নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৈরাগী ভাষণ

ব্লগিং এর ব্যার্থ চেস্টাসমুহ

মাতাল বৈরাগী

সাংবাদিকতা এবং গণযোগাযোগ বিষয়ে কাজ করছি। ফোটোগ্রাফি করি টুকটাক। লেখালেখির প্রতি আগ্রহ আছে বেশ। এছাড়া ইতিহাস, টেকনোলজি এবং শারীরবিদ্যা বিষয়ে মোটামুটি জানাশোনা আছে। মানুষ হিসেবে অদ্ভুত কিসিম এর। ফলো মাই ব্লগ টু ণো মোর।

মাতাল বৈরাগী › বিস্তারিত পোস্টঃ

ওপরে নাকি সামনে?

১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১০:১৬



কথা হচ্ছিল ওপরে ওঠা নিয়ে। ওপরে উঠবেন ভালো কথা, কত ওপরে উঠবেন? ২ তলা ওপরে; ২০০ তলা ওপরে; ২০০০ তলা ওপরে? মানুষ নাকি চাইলেই পারে ওপরে উঠতে। খেয়াল করেছেন কি, আপনি যতটা ওপরে উঠছেন ততটা সরে যাচ্ছেন মাটি থেকে, মুল শিকড় থেকে। ওপর থেকে সবকিছুই দেখবেন ক্ষুদ্র লাগে, আর নিচের মানুষ আপনাকে দেখতেই পাবে না। আর ওপরে উঠলেই আর কত উঠবেন, শেষতক বিনা অক্সিজেন এ মরবেন।

তারচে বরং, সামনে এগোন। সামনে রাস্তা অফুরন্ত। সামনে সাগর, মরু, পাহাড়, নদী, জঙ্গল সব পাবেন। বাঁধা পাবেন, বন্ধুও পাবেন, আর পাবেন মাটির ছোঁয়া পদে পদে।

কেও ওপরে ওঠার সিঁড়ি দেখিয়ে দেবে, আর কেও দেখিয়ে দেবে সামনের রাস্তা। কোথায় যাবেন, পছন্দ তো আপনারই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১১:১০

খায়রুল আহসান বলেছেন: চমৎকার ভাষণ।

২| ১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৪৩

আহমেদ জী এস বলেছেন: মাতাল বৈরাগী,





আসলেই - যতোই আকাশের দিকে হাত বাড়াই না কেন , পা দুখানা যেন মাটিতেই থাকে ।

৩| ২০ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: উপরে উঠা বড় কথা নয়। তবে কেউ উপরে উঠতে চাইলে তাকে নামানো ঠিক না।

৪| ২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ৭:৩৮

মাতাল বৈরাগী বলেছেন: তা ঠিক। তবে ওপরের মানুষেরা যেন নিজেকে ইশ্বর সমকক্ষ না ভাবে! ইকারাস এর কথা মনে আছে...¡

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.