নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিধাতার রঙে আঁকা এক অস্পষ্ট ছবি, আমি তারই কবিতায় অনুপ্রেরিত বিদ্রোহী এক কবি..

ATik Mahmud Kaushik

facebook.com/atikmahmud.kaushik

ATik Mahmud Kaushik › বিস্তারিত পোস্টঃ

"সস্তা প্রেমিক"

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৯


আমি এক সস্তা প্রেমিক হবো।
রং চটা শার্ট পড়ে_
ছেঁড়া জিন্সের পকেটে গোলাপ গুঁজে
বলবো তোমায়; "ভালবাসি!"
তোমার অবহেলায় মৃত্যু হবে একটি গোলাপের।
আসলে সস্তা প্রেম গোলাপের হিসেব গুণে হয় না
তবু আমি সস্তা প্রেমিক হবো
গোলাপের শোকে শোকাহিত হবো।

তবে কেন বুজলে না তোমায় এতটা ভালবাসি?
তোমার অপেক্ষায় রাতের ঘুম করেছি যে বাসি।
আমি তো নীরব প্রেমের সাথী
তাই প্রত্যেক সকালে তোমার অপেক্ষার প্রহর গুণি,
যখন জেগে ওঠে তোমার প্রতিচ্ছবি
মনে হয় তুমি সেই স্বর্গে থাকা অপ্সরী।
তোমার চলার পথে তো আমি নীরব সাথী,
কবে বুঝবে বলো; তোমায় বড় ভালবাসি!

তোমার অপেক্ষায়,
কখনো আমার কবি হওয়া হল না
সস্তা প্রেমিক হওয়া হল না।
আমি তো সস্তা প্রেমের নীরব পথিক,
তাই আড়ালে - আড়ালে থাকি।
তবু প্রেম নিয়ে থাকবো দাঁড়িয়ে
পথের আড়ালে সস্তা প্রেমিক হয়ে..

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৪

নকীব কম্পিউটার বলেছেন: প্রেমিকারা এভাবে একটু লিখতে পারে না!

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১০

ATik Mahmud Kaushik বলেছেন: হয়ত পারে না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.