![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।
(রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের দুঃসহ কষ্টের প্রতি সমবেদনা জানিয়ে)
সাগরের মহীসোপান পাড়ি দিয়ে
আতঙ্কভরে তারা হাঁটে।
নদীর কাদা-জলে
রাতে
অন্ধকারে
বেইনসাফি দিনের খাড়া দ্বিপ্রহরে
নৌকা থেকে নেমে
তারা হাঁটে।
গুলি খেয়ে বেঁচে যাওয়া
এক আহত সন্তান এবং
কাঁকে তার খুনখুনে বৃদ্ধা মা।
দগদগে ক্ষতের পচন নিয়ে
এক গণহত্যার দুঃস্বপ্ন ও
মুখোমুখি মৃত্যু থেকে
দূরে পালাতে তারা হাঁটে।
আট দিন পর
সূর্য ওঠে।
মায়ের চোখের জলে প্রত্যাশা
চিকমিক করে
পোড়া ও পচা গন্ধের বদলে
উপত্যকা ধরে
একটি ফুলের সুবাস আসে
মায়ের নাকে।
এবার ছেলেটি তার বাঁচবে।
তারা পা রাখে বাংলাদেশে।
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২২
বাগান বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
২| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: রোহিঙ্গাদের ভবিষ্যত অন্ধকার। নিজ দেশে তাদের ফিরে যাবার সম্ভবনা ক্ষীণ। ওদের জন্য সমবেদনা/কবিতা লেখা ছাড়া কী বা করার আছে??
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২৬
বাগান বিলাস বলেছেন: ভবিষ্যতই ভবিষ্যতের কথা বলতে পারে। কিন্তু অতীতকে ধারণ করা ইতিহাসের দায়। ভালো থাকুন।
৩| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: জমাট অন্ধকার থেকে ফ্যাকাশে ধূসরতায়। অনিশ্চিত বন্ধুর পথের যাত্রী। সম্মুখে সীমাহীন অনিশ্চয়তা।
ভাল লাগল।
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৫
বাগান বিলাস বলেছেন: তারা আশ্রয় শিবিরে ঠাঁই পেয়েছে এবং আপাতত গণহত্যা থেকে রেহাই পেয়েছে এটাই হয়তো তাদের স্বান্তনা। ভালো থাকুন।
৪| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩২
রাজীব নুর বলেছেন: আমাদের দরিদ্র দেশ। তাদের জন্য আমরা যথাযথ দায়িত্ব পালন করতে পারছি?
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২০
বাগান বিলাস বলেছেন: আহা অভিবাসী ও অনুপ্রবেশকারীদের জীবন! বিশ্ব তাদের প্রতি যথযথ মনোযোগ দেবে এবং সত্যিকার অর্থেই দায়িত্ব নেবে। এই প্রত্যাশা করি।
৫| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩২
আবু আফিয়া বলেছেন: রোহিঙ্গাদের কষ্টে আমরাও ব্যথিত, তারা তাদের নিজ দেশে আবার ফিরে যাবে এটাই প্রত্যাশা
১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৫
বাগান বিলাস বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমাদের প্রত্যাশা সফল হোক।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৩
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন।