নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাম্যবাদ

গাহি সাম্যের গান...

দস্যু বনহুর

...

দস্যু বনহুর › বিস্তারিত পোস্টঃ

এ দেশ কি ভুলে গেছে সেই দু:স্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময় ?

২৭ শে মার্চ, ২০০৮ সকাল ১১:২৫



আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই

আজো আমি মাটিতে মৃত্যূর নগ্ননৃত্য দেখি,

ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে...

এ দেশ কি ভুলে গেছে সেই দু:স্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময় ?

বাতাসে লাশের গন্ধ ভাসে

মাটিতে লেগে আছে রক্তের দাগ।

এই রক্তমাখা মটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিলো।

জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধাঁর,

আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়।

এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী,

স্বাধীনতা - একি হবে নষ্ট জন্ম ?

একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল ?



জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন।



বাতাশে লাশের গন্ধ

নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান।

মাটিতে রক্তের দাগ -

চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়

এ চোখে ঘুম আসেনা। সারারাত আমার ঘুম আসেনা-

তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার,

নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ

মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস্য শরীর

ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমুতে পারিনা, আমি

ঘুমুতে পারিনা...

রক্তের কাফনে মোড়া - কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে

সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা।

স্বাধীনতা, সে আমার - স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন -

স্বাধীনতা - আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল।

ধর্ষিতা বোনের শাড়ী ওই আমার রক্তাক্ত জাতির পতাকা।







বাতাস লাশের গন্ধ / রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

মন্তব্য ১২ টি রেটিং +১১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৫২

বিষাক্ত মানুষ বলেছেন: +++++

২| ২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:২৫

আকাশচুরি বলেছেন: ++++++++

৩| ২৭ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০৮

দস্যু বনহুর বলেছেন: কয়েকটি কমেন্ট মুছতে বাধ্য হলাম কারণ এই পোষ্টে রাজাকারদের ক্লিক করাও বারন।

৪| ২৭ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৫

সাধক শঙ্কু বলেছেন: হাসিবের একটা পুরান পোস্টে তালিকা ছিল। ঐটা আছে নাকি জানিনা। তালিকা ধইরা ব্যান করেন হালাগো।

২৮ শে মার্চ, ২০০৮ দুপুর ২:২৭

দস্যু বনহুর বলেছেন: নতুন আমদানির সংখ্যা কেমন হারে বাড়তেছে সবাই এট্টু খেয়াল করেন ।

৫| ২৭ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:২৭

স্বাপ্নিক বলেছেন: আমার প্রিয় কবিতাগুলির একটি...

৬| ২৮ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৪৮

কোবরেজ বলেছেন:
বাতাস লাশের গন্ধ

৭| ১৫ ই এপ্রিল, ২০০৮ ভোর ৬:১৫

রাশেদ বলেছেন: শুভ নববর্ষ।

৮| ২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫৫

মাহি ইমতিয়াজ বলেছেন: এসব স্মৃতি ভুলে যাওয়া অসম্ভব।

৯| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:১৭

পলাশমিঞা বলেছেন: বনহুরভাই, আমারে এড কইর, আপনার লগে মাতামবা। কিতা করইন কান আইছইন।

১০| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:১৭

পলাশমিঞা বলেছেন: বনহুরভাই, আমারে এড কইর, আপনার লগে মাতামবা। কিতা করইন কান আইছইন।

১১| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:১৮

পলাশমিঞা বলেছেন: [email protected]


যেলা লেখা ওলা কপি পেস্ট কইরা এড করবা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.