![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।
আমি কখনো জন্মগ্রহণ করি গ্রীক যুগে
প্রণয়ে আবদ্ধ হই ক্লিওপেট্রার সাথে।
সে ঘর বেশী দিন টেকে না, ফিরে যাই নেফারতিতির কাছে
ফারাও সম্রাজ্ঞীর বাহুডোরে কেটে যায় যুগ
এরপর ফিরে আসি মোঘল আমলে
নুরজাহানের প্রধান সেনাপতি হয়ে শাসন করি রাজ্য।
আমার একমাত্র বিফলতা সেবার রাণীর কাছে
বাদশা সলোমন ছিলাম না বলে
ঠাঁই হয়নি রানী বিলকিসের দরবারে।
তবে আমাাকে ঠিকই খুঁজে নিয়েছে মেরেলিন মনরো
যুগ যুগ স্বীকৃত একনিষ্ঠ প্রেমিক কে হারাতে চায়?
আমি তার আলিঙ্গনে আবদ্ধ থাকিনি বেশী কাল
টিনের চালে গড়ানো বৃষ্টির পানির মতো
সময় আমাকে ঠেলে দিয়েছে মনিকা লিউনেস্কির দিকে।
আমি জানি বারলুস্কিনির মতো গদিনশীন হলে আমি আবারো
পাণি গ্রহণ করবো যুগ শ্রেষ্ঠ কোন রমনীর। তবে এটা কেবলই
ভবিষ্যত। এ নিয়ে আমি কথা বলতে চাই না।
©somewhere in net ltd.