কল লগে জুড়ে!

..ফিরে এসো!!
তোমাতে আজ বিলীন এ মন।
এখনো মনে পড়ে প্রথম দেখা।
ড্রয়ারের কোণে পড়ে থাকা প্রথম ভালবাসার
চিঠি;
অথবা যত্নে রাখা প্রথম টি-শার্ট!

..ফিরে এসো!!
কেন চলে গেলে না ফেরার দেশে?
তোমাকে ছাড়া আজ সব অর্থহীন, শূণ্য লাগে!
সকল পূর্ণতার মাঝেও, আমি অপূর্ণই পড়ে থাকি_
এখনো তোমায় ভালবাসি; অপেক্ষার প্রহর গুনি।

..ফিরে এসো!! শুধু আরেকটি বার ফিরে আসো॥

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.