নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

পাষাণ পুরির প্রতিমা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫৬


অর্থহীন বোধের নিকট পরিধেয় আস্তরণ,
এক অমাবস্যার রাতে বেসামাল আত্মত্যাগী,
এপারের জনঅরণ্যে ভয়ে থাকে একলা হৃদয়;
কোথায় যে কখন যে হরকে পরে পা, পিছলে পরে শরীর।

মানুষের অবগুণ্ঠনে কার কবে কথন সন্তরণ?
অনর্গল মিথ্যের বেসাতিতে মাকড়শার জ্বালে আটকানো আলো,
হুমড়ি খেয়ে পরে অদ্ভুত সব হৃদয়ের অপরিহার্য ব্যাকরণ,
কোনদিন এক পক্ষের নাগাল পাওয়া ভয়ংকর রুদ্ধশ্বাস।

বৃষ্টি হয় জানি রোদটাও আসবে কাদা মাখা পথে,
নিতান্ত অবহেলিতের মত উকি দেয় রাজহাঁস,
অতিরিক্ত দূর্বা ঘাসে ঢাকা পরেছে গাছ,
নিন্দুকের পূজার থালা অহরহ মূষরে পরে।

ব্যাবহারিক আচরণ যদিও দীর্ঘ থেকে দীর্ঘতর
অনভ্যাসের বাতাবরণে মনে হয় সব উচ্ছৃঙ্খল
সব বাতাস সয়ে যায় সব ঘ্রাণ নাকে আসে
লক্ষিন্দরের রাজ্যে এ এক পাষাণ পুরির প্রতিমা..

#বন্ধুতুহিন #কবিতা
২০ ভাদ্র ১৪২৯ বাংলা
হাতির ঝিল...
পড়ন্ত দুপুর...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.