নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

প্রেত সত্য

১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৭


গল্প গুলো আরও ছোট্ট হওয়া উচিত ছিল,
একদিন দাঁড়াতেই হবে তোমায় পাণ্ডুলিপির পেছনে,
অনেক গুলো সত্য আড়াল করে কুমড়োর বাগানে হারিয়ে গেলে,
কি হল তাতে কি হবে বা কি হওয়া উচিত ছিল?

সমীকরণ যদিও জটিল তবে গল্পে সত্যিটা থেকেই যায়,
মন খারাপের নীরব চিঠি পাঠিয়েও পার পায়নি ঠিকানা,
উড়ে যাওয়া ঠিক সময়ে চিলতে হাওয়ারা ঘর বাঁধে,
রোদ এসে লাগে পলকা ছাদে উঠে যাওয়া শৈবালে।

সাজানো বাগানে অবান্তর ধারাপাত পাঠ করে চুপি চুপি,
নিরুদ্দেশে যাওয়া কথা গুলো ভিজতে থাকে নিজের ভেতর,
ডাল ভাঙ্গা পাখিটা সেটি মনে রাখে খড়কুটোর আবডালে,
বাদলটা ধুলো উড়িয়ে পাক খেতে খেত যায় উত্তর থেকে দক্ষিণে,
অভিমানের খেয়ায়;
কোথায় যেন হারিয়ে যায় মিশে যায় একলা পাখির পালকে।

অথচ যতই আড়াল কর প্রশ্নটা হল অবান্তর
তারপরেও অদৃশ্য প্রেতের মত ঘুরে ফিরে আসে সত্য, সত্য গল্প .....



--------------------------------------
৪ মাঘ ১৪২৮ বাংলা, রাত্রি প্রথম প্রহর, হাতিরঝিল..

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:১০

শায়মা বলেছেন: মনে হলো কোনো এক উদাসী বিকেলে উদাসী বালকের মন খারাপের গল্প। কবিতা হয়ে লিখে গেলো।

২| ০৬ ই মে, ২০২২ সকাল ১০:১৭

বিজন রয় বলেছেন: অনেক সুন্দর কবিতা।

তা কেমন আছেন?
অনেক দিন নতুন পোস্ট দিচ্ছেন না।

৩| ০৭ ই মে, ২০২২ দুপুর ১২:১৬

শায়মা বলেছেন: মাঝে মাঝে এই পুরোনো নিকগুলো দেখলে ঢু মারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.