নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিধাতার রঙে আঁকা এক অস্পষ্ট ছবি, আমি তারই কবিতায় অনুপ্রেরিত বিদ্রোহী এক কবি..

ATik Mahmud Kaushik

facebook.com/atikmahmud.kaushik

ATik Mahmud Kaushik › বিস্তারিত পোস্টঃ

"অন্য সময়"

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪১


কত পথ পেরিয়েছি জীবনে,
কত পথ বাকি আছে অজান্তে।
সময়ের চক্রপাকে ঘুরছি যেন অবিরত;
অলস সময় কুঁড়ে কুঁড়ে খাচ্ছে আজ আমাকে..
ছিল সবই একদিন নিজের মত স্বাধীনভাবে,
কখনো অন্ধকারে জ্বেলেছি আলো আনমোনে।
হঠাত্‍ সময় বদলে গেছে, বদলে যাওয়ার নিয়মে
অন্য সময়ে জাগয়া করে নিয়েছি, একটু একটু করে..

ঝড়ের রাতে ভয় পেয়ে লুকিয়েছিলাম মায়ের কোলে,
আজ কেন তবু সময়ের প্রয়োজনে, মা' তুমি অনেক দূরে?
এখন অলস সময় কাটছে আমার অন্ধকার ঘরে
কবিতার খাতা লিখছি আর ছিঁড়ছি প্রতিক্ষণে!
কলম জুড়ে নামছে অবসাদ_
বল পয়েন্টও আজ বিদ্রোহী, সময়ের প্রয়োজনে..

তবু মস্তিষ্ক ভরে ঘুরছে অজস্র কথার ঘূর্ণিঝড়!
চোখের জলে ভাসছে সবই প্রবল জ্বলোচ্ছ্বাসে_
ভেসে যাচ্ছে কবি ও কবিতার অস্তিত্ব
অন্য সময়ের বালুচরে...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.