| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ATik Mahmud Kaushik
facebook.com/atikmahmud.kaushik
আমাকে খোঁজো না তুমি বহুদিন
আমিও এখন খুঁজি না তোমায়।
রাতের আকাশে খসে পড়া তারা'র মৃত্যু দেখেছি
তাই তোমার মৃত্যুতে আমি শোকহীন।
কিছু স্বপ্ন ছিল দুজনে গড়বো একটু-একটু করে
নিয়তির বিধানে আজ তুমি অনেক দূরে।
সেই তুমি আমার কাছে প্রায়ই কবিতা চাইতে
আমিও অনিচ্ছা স্বত্ত্বেও লিখে ফেলতাম দু'এক লাইন,
সেই কবিতা পড়ে তুমি হাসতে আর বলতেঃ
"কি লিখেছ এগুলা? কবিতা? হা হা হা"
আমি তখন তোমার হাসি মুখটা দেখতাম।
কিন্তু আজ আর তুমি কবিতা পড় না
আগের মত হাসো না, তোমার নিস্পাপ মুখখানি দেখা হয় না;
শুনেছি, পৃথিবীর পুরনো রেখাগুলা একদিন মুছে যায়
পুরনো প্রেমও ক্ষয়ে যায়;
আর নক্ষত্রদেরও একদিন মরে যেতে হয়..
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৮
রাজীব নুর বলেছেন: কবি জীবনানন্দ দাশ।