নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

প্রান্তচন্দ্রের আগুন. ..২১ র আগুন

১৮ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৭


অতঃপর আরও কিছু সব হারানো মুখ
রওনা দিবে পাশের রাজ্যে......
ভিটে মাটি ফেলে নরক থেকে
আর এক অদৃশ্য নরকে..

আগুন দিন, দিন আগুন, আগুন আগুন.
পুড়ে ছাই হোক সব কিছু ,সব কিছুই;
আচ্ছা ছাই পুড়লে কি হয় ? পুড়ে ছাই?

আপনার ফুস ফুস গ্রাস করবে,
দম বন্ধ হয়ে এক অনাবিল প্রশান্তি !
তার পর আরও তারপর বিবেকের দহন!

প্রতিটি আগুনের টিস্যুতে সেই এক বিষাদ গল্প,
ভেতরে ভেতরে আরো ভেতরে যেখানে-
অচিন পাখিটা থাকে নাকি ঠিক সেই খানে;
ব্যথা পায় আরো ব্যথা চিন চিনে ব্যথা।

অভিশাপের তপ্ত বিষে নিদারুণ শান্তি!

আচ্ছা গতকাল রাতে ঘুম হয়েছিল আপনার?
বুকে হাত দিয়ে বলেন, চোখে চোখ রেখে বলেন
ঘুম হয়েছিল আপনার? হয়েছিল কি ঘুম?

অবশ্য রাস্তার কুকুরটা ঠিকই ঘুমিয়েছিল!

না ডাকিনী উহু ডাকিনি থাক বেটি ঘুমিয়ে

শরতে কাশের বনে সেল্ফিটা ছিল বেশ!
শিউলি ফুলটা টুক করে চপটে নতুন জুতোয়
শিশির গুলো ঘাসের উপর দেখিনি কেন?
শুকিয়ে গেছে ঠিক প্রান্তচন্দ্রের মত!


এবারের শারদটা বেশ কাটল!!

২ কার্ত্তিক ১৪২৮
তপ্ত দুপুর...!



: অতঃপর আরও কিছু সব হারানো মুখ রওনা দিবে পাশের রাজ্যে...... ভিটে মাটি ফেলে নরক থেকে আর এক অদৃশ্য নরকে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:০৬

শায়মা বলেছেন: হায় হায় শারদের কাঁশবনে সেল্ফি হেল্পীরা কি দোষ করলো ভাইয়া!! :(

এত রাগ রাগ কবিতা কেনো?


পুড়ে পুড়ে ছাই হয় আবার খাঁটি সোনাও হয় তো!

২| ১৮ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:০৭

শায়মা বলেছেন: ভাইয়া ভুলেও যেন আমার ব্লগের আসে পাশে যেওনা তাহলে তো আমাকেই কাঁশবনের ডাইনী বানায় দেবে!!!! :((

১৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হাহহাা. নাহ না দেখে আসলাম তো কাশের বন..

৩| ১৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

১৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: রাজীব ভাই. ধন্যবাদ পাঠের জন্য.........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.