![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাগ্রত অনুসন্ধান, অবিচলিত অধ্যবসা আর অনাসক্ত সত্য সন্ধানী মন, সংকল্পে অটল-অবিচল, প্রবাসী,মা-মাটি ও মানুষকে হৃদয় দিয়ে অনুভব করি । ইসলাম ও মানবতা, জননী-জন্মভূমি ও মানুষের পক্ষে । কুসংস্কার ও অন্যায়ের বিরূদ্ধে ।
লিখতে হলে কিছু নিয়ম শৃংখলা মেনে চলতে হয় । বানানে ভূল হলে লেখার সৌন্দর্যতা নষ্ট হয়ে যায় । বানানের জন্য আমি নিজেও অনেকের সমালোচনার পাত্র হয়েছি । বিজয় কি-বোর্ড দিয়ে লেখাটা খুবি কষ্টকর ছিল । আজ অনেক চেষ্টা করে কিছু রপ্ত করতে পেরেছি । যারা আমার মত বিজয় কিবোর্ড ব্যাবহার করেন তাদের জন্য কয়েকটি যুক্তাক্ষর লেখার নিয়ম বলছি । পারলে ধন্যবাদ দিবেন ।
জ+ঞ = জ্ঞ
ঞ+ছ = ঞ্ছ
ষ+ণ = ষ্ণ
হ+ন =হ্ন
ঞ+জ = ঞ্জ
ঞ+চ = ঞ্চ
ভ+র = ভ্র
তবে কয়েটি যুক্তার এখনও শেখা হয়নি । কেউ জানলে বলবেন ভাই ?
ঋদয় (মন) কি ভাবে লিখতে হবে ?
রূপ ( সৌন্দর্যতা ) ...................?
করুণ (মর্মান্তিক) ....................?
২| ১৯ শে মার্চ, ২০০৬ সন্ধ্যা ৬:০৩
হিমু বলেছেন: ভূল বানানটি ভুল। "ভুল" হচ্ছে শুদ্ধ। সৌন্দর্যতা নয়, সৌন্দর্য। করুণ, করূণ নয়। হৃদয় এর ঋ কার আপনি হ এর জঙ্ঘা থেকে নামাতে পারবেন না এখানে, পায়ের তলেই ফেলে রাখতে হবে। ধন্যবাদ।
৩| ১৯ শে মার্চ, ২০০৬ সন্ধ্যা ৬:০৩
অতিথি বলেছেন: হৃদয় = হ+র
রূপ
করূন
৪| ১৯ শে মার্চ, ২০০৬ সন্ধ্যা ৬:০৩
অতিথি বলেছেন: তীরন্দাজ ভাই ?
ধন্যবাদ ।।
রূপ এবং করূন কিভাবে হবে ?
৫| ১৯ শে মার্চ, ২০০৬ সন্ধ্যা ৬:০৩
অতিথি বলেছেন: র + সিফট+ ু
৬| ১৯ শে মার্চ, ২০০৬ সন্ধ্যা ৬:০৩
অরূপ বলেছেন: বদরুল ভাই!
আপনার সাধু চেষ্টা আলোকিত করুক বাকিদের...
৭| ১৯ শে মার্চ, ২০০৬ সন্ধ্যা ৬:০৩
অতিথি বলেছেন: ভাইরে আমি মাউসের সাহাজ্যে বিজয় বোর্ডে গুতো গুতি করে লিখি । নিয়মটা আরো সহজ করে দিলে উপকৃত হব ।
৮| ১৯ শে মার্চ, ২০০৬ সন্ধ্যা ৬:০৩
অতিথি বলেছেন: অরূপ ?
আমি আসলেই একজন সাধু মানুষ । প্যাচাল-ঠ্যাচাল জানিনা । যা বলি মন থেকেই বলি । হাজারো কথা আমার পঁচা মাথায় ঘুরপাক খায় কিন্ত তোমাদের মত সুন্দর করে লিখতে পারিনা । লেখা লেখিতে একেবারেই অজ্ঞ ।
তোমাদের দেখে যদি কিছুটা শিখে নেই ..........
৯| ১৯ শে মার্চ, ২০০৬ সন্ধ্যা ৭:০৩
অতিথি বলেছেন: ভাই আমি লেখায় নতুন হলেও বিজয় আমি ব্যবহার শিখেছি অনেক আগে । নতুন এসব পদ্ধতি বলার জন্য ধন্যবাদ।
১০| ১৯ শে মার্চ, ২০০৬ সন্ধ্যা ৭:০৩
:) বলেছেন: মাউস দিয়ে লেখা খুব শক্তরে ভাই, ফোনেটিক শিখুন!
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০০৬ সন্ধ্যা ৬:০৩
অতিথি বলেছেন: ''করূণ'' আসলে করূণা (দয়া) হবে ।