![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।
কীভাবে এতোটা সময় আমাকে আমার কাছে থাকতে হবে ভাবতেই পারি না।
রাজপথের কংক্রিটে, পিচের উদরে, কাভার্ড ভ্যানের চাকায় পিষে
অহরহ মরতে দেখেছি সোনালু, কৃষ্ণচূঁড়া ও বৃক্ষের অনাথ পাতা কে
ওদের রক্তে আজ যত্রতত্র গজে ওঠেছে শহীদ মিনার। আমি উদগ্রীব।
সমান্তরাল দুইশ ছয়খানা হাড্ডি দিয়ে ঈশ্বর
দিয়াশলাই না বানিয়ে আমাকে মানুয করায় আমি বিষ্মিত, ক্ষুব্ধ।
আমার দেহে ম্যাগমার উত্তাপ
আমি মানুষ, মানতে পারি না ।
অলিয়েস ফ্রসেজে জীবিত আছে সভ্যতা, মানতে পারি না।
ইতিহাসের যে সব খরস্রোতা নদীতে এখনো চলাচল করে মিথ্যার ইস্টিমার
আমি তার গায়ে থুতু দেই।
ছাপার ডাইসের কবিতা- রঙ্গীন অলীক আশ্বাস আমি বিশ্বাস করি না।
প্রিয়তমার হাত- বিশ্বাস করি না।
মুক্ত বাজার অর্থনীতি- বিশ্বাস করি না।
সাপের বিষদাঁত গণতন্ত্রের চেয়ে বেশী মৃত্যুমোহী- বিশ্বাস করি না
আমি বিশ্বাস করি না প্রেম, আমি বিশ্বাস করি না মোহ ও অলিন্দে
আমি বিশ্বাস করি আগুনে, কালো দ্রোহে।
আমি বিশ্বাস করি এ পৃথিবীকে শোষণ মুক্ত করতে পারে
কেবল সংগবদ্ধ আগুন।
আমার স্থির বিশ্বাস আমি আবার মানুষ থেকে দিয়াশলাই হবো।
সাড়ে তিন কোটি জাহান্নামের অভুক্ত কীট ছেড়েছি দেহে
ওরা আমাকে খেয়ে সাবাড় করুক, দ্র্রুত।
আমি বিশ্বাস করি তারা হয়তো অচিরেই
আমাকে মুক্ত করবে আমার থেকে।
আমার হাড় হাড্ডি তারাই হবে দিয়াশলাই, তারাই জ্বালাবে আগুন
এ পৃথিবী, তামাম নক্ষত্র জ্বলবে
জ্বলে জ্বলে থিতু হবে। থিতু হবে সকল বর্ণহীন সত্য।
২| ২৯ শে মে, ২০১৬ বিকাল ৪:২০
বাগান বিলাস বলেছেন: আপনার ভালো লাগার প্রকাশ আমাকে আত্নবিশ্বাসী করবে। অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকুন কালপুরুষ।
৩| ২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনন্য!
মুগ্ধতাটুকু রেখে গেলাম
মৃতবৎ চেতনার আইসবার্গে আজ আগুনের বড্ড বেশি প্রয়োজন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
০১ লা জুন, ২০১৬ দুপুর ১:০০
বাগান বিলাস বলেছেন: আমার জানামতে আগুন কখনো মিথ্যাচার করে না। অনেক ধন্যবাদ রইলো বিদ্রোহী ভৃগু।
৪| ২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
ছয় শব্দের অস্তিত্ব বলেছেন: দিয়াশালাই- দিয়াশলাই এক নয়। কবিতা প্রসন্নময়।
০১ লা জুন, ২০১৬ দুপুর ১:১০
বাগান বিলাস বলেছেন: ধন্যবাদ ছয় শব্দের অস্তিত্ব। শুধরে নিলাম। কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি।
৫| ২৯ শে মে, ২০১৬ রাত ৯:২৮
ম ইসলাম বলেছেন: বন্ধু, ফেসবুক থেকে দূরে আছি বলে তোমার লেখা মিস করছিলাম। এখানে পেলাম নির্বাচিত ব্লগে। অসাধারণ লেখা। শুভ কামনা থাকল।
০১ লা জুন, ২০১৬ দুপুর ১:১৪
বাগান বিলাস বলেছেন: শুভাশীষ রইলো বন্ধু। নির্বাচিত ব্লগে এসেছে তা আমিও জানতাম না । আজ হঠাৎ দেখে ভালো লাগছে। আরো ভালো লাগছে তোর মূল্যায়ন ও মন্তব্য পেয়ে। ভালো থাকিস।
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
শমীক বন্দ্যোপাধ্যায় বলেছেন: অনন্য
৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৪
বাগান বিলাস বলেছেন: আপনার ভালো লাগায় আমি সিক্ত। অনেক ধন্যবাদ শমীক বন্দোপাধ্যায়।
৭| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ২:৩০
মুহাম্মদ তমাল বলেছেন: ভাল লাগলো।অনেক অনেক শুভেচ্ছা ।
১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৬
বাগান বিলাস বলেছেন: ভালো থাকুন। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৬ বিকাল ৪:০৭
কালপুরুষ কালপুরুষ বলেছেন: অসাধারণ। অনেক অনেক শুভেচ্ছা নেবেন