নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক ভাল আছি।

নিজের উপর বিরক্ত হই মাঝে মাঝে.....।

বদরুল খান

ভালো কিছুর অপেক্ষায়........

বদরুল খান › বিস্তারিত পোস্টঃ

অনেকদিন পর লগইন হয়ে দেখি ৫বছর ১সপ্তাহ কাটিয়ে দিলাম প্রিয় সামুতে :):)

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৪

ভাল লাগছে । নিজে থেকে নিজেকে নিয়ে গর্বিতও লাগছে :P। ঝামেলাবেহীন ভাবেই কাটিয়ে দিলাম এতোগুলা দিন । ব্যাক্তিগতভাবে অনেকেই সাথে পরিচিত হতে পেরেছি। প্রথম দিনগুলোতে প্রত্যেকটা ব্লগ আড্ডায় যাওয়া হতো ব্লগার+আমার বড় ভাই ই্উনুস খান এর সাথে। তখন ঘনঘন ব্লগ আড্ডার আয়োজন করা হতো। সবার মাঝে আমি ছিলাম সবচেয়ে জুনিয়র :) জানা আপা, আরিল দুলাভাই, রাতমুজুর ভাই, মেজবাহ য়াযাদ ভাই, মিলটন ভাই, আবু সালেহ ভাই, ক্যামেরাম্যান ভাই, কালপরুষ দাদা, শফিকুল ভাই, খুশবু আপা, একরামুল হক শামীম ভাই, কৌশিক ভাই আরো অনেকেই । আরো অনেকেই নাম মনে নেই বা মনে আসছে না, যাদের নাম আসে নাই আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। মিস করতেছি+ যাদেরকে খুব পছন্দ করতাম তারা হলো চিকনমিয়া ভাই, চান্কু ভাই, শ্রদ্ধের জুলবার্ন ভাইরে।



সবাই ভাল থাকবেন, আমার জন্য দোয়া করবেন :)



জয় হোক সামুর..........।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৬

বদরুল খান বলেছেন:

২| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা রইলো !

২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৩

বদরুল খান বলেছেন: ধন্যবাদ অভি ভাই :)

৩| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৯

খাটাস বলেছেন: ৫ বছর পূর্তিতে বদরুল খান ওরফে ক্রিয়েটিভ পোলাপাইন কে খাটাসের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।

২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৮

বদরুল খান বলেছেন: :P
খাটাস ভাইকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ :)

৪| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২২

এ্যাপোলো৯০ বলেছেন: অভিনন্দন :)

২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৫

বদরুল খান বলেছেন: ধন্যবাদ এ্যাপোলো৯০ ভাই :)

৫| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:
বাব্বাহ !!
অভিনন্দন, অভিনন্দন ||

২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৬

বদরুল খান বলেছেন: ধন্যবাদ মুন ভাই :)

৬| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৬

বেলাল আহমেদ রাসেল বলেছেন: একটু খারান আমিও আপনার সাথে আসতেছি, আমার এখন ৪ বছর ১ মাস

২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৯

বদরুল খান বলেছেন: আপনি আমার চেয়ে ১বছরের ছোট B-)
দাড়ালাম চলে আসেন :)

ধন্যবাদ রাসেল ভাই ।

৭| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৭

মোমেরমানুষ৭১ বলেছেন: অভিনন্দন, অভিনন্দন ||

২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৯

বদরুল খান বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ মোমেরমানুষ৭১ ভাই :)

৮| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩০

অদ্ভুত_আমি বলেছেন: ৫ বছর পূর্তিতে অভিনন্দন :)

২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

বদরুল খান বলেছেন: ধন্যবাদ অদ্ভুত_আমি ভাই :)

৯| ২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অভিনন্দন!!!!!!!!!


!:#P !:#P !:#P !:#P !:#P

২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

বদরুল খান বলেছেন: ধন্যবাদ বর্ষন ভাই :)

১০| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৫

আমিনুর রহমান বলেছেন:



শুভেচ্ছা রইল !

২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

বদরুল খান বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান ভাই :)

আপনি দেখি আমার চেয়ে প্রায় ১০মাসের বড় :D

আপনাকেও শুভেচ্ছা !:#P !:#P

১১| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৬

আমিনুর রহমান বলেছেন:





ফ্যাশন ডিজাইনিং এ কি এখনও পড়ছেন নাকি শেষ করে চাকুরি করছেন???
বর্ষপুর্তির খানা কবে খাচ্ছি???

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫

বদরুল খান বলেছেন: দুঃখি্ত ভাই অনেকদিন পরে এসে আপনার কমেন্টস দেখলাম।
শেষ হয়েছে প্রায় ৭মাস হলো। এমবিএ করছি :)

দোয়া করবেন ভাইয়া।

ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.