নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৈরাগী ভাষণ

ব্লগিং এর ব্যার্থ চেস্টাসমুহ

মাতাল বৈরাগী

সাংবাদিকতা এবং গণযোগাযোগ বিষয়ে কাজ করছি। ফোটোগ্রাফি করি টুকটাক। লেখালেখির প্রতি আগ্রহ আছে বেশ। এছাড়া ইতিহাস, টেকনোলজি এবং শারীরবিদ্যা বিষয়ে মোটামুটি জানাশোনা আছে। মানুষ হিসেবে অদ্ভুত কিসিম এর। ফলো মাই ব্লগ টু ণো মোর।

মাতাল বৈরাগী › বিস্তারিত পোস্টঃ

সস্তা আবেগ অথবা ফিরে আসা আলো

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

এর মধ্যে অনেক গুলো বছর কেটে গেছে, এখন সময় পুরনো ভুল গুলো কে শুধরে নেওয়ার। সর্বাঙ্গ ভেজা এই দেশ টাকে মুছে শুকিয়ে নেয়ার। আমরা এমন একটা সময়ে বসবাস করছি যেখানে চারিদিকে শুধু অবিশ্বাস। কাক আর কোকিল এখানে এক। কাকের ভীড়ে কোকিলরা মিশে ছিল আজ অব্দি আছে। কোকিল এর ডিম এ তা দিয়ে যাচ্ছে কাকের দল। ডিম ফুটছে আর কা কা না ডেকে মধুর সুরে কুহু কুহু ডেকে যাচ্ছে। হয়ত কখনো কাকের দল টের পেয়ে যাচ্ছে ধেয়ে যাচ্ছে কোকিল তাড়ানোর তাড়নায়। কিন্তু ডিম গুলোর কি হবে?



আকাশে ঘন কাল মেঘ দেখছি, বিদ্যুৎ চমকাচ্ছে, হালকা বাতাস দিচ্ছে। বাতাস টা কোন দিকে তা ঠাহর করতে পারছি না। একটা ঝড়ের আশঙ্কা করছি; যে ঝর উড়িয়ে নিয়ে যাবে গুড়িয়ে দিয়ে যাবে সব পুরনো ভুলের দেয়াল আর দালান। অথবা হয়ে যাক প্রবল বর্ষণ; যে বর্ষা ধুয়ে দিয়ে যাবে সব। নতুন ভুমিতে নতুন পলি, হবে নতুন সশ্যের চাষ।



এখানে আজ ক্ষমতার প্রয়োগ কদর্য, স্বার্থের ব্যাবহার অতি নোংরা। বসন্তের নাতিশীতোষ্ণ বাতসে বিবেকের লাশের দুর্গন্ধ। নতুন করে জেগে উঠুক বিবেক। ঢেউ ছড়িয়ে পড়ুক মাঝ পুকুর থেকে প্রতিটা কিনারে। ফিরে পাওয়া আলোর বর্ণমালায় মুছে যাক কালো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.