![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংবাদিকতা এবং গণযোগাযোগ বিষয়ে কাজ করছি। ফোটোগ্রাফি করি টুকটাক। লেখালেখির প্রতি আগ্রহ আছে বেশ। এছাড়া ইতিহাস, টেকনোলজি এবং শারীরবিদ্যা বিষয়ে মোটামুটি জানাশোনা আছে। মানুষ হিসেবে অদ্ভুত কিসিম এর। ফলো মাই ব্লগ টু ণো মোর।
আধপোড়া মুখে সিগারেট
আগুন জ্বালাতে ভয় হয়
আবার ঝলসে যাওয়ার ভয়
তোমার সেই নরম মুখ,
পোড়া গ্যাসোলিনের গন্ধ
আর তোমার উত্তপ্ত শরীর
রসায়ন বুঝিনি কিন্তু বুঝেছি
বাইকার্বোনেট এর বোতল
ফিরিয়ে দেয় না কিছুই
স্মৃতি পোড়াবো কী দিয়ে, বলতে পারো?
২| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৩১
সোহাগ তানভীর সাকিব বলেছেন:
কবিতার শেষ লাইনে যে প্রশ্নটি করেছেন সেটার উত্তর খুব জটিল। আর উত্তর আছে কিনা ভেবে পেলাম না।
৩| ০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:০৩
মাতাল বৈরাগী বলেছেন: ধন্যবাদ জনাব নুর।
৪| ০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:০৫
মাতাল বৈরাগী বলেছেন: জনাব সাকিব, কখনো কখনো প্রশ্ন নিজেই জবাব হয়, কখনো প্রশ্নের জবাবই হয় না। কিছু সমীকরণ অসমাপ্ত থাকে।
৫| ০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার লাগলো।
৬| ০৫ ই মার্চ, ২০১৯ রাত ৮:২০
মাতাল বৈরাগী বলেছেন: ধন্যবাদ জনাব রহমান
৭| ১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১১:০৮
খায়রুল আহসান বলেছেন: ভালো লিখেছেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৭:২৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।