| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর
	আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..
 
রপ্ত চাওয়া শক্ত হাতে ,    ধরতে পারে এমনকি,
তুমি তো সেই আগের মত ,   আমার আবার তাতে কি।
লাস্যময়ীর হাসি দেখে ,  মরছে কেউ অচিন পুরে
তাই তো ভাবি জোনাক পোকা ,  এত জ্বলে কেমন করে।
মন চায়, টান চায়,             গান চায় , রাত প্রহর
আদর চায়, সোহাগ চায়,     ঘুম চায় আস্ত ঝড়।
ঝড়ের ঝাঁকি, মনের বাঁকে   ,     তপ্ত দিন রপ্ত রাত
আহারে কাজল, ওরে কাজল ,    কাজের ফাঁকে একি রাগ।
বাদুররা সব ঘুমিয়ে পরে,    লটকে থাকে গাছের ডালে
প্যাঁচার দল লক্ষ্মী সেজে  ,   তাকিয়ে আছে গুপ্ত চোখে।
থুথুর ভয়ে পালিয়ে  বেড়ায়  ,  তাও আবার হঠাৎ করে,
ভালোবাসায় ঘৃণা কেন,       রং দুনিয়ার আসে পাশে।
মস্ত বড় আকাশ কুসুম ,     কল্পনার জল বেসামাল
তাও দেখে স্বপ্ন তোমার,  বেপরোয়া ডামাডোল ।
রাত প্রহরে ঘুম ভেঙ্গে যায়,   কে বলেরে কথায় কথায়
পাহাড় ডাঙ্গা, শহর হারা,        মানুষ কেন একলা হায়।
বিশ্বাসের ফাঁকে ফাঁকে ,      রক্ত জমে রাজ প্রাসাদে,
পুঁজে ভরপুর, থক থকে মন,    কথা শুনাই কেমন করে।
 
রাস্তা ফাঁকা, তাও ঢাকা,       বৈশাখ ভাঙ্গা জলোচ্ছ্বাসে
আস্ত চাওয়ার অপেক্ষাতে  ,    দিন গুলো যায় উদাম নাচে।
আহারে আহারে ঢাকারে #কবিতা
২৮শে বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ, গ্রীষ্ম-কাল
 
১২ ই মে, ২০২২  সকাল ৯:৪৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সুখকর ধন্যবাদ.।
২| 
১১ ই মে, ২০২২  বিকাল ৪:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
সুন্দর কাব্য।
 
১২ ই মে, ২০২২  সকাল ৯:৪৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আনন্দময় ধন্যবাদ.
৩| 
১১ ই মে, ২০২২  রাত ১০:৪০
বিজন রয় বলেছেন: আপনি নিরবে নির্ভৃতে অনেক ভাল ভাল সব কবিতা লিখে পোস্ট করে যান।
আমি আপনার কবিতার বড় একজন ভক্ত।
তা কি আপনি জানেন?
ব্লগে আপনার ইন্টার একশান কম। অনেক ব্যস্ত থাকেন বুঝি।
 
১২ ই মে, ২০২২  সকাল ৯:৪৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক ভালো লাগলো .... আপনি আমার লেখা পছন্দ করেন....এটা জেনেই আসলেই ভালো লাগলো. ব্যস্ততা তো আছেই সবচেয়ে বড় কথা মন খুলে বলতে না পারলে ব্লগে থাকতে ইচ্ছে করেনা. শুধু ভালো লাগা থেকে থাকা.
৪| 
১২ ই মে, ২০২২  দুপুর ১২:৩৯
বিজন রয় বলেছেন: আমি সময় পেলে আপনার সাথে মাঝে মাঝে কথা বলবো।
কবিতা কিংবা নাটক বা অন্যান্য সাহিত্য নিয়ে।
 
২৫ শে মে, ২০২২  সকাল ৯:১৬
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অপেক্ষা করব... আমার ফোন নম্বর ০১৭৬১১১৬৭০৮
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০২২  বিকাল ৪:০৪
ভার্চুয়াল তাসনিম বলেছেন: ভালো লাগলো।