নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

পাঠ্যপুস্তক

০২ রা এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৬


রসায়নের আগা মাথায়
ভোতা হয় প্রেম,
আইটিটাকে বলতে শুনি
আর্টিফিশিয়াল গেম।

চরিত্রের গরল পথে
খুঁজে বেড়াই শব্দ,
তুমি আমি আছি নাকি
স্বাধীনতা স্তব্ধ।

ভাগশেষের শক্ত পিঠে
যৌগিক অংক উল্টে যায়,
দাঁড়িপাল্লায় মাপতে গিয়ে
বাটখারাটা পাল্টে যায়;

বীজগণিতের আঁকি বুকি
কোথায় কখন কার বুকে,
এ যেন এক কঠিন লড়াই
সরল অংক ভুল পথে।

ব্যাপক হারে দরদাম
জীবনটা যে একটাই,
এ কেমন হিসেব নিকেশ
কলমটাই ভেঙ্গে যায়।

সাদা খাতায় জল পরেছে
ফ্যাসফ্যাসে তার কালি,
ওই দেখা যায় ফিজিক্সটাযে
শূন্যে উড়ায় ঘুড়ি।

বাংলায় যত অল্প লিখি
সব নাকি হয় কনটেন্ট,
কপি পেস্টের গলা ভেঙ্গে
আসল নকল প্রবলেম ।

ইংরেজিটা শিখতে গিয়ে
বিদেশ কখন যাবে?
আইইএলটিএস ব্যবসা এখন
সাহিত্যটাই খাবে।

ভূগোল নিয়ে লাফালাফি
ভেবে এত লাভ কি,
গুগোল বলে কি বল সব
প্রশ্ন কর বলছি।

সমাজ বিজ্ঞান হাবুডুবু
ফেসবুকটা হাসছে,
তোমার আমার গল্পেতে
ভাইরালটা ভাসছে।

রাজনীতি ক্লান্ত ভীষণ
ফিলসফি কপচায়,
আসলে সব অন্তঃসার
একঘেয়ে লজ্জায়।

ব্যবসায় লোডশেডিং
অলিগলি সিন্ডিকেট,,
বিসিএসে প্রথম হবে
ক্যারিয়ারটা টার্গেট।

ইতিহাসের বালিশ ছেঁড়া
কিসব নাকি হচ্ছে,
নিজের মত মুদ্রাদোষে
মীরজাফররা হাসছে।

ধর্ম নিয়ে চিন্তা আর কি
সেটাই মহা ব্যবসা,
আসল নকল বৃষ্টি ধোয়া
কি আর হবে শেষটা?

আমি নাকি বাংলিশ লিখি
কি এসে যায় তাতে,
কবিতার বাজার এখন
নকলেরা নাচছে।

চিঠিটার কাব্য যদি
পর্দা টেনে পড়ছি,
হৃদয়টা হোক বেসামাল
প্রতিদিনই মরছি।

অতপর: সবই হয় ইতিহাস... হাতিরঝিল= শনিবার ৮ই পৌষ ১৪৩০ বঙ্গাব্দ, শীত-কাল.


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.