![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রান্ত দেহ, অলস চরণ
তবু আছি আনন্দে,
আমরা শিল্পী।
আমরা রচি শিল্প,
তোমরা পাও আনন্দ।
মাটি, কাদা মেখে,
কাঠ, খড় দিয়ে তৈরি করি যে রূপ
তাকে পূর্ণতা দিই
তুলির টানে, আগুনের ছোঁয়ায়।
তোমরা বল শাবাশ।
আমাদের মন যায় ভরে,
অন্তর পূর্ণ...
আমারই চেতনার পলি দিয়ে
গড়েছি তোমায়,
শ্যামল ধরণীর শ্যামলিমার পরশে
তোমার মনকে করেছি চিরসবুজ।
দীঘির গভীরতা নিয়ে
গড়েছি তোমার চোখ
তার তারায় তারায় ভরে দিয়েছি
আমার মনের বিশ্ব দেখার
অপার বিস্ময়।
অনুরাগের লালিমায়...
আমরা চেয়েছিলাম মাটির
সতেজ ঘ্রাণ নিয়ে চলতে,
তাই, চরম তাচ্ছিল্যে তোমরা
দিলে গালি,
বললে সরীসৃপ।
তোমরা চেয়েছিলে আকাশ ছুঁতে,
আমরা সতর্ক করে পরামর্শ দিয়েছিলাম,
চেতনা রূপ প্যারাসুটগুলো নিতে,
তোমরা চরম ঔদ্ধত্যে করলে অগ্রাহ্য।
আজ, আকাশে চেয়ে...
আঁধার ঘনিয়ে এল,
মুছে গেছে গোধূলির শেষ রশ্মিটুকু,
দিন শেষের বার্তা নিয়ে
জ্বলছে প্রদীপ ধুকুধুকু।
অনেক কাজই করা হল,
অনেক কাজও রইল বাকি,
শেষ করবে পরের যে জন
তাকে শুভেচ্ছা আগাম জানিয়ে রাখি।
২৭.১২.২০১৫
শীতের আর একটা মিষ্টি সকাল। প্রতি বছরের মত এই সময়টা কাটিয়ে যাই মিঠেচন্দনপুরে। নামটার মতই গ্রামটাও খুব মিষ্টি।হুগলীর কর্মব্যস্ত শহরাঞ্চল ছাড়িয়ে আরও বেশ কিছুটা ভেতরে ছোট্ট একটা গ্রাম মিঠেচন্দনপুর...
(১)
বাঁধন ছেঁড়ার ডাক এসেছে
সাঙ্গ হবে ভবের খেলা,
ছন্দ- শব্দ- ভাবটি নিয়ে
ভাসবে না আর কবির ভেলা।
(২)
মহাকালের ডাক এলে ভাই,
থামতে যে হয় জানি সবাই-
তবু, আমি স্বপ্ন দেখি,তোমায় দেখাই-
বাঁচার মত...
চানাওয়ালাটা ঠিক চারটে বাজলেই দত্তদের বাড়ির সামনে দিয়ে হেঁকে যায় , “চানা লিবে গো গরম চানা” । দত্তদের বছর দশেকের মেয়ে রোশনি অপেক্ষা করে থাকে এই মুহূর্তটার জন্যই। সে ছুটে...
©somewhere in net ltd.