নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মাথায় একটু প্রবলেম আছে| জাতে মাতাল তালে ঠিক টাইপের| আমার মধ্যে কোন গুনও নাই| মাকাল ফলও বলা যায় না-মাকালের চেহারা সুন্দর হয়! আমার মধ্যে ডুয়েল পার্সোনালিটি নাই-এক মুখে দুই কথা কই না| নিজে আতলামি করি কিন্তু আতেল পুলাগো দেখবার পারি না|

বাকি বিল্লাহ

খুব সাধারণ মানুষ আমি। হাসতে ভাল লাগে, হাসাতে ভাল লাগে। কেউ খুব ভাল আছে দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে।

বাকি বিল্লাহ › বিস্তারিত পোস্টঃ

সাউথ আফ্রিকা আর আমি....

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩২

আপাতত নোয়াখাইল্লার সাথেই আমার বসবাস। ২জন নোয়াখাইল্লা আমি আর ১জন আফ্রিকান সব মিলিয়ে ৪জনের সংসার। সন্ধ্যার পর কয়েকজন (ডাকাত/চোর) হয়তো দোকানের বাহিরে ঘোরাফেরা করছিল, এটা আমাদের কারো নজরে পরে নাই। তারা শুধু সুযোগের অপেক্ষায় ছিল। দোকানের ভেতর থেকে নোয়াখালির একজন বাহিরে বের হল। দরজা খুলে বাহিরে গিয়ে আবার লক করতেই বাহির থেকে তার উপর ঝাপিয়ে পড়লো একজন। হাতে রিভালবার মুহুর্তেই লোড করে ফেলছে।
.
.
মাথায় ২বার আঘাত করেছে রিভালবার দিয়ে, ধস্তাধস্তি চলছে আর বলছে "ওপেন দ্যা ডোর"। ততক্ষনে আমার সাথের দু"জন সঙি দৌড়। সামনে কাস্টমার ছিল পিস্তল দেখে তারাও দৌড় । আমি দাঁড়িয়েই আছি। ছেলেটা দরজা খোলার চেষ্টা করছে কিন্তু খুলছে নাহ। এসব মুহুর্তে সাধারণত সেন্স কাজ করেনা। ভাবছি হয়তো দেরি হলে গুলি করে দিতে পারে। আমিও ঝারি দিলাম, "ওপেন দ্যা ডোর ম্যান মেইক ফাস্ট। ভেতরে ঢুকে ছেলেটাকে ঘাড়ে ধাক্কা দিয়ে ফেলে দিলো। আমাকে বলছে, হ্যান্ডস আপ। আমি শুধু তাকিয়ে আছি, কি করবো, কি করা উচিত.. বুঝতেছিনা। আবার বললো, আই সেইড হ্যান্ডস আপ এন্ড সিট ডাউন" । নিজেকে খুব অসহায় মনে হল।
.
.
.
দেশ ছেড়ে হাজার হাজার মাইল দূরে নিরাপত্তা হীনতায় ভুগছে অসংখ্য বাঙালি। :(

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

ছাসা ডোনার বলেছেন: আল্লাহ তালা আপনাকে সাহস শক্তি দিক, আর যত শীঘ্র পারেন চলে আসেন দেশে। এখানে খেয়ে পড়ে অনেক শান্তি। বিদেশে কোন সুখ শান্তি নাই। বিদেশের মাটিতে যত টুকু কস্ট করেন দেশে তার অর্ধেক করলেও তার চেয়ে ভাল থাকতে পারবেন।শুধু চক্ষু লজ্জাটা কমাতে হবে, কোন কাজকে ঘৃনা করা যাবে না। আমার কথাগুলো ভালভাবে ভেবে দেখুন।

২| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৯

সপ্নীল বলেছেন: কি লিখবো বুঝতে পারছি না, শুধু দোয়া করি মহান আল্লাহ তালা আপনাদের হেফাজত করুন এই দুর প্রবাসে। আর ছাসা ডোনার ভাই' র পরামর্শ ভেবে দেখুন। ভাল থাকুন, নিরাপদে থাকুন সব সময় সবখানে।

৩| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৯

বাকি বিল্লাহ বলেছেন: হুম, ভাল বলেছেন । দেশে কিন্তু আমি ভালই ছিলাম। ছোট খাট একটা ব্যবসা ছিল, ভাল একটা চাকরি ছিল বাংলাদেশের বড় আইটি কোম্পানিগুলোর মধ্যে একটায়। কিন্তু ভাগ্যটা হঠাত অন্য দিকে মোড় নিল :( .... দোয়া করবেন ভাল থাকবেন @ ছাসা ডোনার & সপ্নীল

৪| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ২:৩০

কেএসরথি বলেছেন: বাকি ভাই আপনার পোস্টগুলো এক বসায় পড়ে ফেললাম।

সাবধানে থাকবেন। সুযোগ পেলেই পোস্ট দিবেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০

বাকি বিল্লাহ বলেছেন: হাহাহা... আপনাকে যে আমি কত খুজেছি। ইমিগ্রেশন ভিসা নিয়ে পোস্টখানা এখনো দেন নাই..... :( দোয়া করবেন, ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.