| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ATik Mahmud Kaushik
facebook.com/atikmahmud.kaushik
কবিতায় আর কি লিখবো
যখন হৃদয়ের পাতায় লিখেছি
একটি নাম তোমার..
কবিতায় আর কি লিখবো
যখন তোমার হাত ধরে
পথে হাঁটতে চেয়েছি বহুবার..
কবিতায় আর কি লিখবো
যখন তোমার কথায়_
ছিঁড়ে ফেলেছি আমার
সব দুঃখ ; হা হা কার..
কবিতায় আর কি লিখবো
যখন তুমি বললে থাকবে না আর
এ জীবন সাথী হয়ে আমার..!
কবিতায় আর কি লিখবো
যখন তুমি চলে গেলে
আমার শূন্যতা বাড়িতে
অন্যের হাত ধরে অচিনপুরে..
উৎসর্গঃ ৮ সেপ্টেম্বর & ২৯ ফেব্রুয়ারি
২|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৫
সোজোন বাদিয়া বলেছেন: যন্ত্রণা বোধগম্য এবং বেশ ফুটিয়ে তুলেছেন কাব্যিক ঢঙে। লিখে যান।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৭
ATik Mahmud Kaushik বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করব আরো ভাল লিখার। ☺
৩|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৬
সোজোন বাদিয়া বলেছেন: যন্ত্রণা বোধগম্য এবং বেশ ফুটিয়ে তুলেছেন কাব্যিক ঢঙে। লিখে যান।
৪|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৭
সোজোন বাদিয়া বলেছেন: যন্ত্রণা বোধগম্য এবং বেশ ফুটিয়ে তুলেছেন কাব্যিক ঢঙে। লিখে যান।
৫|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৭
সোজোন বাদিয়া বলেছেন: যন্ত্রণা বোধগম্য এবং বেশ ফুটিয়ে তুলেছেন কাব্যিক ঢঙে। লিখে যান।
©somewhere in net ltd.
১|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
মাহবুবুল আজাদ বলেছেন: বিষাদময় ।