নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যখন খালি চোখে দেখি না তখনই বাইনোকুলা ...........

বাইনোকুলা

০৩

বাইনোকুলা › বিস্তারিত পোস্টঃ

মূল্যবান আর মূল্যহীন

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬

ভালবাসা তোমাকে পেতে চাই
কল্পনার অগণিত সিড়ি বেয়ে,
বাস্তবের সীমানায়।
ভালবাসা তোমাকে পেতে চাই
ঘাসফুলের সীমানা পেরিয়ে
দিগন্তের শেষ সীমায়।
তন্দ্রাচ্ছন্ন চোখের বিভোর স্বপ্ন এবং
নতুন ভোরের মাঝামাঝি
যেখানেই তুমি থাক,
তোমাকে আমার চাই।
গোলাপের কোমল ভাজে প্রজাপতির অলস বিচরণ,
রূপের স্নিগ্ধতা শেষে ক্লান্ত বিকেল,
নদীর চিরন্তন প্রবাহে বিরহের গীতিকবিতা,
নির্মল সরস প্রকৃতির নুইয়ে পড়া নিরবতা,
বালিকা তোমারি অপেক্ষায়
এই বির্বণ রং।

যেখানেই তুমি থাক,
তোমাকে আমার চাই।

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

বালিকার বর্ণহীন চোখের হালকা ইঙ্গিত বুঝিনাই বলিয়াই আজকে অপেক্ষার প্রহর আকাশ ছুয়েছে। অপরিপক্ব মস্তিস্কের বিবেকহীনতায় অস্পষ্ট রোমাঞ্চের জন্য হাহাকার.......!!

মনে একটা ক্ষীন আশা ছিল তাকে অন্য কোথাও রেখেছি। হয়তোবা ফিরে পাব। কিন্তুু পাওয়া গেল না। গতকাল ম্যানিব্যাগের সাথে তাহার একটা মহামূল্যবান ছবিও হারিয়ে ফেলেছি। নতুন করে আর একটা ছবি তোলার সুযোগ নাই বলে কষ্টটা অন্যরকম একটা মাএা পেয়েছে। সামান্য একটা ছবি হারিয়ে গেছে বলে বিশ্বব্রাহ্মন্ডের কোথাও হয়ত বড় কোনো গোলমাল ঘটবে না, তবে এই ক্ষুদ্র মানুষের ক্ষুদ্র অন্তরে যা ঘটছে তা একমাএ সেই বলতে পারবে কিংবা জগদীশ্বর।



চোখের সামনে লেন্সের বেড়াজাল বলেই হয়ত শব্দ ভান্ডারের বেলায় আমি খুবই কিপটে।
অসংগতি বা কোনরুপ সমাজিক নয় এমন কার্যকলাপ চোখে পড়ে না বলেই হয়ত সচরাচর লেখা হয় না।
আজ অনেক দিন বাদে লিখলাম কারণটা .................

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৩

জনম দাসী বলেছেন: আহারে কি দুস্ক দুস্ক লিকনি, কেউ একটা মন্তব্য তো দূরে থাউক, একটু উঁকি দিয়াও দেইকলো না। কেঠাই জানি কয়বার পড়ছিল।
আআআর আননে জহোন আর কেউ না, আই বা কিয়ের লাই দেহুম। তয় আইছি যহোন, একখান + দিয়াই যাই।

ভালা থাহুইনছে... ইতান কোবতের আগা গোঁড়া আই কিছতা বুজি না। বুঝাইয়া বলিলে দিল বহত খুশ হইতো।

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭

বাইনোকুলা বলেছেন:
আমি কোন পথপ্রদর্শক নই যে সবাইকে আলোর পথ দেখাবো।
সবার মত আমি নাও হতে পারি।
কেউ যে মন্তব্য বা উকি পর্যন্ত দেয়নি এতে বরং আমি খুশি।
সবার জন্য তো লিখি নি! লিখেছি যে কারনে সে হয়ত এতক্ষণে লেখাটা পড়েছে। আর এতেই আমার সার্থকতা।
যাউকগা সবার মত না করে একটু নিজের মত করে জানার চেষ্ঠা করবেন হয়ত আপনিও বুঝতে পারবেন।
আপনি উপর মহলের বাসিন্দা আননেনর প্র ব লে ম না হওয়াই যুক্তিযুক্ত।
ভালা থাকুইন হকগোল সময়।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৪

জনম দাসী বলেছেন: কেমন আছেন, ক্ষমা চেয়ে এলাম জীবনবাবুর ''সোনালী ডানার চিলের'' কাছে। আপনার কাছেও যদি চা টা এমন কিছু চেয়ে অপরাধ করে থাকি ক্ষমা করে দিবেন কবি এই দাসি বান্দি টাকে; ভালো থাকুন কবি সব সময়।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩৩

বাইনোকুলা বলেছেন:
বুজতে কষ্ঠ হয় অথবা ইচ্ছে করেই বুঝতে চাইও না।
তবুও যদি জনাতেন চায়ের দাওয়াত কেন ফিরিয়ে দিচ্ছেন।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩০

বাইনোকুলা বলেছেন: কোথাও কোনো গোলমাল ঘটে নাই। স্বপনের গতিপথ যথারীতি পরিস্কার। সম্পর্কের ভাজ অমলিন। সবকিছুই সুস্থির। তবুও কেন জানি মনে হচ্ছে তুমি আর নেই সে তুমি.........

আমার কথা কি শুনতে পাও না তুমি?
কেন মুখ গুঁজে আছ তবে মিছে ছলে?
কোথায় লুকাবে? ধু ধু করে মরুভূমি;
ক্ষয়ে ক্ষ'য়ে ছায়া ম'রে গেছে পদতলে।
আজ দিগন্তে মরীচিকাও যে নেই;
নির্বাক, নীল, নির্মম মহাকাশ।
নিষাদের মন মায়ামৃগে ম'জে নেই;
তুমি বিনা তার সমূহ সর্বনাশ।
কোথায় পালাবে? ছুটবে বা আর কত?
উদাসীন বালি ঢাকবে না পদরেখা ।
প্রাকপুরাণিক বাল্যবন্ধু যত
বিগত সবাই, তুমি অসহায় একা ।


তবুও কেন জানি মনে হচ্ছে তুমি আর নেই সে তুমি.........

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:১২

জনম দাসী বলেছেন: আমি বুঝতে চেয়েও কেন জানি থমকে যাই। এটা ব্লগ, নানা মানুষের হতে পারে নানা ছল। এক প্রিয়র কারনেই ব্লগে আসা, কিন্তু এখানেও যে আমায় সেই তাকে খুঁজতে গিয়ে এতোটা নাজেহাল আর নোংরা কথা শুনতে হয়। তবু......;;;
জানিনা কে কোন ছলে, ভালো কথা বলে পরে নাজেহাল করবে। আমি তো তাকে এখানে এক নামেই চিনি, চুপি চুপি তার ব্লগ ঘুরে আসি, কিন্তু মন বলে হয়তো ও নতুন আইডি খুলে, ঠিক যোগাযোগ করবে। আপনাকে একবার মনে হলেও, আবার উত্তর না পেয়ে ফিরে গেছি। না সে না। ও হলে আমায় পুরনো কোন একটা ইঙ্গিত দিত। এমন কোন ইঙ্গিত যাতে করে আমি বুজতে পারতাম।


চায়ের দাওয়াত ফিরিয়ে দেওয়ার কথা বলিনি, বলেছি যদি কখনো আর কারো কাছে চা চেয়ে থাকি, সে যেন এই বান্দি টাকে ক্ষমা করে দেয়। ভালো থাকুন সব সময়।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৩৪

বাইনোকুলা বলেছেন:
জানিয়ে গেলে কৃতজ্ঞ থাকব।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৪৬

জনম দাসী বলেছেন: ভালো থাকুন সব সময়, বিদায়...

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৪৯

বাইনোকুলা বলেছেন:
আপনার আমার বিধাতার কাছেই আমি জেনে নেব।
বিরক্ত করার জন্য আমি লজ্জিত।
ভালো থাকুন সব সময়, বিদায়...

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৫৫

জনম দাসী বলেছেন: বিদায়... বলতে কেমন জানি...........................।। তবু.........।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.