![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট্ট মেয়েটা ঘুম থেকে উঠেই গাল ফুলিয়ে বসে আছে। সে দুধে চিনি খায় না কিন্তুু মা দুধে চিনি মিশিয়েছে। বাবা তাকে কোলে নিয়ে চুমু খেল, সন্ধ্যায় তাকে কার্টুনের বই কিনে দেয়ার কথা বলে অভিমান ভাঙ্গালো। মা খুব যত্ন করে তার ছোট্ট চুলগুলো পলিটেক করে বেধে দিয়েছে। বাবার আঙ্গুল ধরে দুলতে দুলতে সে এখন স্কুলে যাবে। স্কুল শেষে এই ছোট্ট মেয়েটাই নিরাপদে তার বাবার বুকে ফিরে আসবে এই গ্যারান্টি রাষ্ট্র আপনাকে দিতে পারবে না।
কিভাবে দেবে, এখানে যে জীবন আর মৃত্যুর মাঝামাঝি ঝুলে থাকা পঁচাশি বছরের বৃদ্ধাও ধর্ষিতা হয়।
যৌনতায় মানুষ মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে কিন্তুু তাই বলে কি পশু আর মানুষের মাঝে কোনো পার্থক্য থাকবে না!!
জানতে খুব ইচ্ছে করে, এই অমানুষগুলো কখনো কি কাউকে মা বলে ডেকেছিল??
১৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৪
বাইনোকুলা বলেছেন:
ধন্যাবদ ভাই ...
দেয়াতে চোখ বুলানোর জন্য।
২| ১৫ ই মে, ২০১৭ রাত ২:৪২
শূন্যনীড় বলেছেন: ভালো বলেছেন। খতিয়ে দেখতে হবে উত্তর পাওয়া যায় কিনা।
১৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৫
বাইনোকুলা বলেছেন:
তাড়াতাড়িই জানাবেন নিশ্চয়.......!
ভালো থাকবেন সবসময়।
৩| ১৫ ই মে, ২০১৭ রাত ২:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দিলদার মিয়া যুগান্তর কে যেভাবে বলেছেন তাতে মনে হয় ধর্ষকের রক্তেও দোষ থাকে।
ভালো বলেছেন, জানিনা তারা মায়ের দিকে কি নজরে তাকায়!!!!!
১৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৭
বাইনোকুলা বলেছেন:
কিঞ্চিৎ সংশয়.. রয়েই যায়।
ভালো থাকবেন সবসময়।
৪| ১৫ ই মে, ২০১৭ ভোর ৪:৩৫
চাঁদগাজী বলেছেন:
লেখার মাঝে তেমন কিছু নেই, হয়তো মনে অনেক কিছু আছে!
১৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৮
বাইনোকুলা বলেছেন:
চোঁখের সামনে পাহাড়ের মত মানুষগুলোকে গুড়িয়ে যেতে দেখলাম ভাই...........।
ভালো থাকবেন সবসময়।
৫| ১৫ ই মে, ২০১৭ রাত ১১:০১
কবীর বলেছেন:
হুম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ঠিক বলেছেন ভাইয়া।
১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৭
বাইনোকুলা বলেছেন:
ধন্যাবদ ভাই ...
দেয়াতে চোঁখ বুলানোর জন্য।
ভালো থাকবেন সবসময়.........।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৭ রাত ২:১৪
সাদাত সায়েম বলেছেন: না ওদের মা-বোন নাই, ছিলোও না।
পশু গুলো ওদের মা, বোন কেও ছাড়বেনা সুজোগ পেলে। তাদের জন্য রচিত সাহিত্য(!) তথা চটিতে তার প্রমাণ পাওয়া যায়।