নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

বাক্স বন্দি

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১:০৭



বাক্স বন্দি হাতির ঝিলে নীলের আকাশ শুয়ে
বিদ্ধ বিপ্লব উদ্ধত সব গাছেরা থাকে নুয়ে
পাতার জল শুকিয়ে যায় কুয়াশারা কাঁটাতারে
ভালোবাসারা সস্তা এখন ভাঙা রাস্তার শহর

হাওয়ায় ভাসে ধুলোর ঘাসে লুকায় রাখে আলো
রং উঠানো গাড়িরা বেশ দুলতে থাকে ভালো
আদপেটা পদ্যরা সব প্রলাপ বকছে বস্তায়
অগোছালো ঠিক মিথ্যেরা আজ ব্যস্ত বেশি মজ্জায়

ফুরিয়ে যাওয়া রঙমশালে জ্বালালে কার আগুন
গোপন রং লেপতে রাখ কোন খেয়ালে ফাগুন
মনের বাইরে বনের যুদ্ধ বৃষ্টি নামবে কবে
ভাড়া করা শরীর চলে কাব্য হীন নগরে

মনে পড়াক, পুরনো আঘাত ঝড়ে পড়া কথা
টেবিল ঘেঁটে বেপরোয়া অল্প অল্প ব্যথা
চল বন্ধু আবার একবার গল্প কথায় মাতি
জীবন শুধু হিসেব খাতা চলনা ভুলে থাকি।
----------------------------------



অত:পর মনদের দিই ছুটি...২৯শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, হেমন্ত-কাল, জাদুর শহর, সকাল বেলা

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৬

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

দারুন একটি কবিতা পড়লাম।

নতুন কবিতা পোস্ট করুন।

২| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে।

৩| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৫

সোনালি কাবিন বলেছেন: বেশ সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.