| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর
	আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..
 
তোমাদের চুলচেরা বিচারে অর্ধেকটা সময় অধিবাস্তব পংক্তি,
বাকি অধের্কের পিচ ঢালা রাস্তায় ভ্রাম্যমাণ আদালত।
থক থকে নাভিশ্বাসের পালাবদলে হাতবদল নর্দমা,
ব্রহ্মতালুর পাশ ঘেঁষে  বিচারক, উল্টো পথে।
লোভের চারপাশে যখন অনবদ্য গ্লানি কাজ করে,
তখন সুসময়ের হিসেব কসে একে একে ধসে পরে দেয়াল।
স্বপ্ন দেখতে দেখতে চোয়ালের ভেতর চোয়াল, হারের ভেতর মাংস;
শুকিয়ে যায় শুটকির গন্ধ, বুকের ভেতর এখনও নোনা জল।
উড়তে উড়তে পরতে থাকা নিছক যুবকের লোমকূপ লজ্জিত
রেটিনায় ভাগ্যের গণনা, নাকের ভেতর সুড়সুড়ি, পেটে ক্ষুধা।
ওহে সনাতন, বোঝ এখন কি করে মানুষ বেঁচে যায়; 
 কাপড়,আতর,বিজ্ঞাপনে অবিন্যস্ত  ঢেকে যায় শহর রাস্তা।
ছায়ার ঘুরন্ত বৃত্ত বড় হতে হতে ব্ল্যাক হোল হবে একদিন,
তখন আধভাঙ্গা সড়কে ফ্লাইওভার কিংবা কংক্রিটে তেতে উঠা অস্তিত্বে
 আমি ঢেলে দেব মৌন মন----------
-------------------------------------------------------------------------
অতপর: সত্যযুগ হয়তো আবার আসবে.........
হাতিরঝিল: ২৩ আষাঢ় ১৪২৮, বৃষ্টি দুপুর
 
০৭ ই জুলাই, ২০২১  দুপুর ১:৪২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আপু কত দিন পর .......... মতের প্রকাশে কালো মেঘের ঘনঘটা......তাই হারিয়ে যায়.
২| 
০৭ ই জুলাই, ২০২১  দুপুর ১:৪৭
শায়মা বলেছেন: তুমিও তো কত দিন পর পর আসো..... 
এখন তুমি কি নিয়ে ব্যাস্ত আছো ভাইয়া??
নিশ্চয় জব সংসার এসব নিয়ে.....
 
০৮ ই জুলাই, ২০২১  সকাল ১০:২৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: জি আপু........ওই তো জীবন নিয়ে............ আপনি কেমন আছেন?
৩| 
০৭ ই জুলাই, ২০২১  দুপুর ২:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর। ভালো লাগলো
 
০৮ ই জুলাই, ২০২১  সকাল ১০:২৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ......... ব্লগের একটা কমেন্ট অনেক কিছু....... ধন্যবাদ..
৪| 
০৭ ই জুলাই, ২০২১  বিকাল ৫:১২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা । বহুদিন পর পেলাম কবিতায় সুস্বাগতম বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর ।
 
০৮ ই জুলাই, ২০২১  সকাল ১০:২৬
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আসি.. কিন্তু ড্রাফ্ট করে ফেলে রাখি কেন জানি। কেমন আছেন সেলিম ভাই... শুভকামনা..
৫| 
০৮ ই জুলাই, ২০২১  সকাল ১০:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আশা করি এমন আরও সুন্দর সুন্দর পোস্ট পাবো। পাশেই আছি । পাশে থাকুন । হ্যাপী ব্লগিং
৬| 
০৯ ই জুলাই, ২০২১  সকাল ৮:১৯
কবিতা ক্থ্য বলেছেন: অসাধারন কবিতা।
আন্তরিক শুভেচ্ছা কবিকে।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০২১  দুপুর ১:৩১
শায়মা বলেছেন: এখন আর তেমন কবিদেরকে দেখি না ব্লগে। আগে কত শত ভালো ভালো কবিরা আসতো। তোমাকে দেখে মনে পড়ে গেলো ভাইয়া। তোমার নামই একটা কবিতা।