নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মাথায় একটু প্রবলেম আছে| জাতে মাতাল তালে ঠিক টাইপের| আমার মধ্যে কোন গুনও নাই| মাকাল ফলও বলা যায় না-মাকালের চেহারা সুন্দর হয়! আমার মধ্যে ডুয়েল পার্সোনালিটি নাই-এক মুখে দুই কথা কই না| নিজে আতলামি করি কিন্তু আতেল পুলাগো দেখবার পারি না|

বাকি বিল্লাহ

খুব সাধারণ মানুষ আমি। হাসতে ভাল লাগে, হাসাতে ভাল লাগে। কেউ খুব ভাল আছে দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে।

বাকি বিল্লাহ › বিস্তারিত পোস্টঃ

আফ্রিকা পার্ট- ২

৩১ শে মে, ২০১৫ দুপুর ২:১২

সাউথ আফ্রিকা পার্ট- ২

মোবাইল থেকে কখনো বগিং করিনি ফার্স্ট টাইম করছি। তাই কিছু প্রব্লেম হচ্ছে তার জন্য আন্তরিকভাবে দু:খিত।


যেহেতু আমি সাউথ আফ্রিকা নিয়ে লিখছি তাই কষ্ট করে সবার বুঝে নিতে আফ্রিকা মানে "সাউথ আফ্রিকারর কথাই বলছি।

আফ্রিকায় ভাষা আছে ১১+...এরা এদের নিজস্ব ভাষায় কথা বললেও ছোট বড় সবাই কম-বেশি ইংরেজি জানে। কিন্তু অদ্ভুত ইংরেজিতে কথা বলে, why=কেন" বোঝায় না। what=কেন" বোঝায়। থ্রী" বললে বুঝতে পারেনা কিন্তু "ত্রি" বললে ঠিকই বোঝে :p।  যেখানে "র" মানে R থাকবে সেখানে R টা ভ্যানিশ হয়ে যাবে। যেমন- হাউ আর ইউ... এটা হবে "হাউ আ ইউ"।  ফোর= ফো। লিটার= লিটা।

এদের হ-য-ব-র-ল ইংরেজির কারনেই বাঙালীরা আগডুম-বাগডুম বলে বুঝিয়ে দিতে পারে নয়তো, আমাদের দেশের ভাল ভাল স্টুডেন্ট IELTS করে ইংরেজি বলতে ঘোরপাক খায় আর বাংলাদেশের অজপাড়া গ্রাম থেকে আসা একজন বাঙালী যে কিনা নিজের নাম লিখতে গেলে ৩বার কলম ভাঙে অথচ, যে কোন আফ্রিকান কে ইংরেজি বলে ১ মিনিটে বোকা বানিয়ে ফেলতে পারে।

আমার বস" আমাকে ফ্লাইটের আগের দিন বলছিল, বাকি আফ্রিকা যাবেন? যান, যান জংগলই মঙ্গল। কথাটা আজও কানে বাজে। সবাই মনে করে, আফ্রিকা মানেই জংগল। আসলে কিন্তু তা না... সাউথ আফ্রিকায় রাস্তার পাশে পাহাড় দেখা যাবে, আরও দেখা যাবে জন-মানব শূন্য অসংখ্য ফাকা জমি.. কিন্তু জংগল খুজে পাওয়া যাবেনা।

সকল প্রকার জংগল হচ্ছে, "কেনিয়ায়" যা আফ্রিকা মহাদেশের আওতায়। যাদের জংগল দেখার ইচ্ছা "কেনিয়া" আসতে পারেন। বাংলাদেশ থেকে অনেক ট্যুর প্যাকেজ আছে কেনিয়ার। ভিসা লাগবেনা এয়ারপোর্ট থেকে অন এরাইভেল ভিসা দিয়ে দিবে। দেখতে পাবেন সব খোলা ও জীবন্ত জীবজন্তু।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৫ দুপুর ২:১৮

এই সব দিন রাত্রি বলেছেন: চালিয়ে যান; সাথে আছি :) ++++

৩১ শে মে, ২০১৫ দুপুর ২:৩০

বাকি বিল্লাহ বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

২| ৩১ শে মে, ২০১৫ দুপুর ২:২৩

জনাব মাহাবুব বলেছেন: আফ্রিকার গল্প শুনবো আমার কাছ থেকে। সাথে আছি :D

৩১ শে মে, ২০১৫ দুপুর ২:৩০

বাকি বিল্লাহ বলেছেন: ধন্যবাদ ;)

৩| ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১:০১

সুরঞ্জনা বলেছেন: আমার ছেলে থাকে ওখানে।

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৩:২৮

বাকি বিল্লাহ বলেছেন: কি বলেন আপু, কোথায় থাকে?

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

সুরঞ্জনা বলেছেন: জোহানেসবার্গ এ থাকে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১১

বাকি বিল্লাহ বলেছেন: আমিও আছি জোহানেসবার্গে।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১০

ফেরদৌসা রুহী বলেছেন: আমরা ৮ বছর আছি ওয়েস্ট আফ্রিকা, আরো কত বছর থাকবো জানিনা। আফ্রিকানদের সাথেই আমাদের উঠা বসা, চলাফেরা। তাই অভিজ্ঞতাও কম হয়নি।
দেখি আপনার অভিজ্ঞতা আর কি কি বলে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১০

বাকি বিল্লাহ বলেছেন: :) ৮ বছর?? ১ বছরে আমি হাপিয়ে উঠালাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.