নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক ভাল আছি।

নিজের উপর বিরক্ত হই মাঝে মাঝে.....।

বদরুল খান

ভালো কিছুর অপেক্ষায়........

বদরুল খান › বিস্তারিত পোস্টঃ

দেখতে দেখতে ৯ বছর ৪ মাস হয়ে গেলো সামুতে আইডির বয়স.....।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

অনেকদিন পর লগইন করলাম সামুতে, পরীক্ষা দিতে হয়েছে যে আইডিটার প্রকৃত মালিক আমি । ৯ বছর আগে ভার্সিটিতে ভর্তি হবার আগে খুলেছিলাম । ব্লগিং এর গোল্ডেন পিরিয়ড ছিলো । স্যাটায়ার, আস্তিক, নাস্তিক, ছাইয়া, লুল, ছাগু, ভাদা, পাদা, মাল্টি নিক কি ছিলো না । আমার নিজেরই মাল্টি ছিলো ১২ টা :P
পুরা পাগল ছিলাম ব্লগ বলতে রাত ১০ টার পরেই জমে উঠতো ব্লগ । আহা সেই সোনালী দিনগুলা......

আবারও নিয়মিত হতে হবে.........।

মন্তব্য ৩৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

সুমন কর বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা রইলো.....

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

বদরুল খান বলেছেন: ব্লগ দিবস চলে গেছে :) ধন্যবাদ ভাইজান ।
অফিসে বেকার বসে আছি তাই ভাবলাম দেখি আইডি টার কি খবর, সামুই বা কেমন আছে......।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


শুভেচ্ছা, প্রায় ৫ বছর পর লিখলেন, সময় বয়ে যায় নীরবে।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

বদরুল খান বলেছেন: ধন্যবাদ ভাইজান ।
এখন আর সময় পাই না আবার মাঝখানে পুরানা সবাই খেই হারিয়ে ফেলেছে ব্লগিং এর। সবাই এখন ফেবু মুখী ।

এই আইডি টা সব সময় সেইফ করে রাখতাম :)
মাল্টি নিক দিয়ে সব সময় ব্লগিং করতাম :P

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
Time n Tide Wait for None
সময় ও নদীর স্রোত কারো জন্য
অপেক্ষা করে না

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

বদরুল খান বলেছেন: ঠিক বলেছেন ভাইজান :)
ভালো থাকবেন ।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তাই বলে ১২ টা? এতগুলা দিয়ে কি করতেন? :-&

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

বদরুল খান বলেছেন: হা হা হা।
সবারই ছিলো ঐ সময়টায় ।

ব্যাক আপ রাখতে হতো । কিছু হলেই ব্লকড । ভাদা, পাদা, ছাগু, নাস্তিক নিয়ে সারা রাত জমে থাকতো ব্লগ ।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

অর্ক বলেছেন: স্বাগতম। আবার উপভোগ্য হয়ে উঠুক ব্লগিং। ১২ মাল্টি ছিল! কিন্তু এতো মাল্টি দরকার কেন! আমার তো একটাই "অর্ক" নিক। এটা দিয়েই তো সব করতে পারি। একটু আধটু গালিও দিয়েছি পরিস্থিতির স্বীকার হয়ে।

শুভকামনা।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

বদরুল খান বলেছেন: ধন্যবাদ ভাইজান ।
সবারই ছিলো ঐ সময়টায় ।

ব্যাক আপ রাখতে হতো । কিছু হলেই ব্লকড । ভাদা, পাদা, ছাগু, নাস্তিক নিয়ে সারা রাত জমে থাকতো ব্লগ ।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ওয়েলকাম ব্যাক।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

বদরুল খান বলেছেন: ধন্যবাদ ভাইজান ।
ভালো থাকবেন সবসময় ।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সেই রাতগুলো এখন আবার আসলে মজা নিতে পারতাম। :P B-))

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

বদরুল খান বলেছেন: ফিউশন ফাইভ, দূর্যোধন, সবাক, আসিফ মহিউদ্দিন, মিলটন অনেক অনেক নাম অনেক অনেক মাল্টি.....সারা রাত লেগেই থাকতো ক্যাচাল........সবার বদ নেশা হয়ে গিয়েছিলো রাত জেগে ব্লগিং করা ।

হাই লিখে পোস্ট দিলেও ৫০-৬০ টা কমেন্টস পরতো :)

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

রাজীব নুর বলেছেন: আসা করি এখন নিয়মিত হবেন।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

বদরুল খান বলেছেন: ভাই কেমন আছেন ?
আপনাকে চিনতে পেরেছি :)

একটা ছাইয়া নিক দিয়ে আপনার কবিতা, গল্পে কমেন্টস করতাম :P

নিয়মিত হবো ইনশাল্লাহ ।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

হাঙ্গামা বলেছেন: ব্লগে সেই সুদিন আর নাই। ঐ পরিবেশ আর বিখ্যাত মানুষগুলাকে ও পাইবেন না।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০১

বদরুল খান বলেছেন: না ভাই কিছুই নাই :(
সারাদিন পড়তাম ব্লগ, নেশা হয়ে গিয়েছিলো ।

পরিবেশ টাই বদলে গিয়েছে ।
ভালো থাকবেন ভাইজান বলা যায় না আবার হয়তো ৪-৫ বছর পরে দেখা দিবো ।

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: ১২ টা মাল্টি? পুরো সময় তো ব্লগেই গেছে মনে হয়।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৩

বদরুল খান বলেছেন: রাত ১১ টায় খেয়ে বসে যেতাম রাত ৩ টা পর্যন্ত কনর্ফাম ।
আবার সকালে উঠে চেক করতাম ক্যাচাল পোস্ট গুলাতে কমেন্টস করতাম যেইসব আইডি দিয়ে ঐগুলা টিকে আছে নাকি ব্লকড ।

সেই দিন ছিলো ভাইজান ।

১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

মানিজার বলেছেন: অনেকদিন পর লগইন হয়ে দেখি ৫বছর ১সপ্তাহ কাটিয়ে দিলাম প্রিয় সামুতে :):)
লিখেছেন বদরুল খান, ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৪


দেখতে দেখতে ৯ বছর ৪ মাস হয়ে গেলো সামুতে আইডির বয়স.....।
লিখেছেন বদরুল খান, ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩


:-P আমার ভবিষ্যৎবাণী-

দেখতে দেখতে ১২ বছর ৯ মাস কাটিয়ে দিলাম প্রিয় সামুতে :):)
লিখেছেন বদরুল খান, ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৭

২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯

বদরুল খান বলেছেন: হাহাহা অসম্ভব কিছু না ভাইজান :)
হতেও পারে এইরকম ।

ভালো থাকবেন সবসময় ।

১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এখন মাইনষে ভাল পোস্ট দিলেও খুব কমেন্ট পায় না। অনেক পোস্ট আছে কেও কমেন্ট ও করে না। অথচ বেশ কয়েকবার পঠিত হইছে।

২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২

বদরুল খান বলেছেন: তাই তো দেখতেছি....আগে কি সুন্দর দিন কাটাইতাম :)
আগে যেই কমেন্টস সেই সাথে পঠিত হতো হিউজ পরিমানে ।

১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:



সবকিছুর শুরু হয় মহা উৎসাহের মাঝে, ব্লগিং'এর শুরু ছিল ঝড়ের মতো, নতুন টেকনোলোজী, জমে থাকা কথা, ও প্রকাশের তাড়না; তাই শুরুটা ছিল তান্ডবের মতো।

এখন নদী নিজের পথ খুঁজে পেয়েছে, দুপারে বসতি স্হাপন হয়েছে, প্রশান্তি এসেছে, গাছে ফল ধরেছে

২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

বদরুল খান বলেছেন: হয়তোবা........
ভিন্নমতও আছে কিন্তু এইগুলা নিয়ে এখন আলোচনা সমালোচনাও করতে ভালো লাগে না ।

১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৫

নূর-ই-হাফসা বলেছেন: আবার ফিরে আসুন আশা করি ভালো লাগবে ।
আপনাকে অভিনন্দন ।

২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

বদরুল খান বলেছেন: ওরেব্বাহ :০
আপনি তো দেখি আমার চেয়েও ২ বছরের পুরানা :)

ভালো থাকবেন ।

১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৫

ওমেরা বলেছেন: ভাল তো খুব ভাল ।

২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

বদরুল খান বলেছেন: :)

১৬| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আগে কি সুন্দর দিন কাটাইতাম

ভালই তো জ্বলুনি দিলেন। /:)

২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

বদরুল খান বলেছেন: হা হা হা ভাই :)
ব্লগের আর্কাইভ ধরে একটু পিছনে গিয়ে দেখুন আসলেই ভাই বিনুদনের অভাব ছিলো না ।

ক্যাচাল, স্যাটায়ার, ছাইয়া নিকের পোস্ট, গালাগালিজ সব মিলিয়ে যা তা........
ব্লগের কতো শতো লিজেন্ডের আনাগোনা ছিলো........

১৭| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

শায়মা বলেছেন: লেখক বলেছেন: ভাই কেমন আছেন ?
আপনাকে চিনতে পেরেছি :)

একটা ছাইয়া নিক দিয়ে আপনার কবিতা, গল্পে কমেন্টস করতাম :P

নিয়মিত হবো ইনশাল্লাহ ।


ভাইয়া

আমাকে চিনতে পেরেছো? উপরের কমেন্ট দেখে হাসছি ভাইয়ামনি। :P

২২ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩

বদরুল খান বলেছেন: ভালো আছি বুবু :)
আপনি কেমন আছেন ?

হা হা হা.....ব্লগের সেই সময়কার কথাগুলি বড্ড বেশি মনে পরে :( ব্লগের সোনালি দিন ছিলো ।

ভালো থাকবেন, দোয়া করবেন বুবু ।

১৮| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

সেলিম আনোয়ার বলেছেন: আবার নিয়মিত হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। সুস্বাগতম

২২ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯

বদরুল খান বলেছেন: ধন্যবাদ ভাইজান ।
একটা সময় পড়াশুনা, খাওয়া, ঘুম ছাড়া এই একটাই জায়গা ছিলো টাইম পাস করার :)

নিয়মিত হতে খুব ইচ্ছা করে । আপনাদের মতো সু-লেখক দের কবিতা পরে অবসর গুলি ভালই কেটে যাবে ।

১৯| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৯

নতুন নকিব বলেছেন:



তা... যা বলছিলেন, মোটে ১২ টি মাল্টি! ঘরের খেয়ে ভালোইতো তাড়িয়েছেন বনের মোষ!

ঠিকই বলেছেন। তখন একটা ট্রেন্ডই ছিল আলাদা!

আবার নিয়মিত আসুন না! আপনাদের দিয়েইতো আজকের মহীরুহ সামু! আপনাদের অপরিসীম ত্যাগ, অসামান্য ধৈর্য্য, অতুলনীয় মেধার উপরে দাড়িয়েই তো আজকের আলো ঝলমলে এই ব্লগ জগত!

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

বদরুল খান বলেছেন: হাহাহা....।
এই রকমও ছিলো যাদের ১০০ উপরে মাল্টি ছিলো :)

২০| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ২:৩২

চাঙ্কু বলেছেন: আমিও মাত্র পরীক্ষা দিয়ে পাশ করে ব্লগে ঢুকলাম :D

তোমার ১২টা আইডি ছিল? #:-S

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.