নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশের ছেলে দেশে ফিরে যেতে চাই

অনেকবার চেষ্টা করেছি কলম আর ক্যামেরার দাসত্ব থেকে বের হয়ে যেতে..কিন্তু পারি নি....পারবো কিনা জানি না---এভাবেই হয়তো চলবে...

সাংবাদিক

মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়াতে পাশ্চাত্য সংস্কৃতিকে পাত্তাই দিই নি কখনো। কিন্তু আজ ভাগ্যচক্রের খেলা পাশ্চাত্যেই বসবাস করছি। পুরো বয়সের ৩ ভাগের ১ভাগ সময় মিডিয়া নিয়েই আছি.....থাকবো......অজগরের মতো মিডিয়া যেন আমাকে গ্রাস করে বসেছে....যেন আর ছাড় দিতে রাজি নয়....অনেকবার চেষ্টা করেছি কলম আর ক্যামেরার দাসত্ব থেকে বের হয়ে যেতে পারি নি....পারবো কিনা জানি না।

সাংবাদিক › বিস্তারিত পোস্টঃ

চট্টগ্রামের ২৪ ঘন্টার সংবাদ নিয়ে আসছে সিটিজি নিউজ ডট কম

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২১

যাত্রা শুরু করতে যাচ্ছে চট্টগ্রামের প্রথম ২৪ ঘন্টার পূর্ণাঙ্গ অনলাইন নিউজ পোর্টাল ‘ctgnews.com’। ‘আমরা স্বার্থপর, আমরা শুধু চট্টগ্রামের কথাই বলবো’ -এ প্রত্যয় নিয়ে একঝাঁক তরুণ, মেধাবী ও উদ্যমী কলমসৈনিক যোগ দিয়েছেন এ অনলাইনে। জেলার ১৪টি উপজেলা এবং মহানগরীর ১৬টি থানাসহ বৃহত্তর চট্টগ্রামের সব খবর সবার আগে পাওয়া যাবে অনলাইনটিতে।

চট্টগ্রামসহ পুরো দেশ ও সারাবিশ্বের বাংলা ভাষাভাষী মানুষÑএখানে পাবেন যখন ঘটনা তখনই পড়া এবং দেখার অনন্য সুযোগ। তরতাজা খবরের পাশাপাশি রেডিও শোনা এবং সরাসরি টিভি দেখার সুবিধাও এ পোর্টালে পাওয়া যাবে বলে জানিয়েছেন সিটিজি নিউজ কর্তৃপক্ষ।

ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া লিমিটেড’র তত্ত্বাবধানে এর সাথে সম্পৃক্ত হয়েছেন লন্ডনের খ্যাতনামা সাংবাদিক সোয়েব কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাধব দীপ, দৈনিক যায়যায়দিন এর সাবেক সিনিয়র সাংবাদিক ও দিগন্ত টিভির সাবেক চট্টগ্রাম ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ এবং লন্ডনের সাপ্তাহিক বাংলা নিউজ’র সাবেক ফিচার এডিটর রাজিব লালনসহ অনেকেই।

ইতোমধ্যে চট্টগ্রামের মিডিয়াপাড়া খ্যাত চেরাগী পাহাড়ের মোমিন রোডে সিটিজিনিউজডটকম’র নিজস্ব কার্যালয়ে সংবাদকর্মীদের দক্ষতা বৃদ্ধির প্রাথমিক প্রশিক্ষণ শেষ হয়েছে। ''আংশিক সত্য বা মনের মাধুরী মিশিয়ে কোনো সংবাদকে প্রতিষ্ঠা নয় বরং ঘটনার গভীরে গিয়ে নেপথ্য সত্যকে তুলে এনে বস্তুনিষ্ঠ সংবাদ-সেবা প্রদানই মূল এই সাইটের মূল লক্ষ্য’- বলে জানান সিটিজিনিউজ’র সম্পাদক সোয়েব কবীর।

উল্লেখ্য, সিটিজিনিউজডটকম বৃটেন থেকে পরিচালিত ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া লিমিটেড’র একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের অধীন অনলাইন পোর্টাল - ইউকেবিডিনিউজ, লন্ডনভিত্তিক সাপ্তাহিক বাংলানিউজসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম রয়েছে।



ওয়েবসাইটের লিংক : ctgnews.com

ফেসবুক লিংক : http://www.facebook.com/ctgnews

ইউটিউব লিংক : youtube.com/ctgnews

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৫

তওসীফ সাদাত বলেছেন: আমরা স্বার্থপর, আমরা শুধু চট্টগ্রামের কথাই বলব



এই লেখা পড়ার পর আর পোস্ট পড়ার ইচ্ছে টিকিয়ে রাখতে পারিনি :(

২| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৫

এলিয়ান বলেছেন: @তওসীফ সাদাত : শুধু চট্টগ্রামের কথা বল্লে আপনার সমস্যা কি? সব কথা বলার জান্য অনেক মিডিয়া আছে। শুধু একটা শহরের বা দেশের কথা বলাটা দোষের কি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.