![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণ মানুষ আমি। হাসতে ভাল লাগে, হাসাতে ভাল লাগে। কেউ খুব ভাল আছে দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে।
ব্লগ লিখছি আফ্রিকা থেকে। আফ্রিকার পরিবেশ এখানে বাংলাদেশীদের কি কি সমস্যা আর অবৈধ পথে আফ্রিকা আসা নিয়ে সম্পূর্ণ একটি ব্লগ লিখবো।
আফ্রিকানরা সাধারনত কাজ করতে চায়না, অনেকটা অলস প্রকৃতির মানুষ। এরা এত অলস বলেই এশিয়ান, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানী, চাইনীজ রা এসে এখানে ব্যবসা করে খেতে পারছে। প্রতি বছর এশিয়ানরা আফ্রিকা থেকে কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে। এটা এমন এক দেশ যেখানে টাকার জন্য সিস্টেম বানিয়ে ফেলবে আবার টাকার জন্য পিউর সিস্টেম ভেঙ্গে ফেলবে। আফ্রিকায় আমাদের জন্য প্রবলেম হচ্ছে ২টা। ১. এখানে এসে কাগজপত্র করা, ২. সন্ত্রাসীদের ভয়। ক্রাইম নিয়ে আফ্রিকার বিরাট দুর্নাম আছে কিন্তু মূলত আফ্রিকান লোক ক্রাইম করেনা, ক্রাইমগুলা করে এদেশে বসবাসরত জিম্বাবুয়ে, মোজাম্বিক, নাইজেরিয়া, কঙ্গো এর মানুষজন। এদেশে ৭০% জব হচ্ছে পুলিশ আর আইটি। এদের টাকার মান আমাদের চেয়ে অনেক বেশি, যার কারনে অল্প টাকায় অনেক কিছু কেনা যায়। আমাদের দেশে সবার কাছেই কিছু না কিছু টাকা জমা থাকে কিন্তু এরা হাজার টাকা ইনকাম করলেও কোন টাকা জমা থাকেনা, কিছু যাবে মেয়ে মানুষের পেছনে আর বাকিটা শনিবার রাত আর রবিবার দিন মদ খেয়ে শেষ করে ফেলবে। এখানেও কথা আছে, ৫০ পয়সার চুইংগাম একটা মেয়ে পটাতে যথেষ্ট :p আর মদ কিনতেও বেশি টাকা লাগেনা ৯-১০ টাকা হলেই ১ লিটার বিয়ার কেনা যায়। ভরপুর মদ খাওয়ার পরে মাতাল হলেও দেখি তালে ঠিক......
ফেইসবুক ফ্রেন্ড লিস্টে আফ্রিকা বসবাসরত বাংলাদেশী আছে কম করে হলেও ২০+ কখনো কেউ আফ্রিকা নিয়ে কিছুই লিখেনা কিন্তু আমি লিখব ব্লগে এবং ফেইসবুকে পার্ট বাই পার্ট।
৩১ শে মে, ২০১৫ দুপুর ২:১৪
বাকি বিল্লাহ বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
২| ২৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
সচেতনহ্যাপী বলেছেন: যে কোন দেশ নিয়ে জানা হলেও অন্ধকারের এই মহাদেশটি নিয়ে জানা হয় না কখনো,লিখবেন।।
৩১ শে মে, ২০১৫ দুপুর ২:২৭
বাকি বিল্লাহ বলেছেন: ধন্যবাদ। সাথেই থাকবেন।
৩| ২৯ শে মে, ২০১৫ রাত ৮:১৮
ফেরদৌসা রুহী বলেছেন: আফ্রিকাতে মোট দেশ আছে ৫৮টি।
আপনি কোন দেশ নিয়ে লিখবেন সে দেশের নাম অবশ্যই লিখবেন। ৫৮ দেশের মধ্যে একেক দেশের কালচার, আইন কানুন একেক রকম।
৩১ শে মে, ২০১৫ দুপুর ২:১৭
বাকি বিল্লাহ বলেছেন: মহাদেশ নয়, সাউথ আফ্রিকা নিয়ে লিখছি। ধন্যবাদ আপনাকে।
৪| ২৯ শে মে, ২০১৫ রাত ৯:০৪
বুবলা বলেছেন: পরের পর্ব কবে পাব?
৩১ শে মে, ২০১৫ দুপুর ২:১৮
বাকি বিল্লাহ বলেছেন: অলরেডি পোস্ট করা হয়ে গেছে।
৫| ২৯ শে মে, ২০১৫ রাত ৯:০৬
ভোরের সূর্য বলেছেন: কেমন আছেন? অনেকদিন পর দেখলাম আপনাকে অথবা আমিই হয়তো ব্লগে কম আসি বলে দেখা হয় না। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা চলে গেলেন? কাজে? নাকি বেড়াতে?
ভাল থাকবনে।
বাই দ্যা ওয়ে আফ্রিকা পার্ট-১ না লিখে কিংবা আফ্রিকা থেকে লিখছি না লিখে দক্ষিণ আফ্রিকা লিখে পোষ্ট দিন কারন আফ্রিকা মানেই সাউথ আফ্রিকা নয়। আর যদি আফ্রিকা নিয়েই লিখেন তাহলে পুরা আফ্রিকা মহাদেশ নিয়েই লিখতে হবে। তবে আমার মনে হয়েছে আপনি সাউথ আফ্রিকা নিয়েই লিখছেন তাই শুধু আফ্রিকা না লিখে সাউথ বা দক্ষিণ আফ্রিকা উল্লেখ করুন।
আর সত্যিই সাউথ আফ্রিকা এমন একটি উন্নত দেশ যা কিনা আমেরিকার সাথে প্ললা দেবার মত যোগ্যতা রাখে। যাই হোক আপনি যেহেতু এখন ওখানে তাই আপনি আরো ভাল জানবেন।
ভাল থাকুন। সুস্থ্য থাকুন।
৩১ শে মে, ২০১৫ দুপুর ২:২০
বাকি বিল্লাহ বলেছেন: ভাল নাই ভাই। কাজে আসছি। জীবনটাই ওলট-পালট হয়ে গেছে। হুম সাউথ আফ্রিক নিয়ে লিখছি। আমিই ব্লগে আসি না অনেকদিন। ভাল থাকবেন।
৬| ২৯ শে মে, ২০১৫ রাত ৯:৩৮
মোহামমদ নাসির উদদীন খান বলেছেন: ধন্যবাদ! আপনি হয়তো কোনো দেশ বুঝাতে চেয়েছেন। দেশের নাম বোললে লোকজনের চিনতা কোরতে শুবিধা হোবে।
৩১ শে মে, ২০১৫ দুপুর ২:২৬
বাকি বিল্লাহ বলেছেন: সাউথ আফ্রিকা। ধন্যবাদ পড়ার জন্য।
৭| ২৯ শে মে, ২০১৫ রাত ১০:৩৮
ইমরান আশফাক বলেছেন: বাহ, অনেকদিন পর মনের মত একটা ভ্রমন ব্লগ পাওয়া গেলো। তাও আফ্রিকা সম্পর্কে। কিন্তু এত ছোট কেন পোস্ট টা?
৩১ শে মে, ২০১৫ দুপুর ২:২১
বাকি বিল্লাহ বলেছেন: সারাদিন কাজের মধ্যে থাকি। আর মোবাইল দিয়ে লিখতেও বিরক্ত লাগে। ধন্যবাদ আপনাকে।
৮| ৩১ শে মে, ২০১৫ দুপুর ২:২০
এই সব দিন রাত্রি বলেছেন: আমার নিজেরও কিছু অভিজ্ঞতা হয়েছিল লাইবেরিয়া থাকার সময়! আপনার সাথে মিলে যাচ্ছে
৩১ শে মে, ২০১৫ দুপুর ২:২৫
বাকি বিল্লাহ বলেছেন: লাইবেরিয়ায় ছিলেন নাকি? কতদিন? কাজে নাকি অন্য কোন বিষয়??
৯| ৩১ শে মে, ২০১৫ দুপুর ২:৩০
এই সব দিন রাত্রি বলেছেন: এক বছর ছিলাম; কাজে। ইউ এন মিশন ইন লাইবেরিয়ার হেড কোয়ার্টারে
৩১ শে মে, ২০১৫ দুপুর ২:৩৩
বাকি বিল্লাহ বলেছেন: বাহ, বিশাল ব্যাপার
১০| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৭
সোহাগ সকাল বলেছেন: এই মাসেই সাউথ আফ্রিকা যেতে চাচ্ছি।
১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৯
বাকি বিল্লাহ বলেছেন: বলেন কি .!! কেন যাচ্ছেন?
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
ঢাকাবাসী বলেছেন: বিশেষ দেশ নিয়ে লিখলে ভাল হয়। আফ্রিকা অনেক বড়। ধন্যবাদ।