![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে জটলা দেখে কাছে গেলাম। কাজে গিয়েই বুঝতে পারলাম বাংলাদেশ ছাত্রলীগের সমাবেশ হচ্ছে। বাংলাদেশ সমুদ্রসীমা বিরোধ নিরসন করায় এবং আন্তর্জাতিক আদালতে মায়ানমারের সাথে বিরোধ নিস্পন্ন হয়েছে। এই সরকারের সময়ে এই বিরোধ নিরসন ও সমুদ্রসীমায় বাংলাদেশের নায্য অধিকার প্রতিষ্ঠা হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ। সমাবেশের বিষয়টি জানার পর সমাবেশের পাশে দাড়ালাম। ইচ্ছা হলো ছাত্রলীগ নেতারা কি বলে। ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ওমর শরীফ পরিচালনা করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের নাম ঘোষণা করে। যথারীতি হল থেকে জোর করে ধরে নিয়ে আসা সাধারণ ছা্ত্ররা হাততালি দেওয়া শুরু করে। বক্তব্য শুরু করেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক তিনি প্রথমে সমুদ্র সীমায় বাংলাদেশের জয় হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের যে অর্জণ তার প্রথম দিকে হয়েছে বঙ্গবন্ধুর হাত ধরে। পরবর্তীতে আর একজনের হাত ধরে তিনি হলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনে বলেন, এই সরকারের সময়ে বাংলাদেশ সমুদ্রসীমায় অধিকার জয় হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ সমুদ্রে ২০০ নটি মাইকেল সীমানা পেয়েছে। পরের বার আবারও বক্তব্যে তিনি বলেন, ২০০ নটি মাইল। তার এই বক্তব্য শুনে সমাবেশের সামনে উপস্থিত ছাত্ররা ও ছাত্রলীগ নেতাকর্মীরা হাসতে শুরু করেন। তবে উচ্চ স্বরে হাসা কিংবা হাসি যদি ছাত্রলীগ সাধারণ সম্পাদকের চোখে পড়ে তাহলে তো আর পদ থাকবে না। তাই মুখ ঘুরিয়ে নিয়ে অনেকেই হাসতে শুরু করেন। কেউ বা আবার হাসি থামাতে না পেরে সমাবেশ থেকে উঠে চলে আসেন। তখন একে অন্যকে কৌতুক করে বলা শুরু করেন নটি মাইকেল আবার কি? তাই আমারো এখন জানার প্রশ্ন জাগছে নটি মাইকেল আবার কি? আপনারা কি কেউ জানেন নটি মাইকেল কি? কারও জানা থাকলে প্লিজ জানাবেন। ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলে কথা। তিনি একটা কথা বলেছেন তা কি আর ভুল হতে পারে। কারণ সমাবেশে বক্তব্য শুরুর আগে তো সমাবেশের পরিচালক বলে থাকেন এবার বক্তব্য দিবেন মেধাবী ছাত্র। তাই একজন মেধাবী ছাত্র যেহেতু বলেছেন নটি মাইকেল তাতো হতেই পারে।
২| ১৫ ই মার্চ, ২০১২ বিকাল ৫:৪৭
যেড ফ্রম এ বলেছেন: মানেতো খুবই সহজ "সমুদ্রে গোসল করতে গিয়ে মাইকেল ওয়াজ নটি = নটি মাইকেল"
৩| ১৫ ই মার্চ, ২০১২ বিকাল ৫:৫১
বনসাই বলেছেন: বইএর সাথে এদের সম্পর্ক নাই জানতাম, এখন দেখি পত্রিকার সাথেও নাই।
মেধাবী বলে কথা। ঢাবি ছাত্রের আজ এই হাল।
৪| ১৫ ই মার্চ, ২০১২ বিকাল ৫:৫৬
মোঃ ইউসুফ তালুকদার বলেছেন: অনলাইন বাংলা ম্যাগাজিন অরনি বিডিতে আপনারা আমন্ত্রিত
৫| ১৫ ই মার্চ, ২০১২ বিকাল ৫:৫৭
বেঈমান আমি বলেছেন:
৬| ১৫ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:০০
মারুফ মুনজির বলেছেন:
৭| ১৫ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:০৫
তিক্তভাষী বলেছেন: নটি আমেরিকা শব্দটি তার খুব পরিচিত হওয়ায় বোধ হয় নটি মাইকেল কথাটি মুখে চলে এসেছে।
৮| ১৫ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:০৯
ফারজুল আরেফিন বলেছেন: মেধাবী বলে কথা। ঢাবি ছাত্রদের আজ এই হাল।
৯| ১৫ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১০
ফায়ারউলফ বলেছেন:
১০| ১৫ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১১
ভারসাম্য বলেছেন: নটি মাইকেল
মাত্র দুইশ !!!
:
১১| ১৫ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১৮
ঢাকাবাসী বলেছেন: আরে সেতো ছাত্র! কত বড় বড় মানুষরা এরকম ভুল ভাল বলে চালিয়ে দিল!
১২| ১৫ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১৭
মেঘ বালকের কথা বলেছেন: হাসির কিছুই নাই, এখনকার ছাত্র রাজনিতির কোয়ালিটি অনুযায়ি ঠিকই আছে।
১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:০৯
বর্ণচোরা বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১২ বিকাল ৫:৪০
নতুন বলেছেন:

তাই একজন মেধাবী ছাত্র যেহেতু বলেছেন নটি মাইকেল তাতো হতেই পারে