নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম, হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়, মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়। আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি।

বাগান বিলাস

যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।

বাগান বিলাস › বিস্তারিত পোস্টঃ

রূপকথার জন্য পদাবলী

০৩ রা মার্চ, ২০১৫ রাত ৯:১২

মনে আছে রূপকথা, আমাদের কোন আয়না চিরুনি ছিলো না।

বিয়ের পর আমিই হতাম তোমার আয়না চিরুনি।

তুমি কপালে লাল টিপ পড়ে আলগা চুলে আমার সামনে এসে দাঁড়াতে।

আমি তোমার চুলে আঙ্গুল দিয়ে চিরুনি করে দিতাম।

তুমি আমার চোখে চোখ রেখে লাল টিপ বসাতে কপালে

আমি বলতাম, না একদম ঠিক হয়নি। দাঁড়াও, ঠিকঠাক বসিয়ে দেই।



একদিন বরফিকাটা অবাধ্য বাতাস ধাক্কা দিলো তোমাকে।

আর সাথে সাথে তোমার হাত থেকে পড়ে গেলো এক ডজন

লাল রেশমী চুড়ি। আমি হরিণের মতো চমকে উঠতেই তুমি হেসে উঠলে।

প্রপাতের জলের ধারায় হাসতে হাসতে বললে, তুমি এতো ভীতু কেনো ?



আমি প্রায়শঃ আয়না চিরুনি খেলতে খেলতে ছায়ার মতো

এক পাশে সরে যেতাম। তুমি অনুর্বর অন্ধকারে দেয়াল জুড়ে

হন্যে হয়ে খুঁজতে তোমার বেলজিয়াম কাচের আয়না।



আমি ছিলাম বেজায় বোকা, লুকোচুরি খেলায় হররোজ হারতাম

আমাকে ধরে ফেলতে তাই তোমার বেগ পেতে হতোনা কখনো।

আমাকে তুমি সেদিন ধরে ফেলতেই টের পেলাম ভাঙ্গা চুরিতে

তোমার হাত কেটে গেছে, আয়নায় তোমার রক্তাক্ত ঘোলা প্রতিবিম্ব।

আমি তোমার মাথায় চিরুনি দিয়ে বললাম, রেশমী চুড়িতে তোমাকে

খুব অপরূপ মানায়, সুচিত্রা সেন কি পারবে আমার রূপকথা হতে?



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ৯:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার কবিতায় মোহগ্রস্থ হয়ে পড়ি বারবার। তবে সুচিত্রা সেনের উপমা কেমন জানি লাগল।

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১০:০৯

বাগান বিলাস বলেছেন: ধন্যবাদ রাজপুত্র। আমার লেখা আপনার ভালো লাগে জেনে খুবই ভালো লাগলো। কৃতজ্ঞতা রইলো। সমকালীন নারীদের মধ্যে সুচিত্রা সেনের সৌন্দর্য, স্বকীয়তা ও ব্যক্তিত্বে একটি আলাদা গ্রহণযোগ্যতার মাত্রা আছে । সে কারণে তার সাথে কবিতার নায়িকার তুলনা করেছি। অবশ্য আপনার দৃষ্টিভঙ্গির সূত্রটি পেলে আমার জন্য আরো ভালো হতো।

২| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: আসলে তেমন কিছু না যেহেতু সুচিত্রা সেন মারা গেছেন সেহেতু সে কি ভাবে রূপকথা হয়ে উঠবে এটাই একটু অড লাগল আমার কাছে।
সুচিত্রা সেন কি পারবে আমার রূপকথা হতে?
এর পরিবর্তে -
সুচিত্রা সেন কি পারতো আমার রূপকথা হতে?
পুরোপুরি আমার একান্ত নিজের চিন্তা। কবিতা কবির আবেগের প্রকাশ আমি জানি। বাস্তবতা সেখানে আগন্তুক হতেই পারে।
তবুও।




সুচিত্রা সেন আমারো একজন অতি প্রিয় অভিনেত্রী।

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১২:২৭

বাগান বিলাস বলেছেন: রাজপুত্র আপনি খুব ভালো ক্রিটিক। আপনার সুক্ষ্ণ ভাবনা আমাকে শব্দ প্রয়োগে সতর্ক করছে।আপনার মূল্যবান সময় নষ্ট করে এতো বড় মন্তব্য করায় আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমি সুচিত্রা সেন কে জীবিত বা মৃত নয়, ভেবেছি একজন কিংবদন্তী হিসেবে। তার সাথে তুলনা করতে চেয়েছি আমার কবিতার নায়িকা ‘রূপকথা’ কে। বাস্তবতা বিবর্জিত ও হাস্যকর শুনালেও কবিতার প্রয়োজনে কবিতার নায়িকা কে স্বার্থপর ভাবে তুলনা চিত্রে কিংবদন্তী সুচিত্রা সেনের চেয়েও এগিয়ে রাখতে চেয়েছি। অনেকটা আজকের কোথাকার কে বাগান বিলাসের সাথে যদি রবীন্দ্রনাথের কোন তুলনা করা হয় সে রকম আর কি ! অসম্ভব বলেই সবাই ভ্রু কুঁচকে তাকাবে। অবিশ্বাস নিয়ে প্রশ্ন করবে, অখ্যাত বাগান বিলাস তবে কি এতোই বড় কবি নাকি? অারে ধুত,পাগলের খপ্পরে পড়েছি।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

দারুণ কবিতা।

০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

বাগান বিলাস বলেছেন: আপনার অভিব্যক্তির জন্য অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.