| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর
	আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..
শহরের সব ল্যাম্প পোষ্ট সাদা, কালো, বেগুনী, হলুদ, নীল দু:খ; 
পানের পিক, হেপাটাইটিস বি ,চুমুর গন্ধ ,দ্বন্দ বিভোর স্নান আখ্যান।
শুয়ে থাকা অসম প্রেম কমলাপুর ষ্টেশন, ধুসর স্মৃতি বারুদ স্তুপে,
সুবর্ন রেখায় ছেড়া পতাকায় নগ্ন শরীর ওহে দেশ আজ স্বাধীন।
শুনেছিস সেদিন শহরটা চুরি হয়েছিল সচেতন ফাউন্টেন পেনে।
জানিস ময়না বেগমের ছেড়া সম্বল একমাত্র কম্বল দহনে। 
ইয়াসমিন, ফেলানী, বান বদ্ধ অর্ধ মৃত সরিসৃপ নখ দর্পনে।
নীল ওরনা না না সেদিন তো চৈত্র মাস ছিল, চৈত্র মাস কি, হুম চৈত্র মাস।       --মহুয়া, সাথে প্রথম সিগারেট, প্রলয়মত্ত চা বাগান, অযাচিত আস্ফালন।
 
তুই জানিসনা, ধুর, না না, আচ্ছা শার্টের পকেটটা, আসাদের শার্টটা;
শাম্মির টিপটা আছে গত বছরের মাঘ মাসে ,হুম মাঘ মাস ছিল। 
দেখিসনা দুধের জলে মিশে একাকার রাস্ট্র যন্ত্র কাগজে হাত কালি।
লম্ফ ঝম্প, রবিঠাকুরের গানাতঙ্ক, মন্দ নয় বিষ বাস্প, স্যাটায়ার যন্ত্র।
সেদিন তাহার শার্টের বোতাম ওর কাছে, উ হু তার কাছে,
আর টিপটা নুইয়ে পরে আঠাবিহীন পকেটে; কি যেন হুম কি যেন।
আচ্ছা শহরটা এমন কেন ,রাধাচুড়া, মগবাজারের তাজ, পুরান ঢাকা  । 
আচ্ছা মানি ব্যাগে দেখনা বাবার ছবিটা আছে কিনা? হুম রক্ত মাখা;
হাত ব্যাগে, না না, কি সে জানি ,কোথায় জানি রেখেছি দলিল দেখিসনা? 
ওরা বেঁচে আছে,মা ,বাবা; কি হল দিদি, না দিদি, কেন হবে তুই তো; তুই......পতাকা পত্রিকা সংবাদ তারপর সব শেষ,,,নগ্ন নদী লাল রক্ত;
যেন যোনী বেয়ে হর হামেসাই মাসিক পত্র, খা খেয়ে যা স্বাধীনতায়;
তবুও বলি, দিস না বলি, স্বাধীনতা বুঝি ওই যে তোর ঝরাপাতায়।
আরো  কিছু বলতে পারতো হিমাংক কাকতাই হুম বরিশাল থেকে চাকতাই।
কম্পিউটার ফার্মের আদালতে চোখ জ্বালা করা সন্ধ্যা। হঠাৎ করে খবরটা রুদ্রের মাথায় আকাশ ভেঙ্গে পড়ল। কি করবে করবেটা কি। হাতের শেষ কাজটা এখনও বাকি, তারপরও যেতে হবে যাক না হয় চাকরীটা।হিমাংক যে হাসপাতালে। কত না খোঁজা তাকে, কোথাও নেই, বরিশাল থেকে চাঁটগা। কত ভাবে কোথাও পাওয়া যায়নি গত তিন বছরে। অথচ বুক পকেটে হিমাংকের মুঠো ফোন সংখ্যা। বন্ধ ছিল হুম বন্ধ ছিল। হাসপাতাল থেকে ফোন এসেছে। এলো মেলো মাতাল প্রায় অবস্থায় ।  হিমাংকের মা যুদ্ধাক্রান্ত যোদ্ধা,বাবা হারিয়ে গেছে রামপুরা টিভি সেন্টারে সেই তো ২৫ মার্চে। দিদি হুম একমাত্র দিদি দগ্ধ শহরের সেলাই দিদিমনি আর পাঁচ দশ জন ফেলানী। আর হিমাংক আমার বন্ধু শৈরশাসক হাসপাতালে । সব খেল, বেঁচে গেল,ভিজে গেল স্বাধীনতা।
গল্পটা হয়তো আরো সংক্ষিপ্ত ছিল.. শুন্য স্থান পুরন করুন, নামতা পরুন তিন দুখানে ছয়...............
Painting:  Kazi Abdul Baset Bangladesh
পন্ডারসেন, এনফিল্ড
 
২৬ শে মার্চ, ২০১৪  রাত ৯:০৮
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক ধন্যবাদ....... গল্প আর সত্য কোন ঠিক বুঝিনা.. অনেক দিন পর ...
২| 
২৬ শে মার্চ, ২০১৪  সকাল ৭:০৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:  সব শেষ,,,নগ্ন নদী লাল রক্ত;
যেন যোনী বেয়ে হর হামেসাই মাসিক পত্র, খা খেয়ে যা স্বাধীনতায়;
তবুও বলি, দিস না বলি, স্বাধীনতা বুঝি ওই যে তোর ঝরাপাতায়।
 
২৭ শে মার্চ, ২০১৪  রাত ৩:০৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম.....স্বাধীনতা আসলেই ঝরাপাতায়!!!
৩| 
২৬ শে মার্চ, ২০১৪  সকাল ৮:৩৫
আমি ময়ূরাক্ষী বলেছেন: চমৎকার! শুভকামনা।
 
২৭ শে মার্চ, ২০১৪  রাত ৩:০৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ...
৪| 
২৬ শে মার্চ, ২০১৪  দুপুর ১:১৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: বিষাদ আবেগের তীব্র প্রকাশ। ছুঁয়ে গেল।
 
২৭ শে মার্চ, ২০১৪  রাত ৩:০৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: প্রোফেসর সাহেব ধন্য হলাম....... বিষাদ নিয়েই তো বেঁচে আছি প্রজন্ম থেকে প্রজন্ম..
৫| 
২৬ শে মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৩
মামুন রশিদ বলেছেন: আজ থেকে তেতাল্লিশ বছর পেছনে তাকালে ভাবনাগুলো জটিল হওয়াই স্বাভাবিক । বিষাদের গল্প এমনই ।
 
২৭ শে মার্চ, ২০১৪  রাত ৩:০৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: জটিল হয়ে যাচ্ছে অথচ ইংল্যান্ডের একটা দামী ইউনির ছাত্র যে কিনা বাংলার সে যদি বলে ২৬ মার্চ কি আই এম কনফিউস্ড তাহলে তো সমস্যা..........জটিল আসলেই জটিল মামুন ভাই.........
৬| 
২৭ শে মার্চ, ২০১৪  রাত ১:২৯
 আমিনুর রহমান বলেছেন: 
চমৎকার ! 
 
২৭ শে মার্চ, ২০১৪  রাত ৩:০৮
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ.......
৭| 
৩১ শে মার্চ, ২০১৪  সকাল ১১:৫৮
অদৃশ্য বলেছেন: 
চমৎকার হয়েছে লিখাটি... খুব ভালো লেগেছে আমার...
শুভকামনা...
 
৩১ শে মার্চ, ২০১৪  দুপুর ২:০৮
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ..
৮| 
০১ লা এপ্রিল, ২০১৪  সকাল ৯:০৮
এহসান সাবির বলেছেন: এনফিল্ডে বন্ধু মেহেদি থাকত, পরে আরো কিছু জুটল, ওরা তখন টেসকো তে কাজ করত। কত যে আড্ডা দিয়েছি।
শুভ কামনা।
 
০৪ ঠা এপ্রিল, ২০১৪  রাত ১২:৪৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম.. লন্ডনের আড্ডা............. আর কি..........সেই তো কামলার জীবনের পাতি হাস... তবে এক্সেপশনাল ও আছে.. আপনি কোথায় থাকতেন.....?
পড়ার জন্য ধন্যবাদ..শুভকামনা......
৯| 
০৩ রা এপ্রিল, ২০১৪  ভোর ৪:১৬
রাসেলহাসান বলেছেন: চমৎকার লাগলো স্বাধীনতার কাব্যিক গল্প খানা!
অনেক ভালো লেগেছে।  
 
০৪ ঠা এপ্রিল, ২০১৪  রাত ২:২২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক ধন্যবাদ রাসেল ভাই......শুভকামনা সবসময়.........
১০| 
০৫ ই এপ্রিল, ২০১৪  রাত ১২:০২
সায়েদা সোহেলী বলেছেন:  অনেক ভালো লিখেছেন , মন খারাপ করে দেওয়া ভালো 
সব খেল, বেঁচে গেল,ভিজে গেল স্বাধীনতা---------------------------তবুও বলি, দিস না বলি, স্বাধীনতা বুঝি ওই যে তোর ঝরাপাতায়।
 
০৫ ই এপ্রিল, ২০১৪  রাত ১২:৩৬
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বছরের চার পাঁচটি দিন ছাড়া স্বাধীনতার মজাটা কোথায়... সেই তো সেই লুকোচুরি............../
শুভকামনা,,,
১১| 
০৬ ই এপ্রিল, ২০১৪  রাত ১২:১৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
মুগ্ধ 
 
 
০৮ ই এপ্রিল, ২০১৪  বিকাল ৪:৫২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ ......
১২| 
১২ ই এপ্রিল, ২০১৪  সন্ধ্যা  ৬:০৫
জাহাঙ্গীর.আলম বলেছেন: আপনার লেখায় অন্তর্গত কিংবা উপরিকাঠামোতে ইতিহাস ক্রমধারা, উপলব্দি,সদ্য বর্তমান বা অভিব্যক্তির প্রবেশগুলো কখনো নান্দনিক কখনো যৌক্তিক মনে হয়েছে ৷ আর সেখানেই পাঠক নিবিড়ভাবে মিশে যাবে যা ক্ষণে ক্ষণে নাড়াও দিবে ৷ আকৃতি ক্ষীণ হলেও ভাবনায় বিশাল ৷ সেটাই মনে হয় আপনার লেখার শৈল্পিক রূপকৌশল ৷ পাঠক দৃষ্টি হিসেবে গ্রহণ করবেন ৷ ভাল থাকবেন ৷
 
১৩ ই এপ্রিল, ২০১৪  রাত ৩:৫৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: পাঠ করেছেন আর এত সুন্দর মন্তব্য, সত্যি লেখার জন্য খুবিই প্রাণ পাবো.. ধন্যবাদ..
১৩| 
১৪ ই এপ্রিল, ২০১৪  রাত ১২:৫২
এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।
আমি ক্যানারি ওর্য়াফ থাকতাম।West ferry road।
 
১৯ শে এপ্রিল, ২০১৪  বিকাল ৩:৫৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বাহ........তাহলে দেখা হয়েই যেত.......শুভ নববর্ষ ..... ভালো থাকুন অনেক..
১৪| 
১৫ ই এপ্রিল, ২০১৪  দুপুর ১২:৩২
দীপান্বিতা বলেছেন: নতুন বছর শুভ হোক ...
 
১৯ শে এপ্রিল, ২০১৪  রাত ১১:০০
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক ধন্যবাদ দিদি.. জানিনা কতটুকু শুভ হবে .. তবে আশীর্বাদ অবশ্যই মাথা পেতে নিলাম......... আপনিও ভালো থাকুন সব সময়.......
১৫| 
২২ শে মে, ২০১৪  রাত ৯:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
ফেইসবুকে আপনাকে কোন নামে পাওয়া যাবে? যাই হোক, ফেইসবুকের এ স্টেটাসটি পড়ার জন্য অনুরোধ করছি। শীঘ্র রিসপন্স করবেন আশা করি। 
সম্ভব হলে আমাকে আপনার ফ্রেন্ডলিস্টে এ্যাড করুন।
শুভেচ্ছা।
 
২১ শে জুন, ২০১৪  ভোর ৬:৩২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হেরে গেলাম মনে হয় আপু............
১৬| 
০৬ ই জুন, ২০১৪  রাত ৩:৫৫
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালো লিখেছেন ...
প্রথম ভালোলাগা জানিয়ে গেলাম .... 
 
২১ শে জুন, ২০১৪  ভোর ৬:৩২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ ... শুভেচ্ছা নিরন্তর.......
১৭| 
২৩ শে সেপ্টেম্বর, ২০১৪  রাত ৯:২৪
সুমন কর বলেছেন: অনেক কঠিন এবং বাস্তবতার ছোঁয়া অাছে অাপনার এ স্বাধীনতার গল্পে।
প্রতিটি লাইনই সুন্দর। 
৩য় লাইক রেখে গেলাম।
 
০৮ ই অক্টোবর, ২০১৪  সকাল ১১:৪০
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা... আমিও অনেক দিন পর আপনিও....সারদীয় শুভেচ্ছা...
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৪  ভোর ৬:৪৬
বৃতি বলেছেন: স্বাধীনতার গল্প- বেশ ভাল লাগলো