নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুলকে ভুল বলাটা সৎ সাহসের পরিচায়ক বরং নীরব থাকাটাই শয়তানি....

মোগল

মোগল › বিস্তারিত পোস্টঃ

ফলের নাম না বলায় পুরো বাজারের ফল ট্রাক ভরে মায়ের জন্য নিয়ে এলেন ডিপজল

০৪ ঠা অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩৩



পর্দায় যেমনই থাকুক না কেন, বাস্তব জীবনে হিরোর ভূমিকায় দেখা গেছে তাকে। বিভিন্ন সময়ে ডিপজলের সেবামূলক কাজের কথাও উঠে আসে। তবে তিনি তার মাকে প্রচন্ড ভালোবাসতেন। তার কাছের অনেকেই এমন কথা বলেন। কমেডি অভিনেতা জ্যাকি আলমগীর জানালেন, ডিপজল সাহেব প্রচন্ড মা ভক্ত।

মায়ের প্রতি ডিপজলের ভালোবাসার কথা জানিয়ে জ্যাকি আলমগীর বলেন, ‘ডিপজল সাহেব চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, প্রযোজক। কিন্তু তিনি একজন মা ভক্ত মানুষ। এটা হয়তো তার ভক্তরা জানেন না।’

একটি ঘটনার বর্ণনা দিয়ে জ্যাকি আলমগীর বলেন, একদিন তার মা গাড়ির ড্রাইভারকে বলেছিলেন-ডিপজলকে ফল নিয়ে আসতে বলিস। তার ড্রাইভার গাড়ি চালাতে চালাতে ডিপজল সাহেবকে বললেন-খালাম্মা ফল নিতে বলেছেন। তখন ডিপজল সাহেব বলেন-কি ফল নিতে বলছেন? ড্রাইভার উত্তরে বলেন, ফলের নাম তো বলেননি।

এরপর ডিপজল সাহেব যে কাণ্ড করলেন তা অবাক করার মতো। কারণ ফলের বাজারে গিয়ে ট্রাক ভরে সব রকম ফল কিনে মায়ের জন্য নিয়ে আসেন। ডিপজল সাহেবের এমন কাণ্ড আমরা অনেক দেখেছি। বাস্তবে তিনি অনেক ভালো মানুষ। ডিপজলের মায়ের নাম জাবেদা খাতুন। ২০১৭ সালে মাকে হারান তিনি।

করোনা মহামারির শুরু থেকেই ডিপজল নানাভাবে চলচ্চিত্রের মানুষের পাশে দাঁড়িয়েছেন। দাপুটে এই অভিনেতা অসহায় শিল্পী, কলাকুশলী, পরিচালক, টেকনিশিয়ানদের বরাবরই সহযোগিতা করেন। এমনকি চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর বিভিন্ন অনুষ্ঠানেও অনুদান দিয়ে থাকেন। এরই অংশ হিসেবে করোনাভাইরাসে সৃষ্ট দুর্যোগে অসহায় হয়ে পড়া চলচ্চিত্রের বুকিং এজেন্টদের পাশে দাঁড়ালেন তিনি। মনোয়ার হোসেন ডিপজল বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

হাস্যরসাত্মক অভিনয় করে মানুষকে আনন্দ দেন জ্যাকি আলমগীর। প্রায় সাত শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা।

সোর্স: Click This Link

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

অপ্‌সরা বলেছেন: একালের ইশ্বরচন্দ্র!!:)

২| ০৪ ঠা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সূত্রে গিয়ে কিছু পেলাম না !!

৩| ০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ৮:৩৬

কামাল৮০ বলেছেন: যে মায়ের জন্য একটা ফলও আনতে পারেনা তার কথা ভাবুন।তার কেমন লাগে উপলব্ধি করতে চেষ্টা করুন।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ১০:৩৯

নিরীক্ষক৩২৭ বলেছেন: ফোন করলেই হত।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ১০:৫৯

শেরজা তপন বলেছেন: ডিপজলকে আপনি নিশ্চয়ই ব্যক্তিগতভাবে চিনেন না। বাঙলা ছবি ধ্বংসের মুল কুশীলবের অন্যতম।
বাঙলা ছবিতে যত শত চরম বিকৃত নোংরা ডায়লগ আছে তার অধিকাংশ তার উচ্চারিত।
আমিন বাজারে চিপায় চাপায় শুনতে পাবেন তার বহু অপকর্মের কাহিনী। এইসব হোল লোক দেখানে-পয়সার গরম আর নিজেকে মহান সাজানোর প্রচেষ্টার অংশ।
জ্যাকি আলমগীর ওর ধামাধরা চামচা।

০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ১১:০১

মোগল বলেছেন: :-/

৬| ০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ১১:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ডিপজল সিনেমায় ভিলেন হিসাবে অভিনয় করেছেন, আর সিনেমাজগতেরও সাক্ষাৎ ভিলেন রূপে আবির্ভুত হয়েছেন। তিনি যেসব সিনেমা পয়দা করেছেন, বাংলা সিনেমা জগতকে নিয়ে গেছেন সেই আদিম যুগে। তার কিছু সিনেমার মান এমন যা দেখলে ভদ্রমানুষের বিবমিষা হবে।

ভালো দিক হলো, তিনি জসীমের মতো ভিলেন থেকে নায়ক হয়েছেন এবং বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। কিন্তু সিনেমাজগতকে যা পঁচানোর তা তিনি আগেই সেরে দিয়েছেন।

একজন স্বাভাবিক মানুষ যা করবে- ঠিক আছে, মা কী ফল খাবে যেহেতু জানি না, সব ধরনের ফলই একটু একটু করে নিয়ে যাই। মায়ের জন্য ট্রাকভর্তি ফল নেয়া হলো স্টান্টবাজি। টাকার গরমও। এতে মায়ের ভালোবাসা প্রকাশই একমাত্র উদ্দেশ্য ছিল না।

৭| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
ঘরের ভেতর মা ছেলের একান্ত পরিবেশেও দুই পরত হেজাব পরে থাকতে হয়?

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ডিপজল সিনেমায় ভিলেন হিসাবে অভিনয় করেছেন, আর সিনেমাজগতেরও সাক্ষাৎ ভিলেন রূপে আবির্ভুত হয়েছেন।
বাস্তবেও উনি এলাকার খুনে দখলদার অপরাধী। গত তত্তাবধায়ক আমলে ওনাকে গ্রেফতার করে জেলে রাখা হয়েছিল।

৮| ০৫ ই অক্টোবর, ২০২২ ভোর ৫:১৪

সোহানী বলেছেন: যতদূর জানি মিরপুর এলাকায় তার কঠিন রাজত্ব। এমনিতে সে টাকার কুমির হয়নি। আগে বিএনপি করতো পরে পল্টিবাজী করে আওয়ামী লিগ শুরু করে নিজের আধিপত্ব বজায় রাখতে আর মামলা থেকে বাঁচতে।

এ জানি বাংলা ছবির নোংরামি অনেকটা তার হাত ধরে।

৯| ০৫ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:২৪

ফেরদাউস আল আমিন বলেছেন: তিনি মা কে ফোন করে জেনে নিলেই পারতেন।
এই ফুটানি আর আপনার এতে অংশ গ্রহন মোটই কাম্য নহে

১০| ০৫ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:২৫

খায়রুল আহসান বলেছেন: পিওর স্টান্টবাজি! পোস্ট পড়ে সময় নষ্ট হলো।

১১| ০৫ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: এগুলো এক ধরনের ভান। ভালো মানুষ ভান করেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.