![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণ মানুষ আমি। হাসতে ভাল লাগে, হাসাতে ভাল লাগে। কেউ খুব ভাল আছে দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে।
কিছুদিন আগে কলকাতা থেকে ঘুড়ে আসলাম এখন নেপাল যাওয়ার চিন্তা ভাবনা করছি। নেপালের ভিসা প্রসেস এর ব্যাপারে কিছুই জানিনা, কারো জানা থাকলে কষ্ট করে একটু শেয়ার করবেন প্লিজ ।
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৬
বাকি বিল্লাহ বলেছেন: তাহলে ভিসা কি ত্রিভূন এয়ারপোর্ট থেকে হবে?
২ ওয়ে ভাড়া কত জানেন নাকি ?
২| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৯
শ্রীঘর বলেছেন: Sorry, Trivubon airport. Visa duivabe hoy. Eita sorasori. Arek dhoroner visa Bangladesh theke nite hoy. 2 way ticket er price 17,000tk. Tobe vary kore...
৩| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২২
রাতুল রেজা বলেছেন: নেপালে অন এরাইভাল ভিসা পাওয়া যায় যদি এয়ারে যান। স্থলে গেলেও পাবেন। প্লেনেই আপনাকে ভিসা ফর্ম দিয়ে দিবে। যদি অন এরাইভাল নিতে চান তাহলে সাথে রাখুন
১। ২ কপি ছবি
২। স্টুডেন্ট, চাকরী আইডি
৩। চাকরী করলে এনওসি। (সাথে রাখা ভাল)
এছারা আপনি নেপাল এম্বেসি থেকে ফ্রি ভিসা নিতে পারবেন। এজন্যে লাগবে উপরের ডকুমেন্ট গুলো সাথে এয়ারে গেলে এয়ারের রিটার্ন টিকেট এবং পুরন করা ভিসা ফর্ম। নেপাল এম্বেসির ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে নিন। যদি স্থল পথে যেতে চান তাহলে ভারতের ডাবল এন্ট্রি ভিসা। ১ দিন পরেই ভিসা দিয়ে দেয়।
বাংলাদেশ বিমানে গেলে ওপেন টিকেট নিলে ১৬৫০০ এর মত প্রবে রিটার্ণ।
আমার নেপাল ভ্রমন কাহিনী পড়ার আমন্ত্রন রইল
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৮
বাকি বিল্লাহ বলেছেন: রিটার্ন টিকেট নিয়ে ভিসার জন্য এপলাই করতে হয়?
আপনার মতে কোনটা করলে ভাল হয়?
অসংখ্য ধন্যবাদ
৪| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৩
রাতুল রেজা বলেছেন: আমার মতে আপনি রিটার্ন টিকেট কেটে আগেই ভিসা নিয়ে নিন। ঝামেলা চুকে যাবে। আমি এমনটাই করেছিলাম। সাথে ভোটার আইডি ও দিতে হবে।
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৯
বাকি বিল্লাহ বলেছেন: ভিসার আগেই টিকেট নিতে হবে এই ব্যাপারটা মানতে পারছিনা
আমি কবে কখন যাবো সেটা আগে থেকে ঠিক করা মুশকিল।
৫| ২৪ শে মে, ২০১৪ দুপুর ২:৫০
সঞ্জয় নিপু বলেছেন: Click This Link
৬| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:১৩
নতুন বলেছেন: নেপাল অন এরাইভেল ভিসা দেয় তাই কোন সমস্যা নাই
কিন্তু ২ কপি ছবি অবশ্যই নিয়া জাবেন... না হলে ঐখানে ২৩০ রুপি দিয়া ২ কপি ছবি তুলতে হবে...
পোখারা যেতে হলে টুরিস্ট বাসে যাবেন কিন্তু বাস ছাড়ে সকাল ৮টায়... পরে আর বাস নাই ..তাই আগের দিনেই টিকিট কেটে রাখবেন...
Click This Link
৩১ শে মে, ২০১৪ রাত ৯:৩৯
বাকি বিল্লাহ বলেছেন: ধন্যবাদ
৭| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:১৫
নতুন বলেছেন: ডলার এয়ার পোটে না পাল্টে বাইরে করালে রেট একটু বেশি পাবেন...
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
শ্রীঘর বলেছেন: নেপাল যদি উড়োজাহাজে যাইতে চান তাইলে ভিসা এরাইভেল। বাংলাদেশ বিমানের ২ ওয়ে টিকেট কেটে সোজা চলে যান নেপাল ত্রিভূন এয়ারপোর্ট। তারপর ভিসা। বাংলাদেশ বিমানে ভাড়া একটু বেশী হইতে পারে। ইউনাইটেড এর সাথে কমপেয়ার কইরা ২ ওয়ে টিকেট কাইটেন।