নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শমীক বন্দ্যোপাধ্যায়

শমীক বন্দ্যোপাধ্যায় › বিস্তারিত পোস্টঃ

প্রভাতী(ডায়েরি সাহিত্য)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪

২৭.১২.২০১৫

শীতের আর একটা মিষ্টি সকাল। প্রতি বছরের মত এই সময়টা কাটিয়ে যাই মিঠেচন্দনপুরে। নামটার মতই গ্রামটাও খুব মিষ্টি।হুগলীর কর্মব্যস্ত শহরাঞ্চল ছাড়িয়ে আরও বেশ কিছুটা ভেতরে ছোট্ট একটা গ্রাম মিঠেচন্দনপুর যেখানে নাগরিক সভ্যতা পারেনি এখনও থাবা বসাতে। জানিনা আর কতদিন এই অঞ্চল নিজের এই স্বতন্ত্র অপরূপ অস্তিত্ব বজায় রাখতে পারবে। যতদিন পারে বজায় রাখুক-এই আমি চাই।

একটু আগে খেজুর রস খেয়ে কড়াই ক্ষেতের মধ্যেকার সরু মেঠো আল বেয়ে নতুন কড়াইয়ের মিষ্টি গন্ধটা উপভোগ করতে করতে যখন আশ্রমে ফিরছিলাম তখম হিমেল হাওয়া সারা অঙ্গে রোজকার মতই মায়ের হাতের স্নিগ্ধ পেলব পরশ সারা গায়ে-মাথায় বুলিয়ে দিচ্ছিল। তখনও ভালো করে আলো ফোটে না, মনে হয় আছি কোন একটা স্বপ্নলোকে যেন একটা ঘোরের মধ্যে। যেখানে আছে শুধুই অপার্থিব আনন্দ, নেই কোন দুঃখ- কষ্ট। সবকিছুই কিছুঁই সরল ও নির্মল অথচ শান্ত-স্নিগ্ধ।অপার শান্তি বিরাজ করছে চতুর্দিকে।
আমি যে ঘরটায় আছি, সেটায় পুবমুখো একটা জানলা। সেই জানলার সামনে একটা কাঠের ডেস্ক ও একটা চেয়ার। রোজের মত আজও এসেই জানলাটা খুলে দিই। একটু পরেই ‘ নব প্রভাতের নবারুন’ উঁকি দেয়। আকাশটায় রক্তিম উদ্ভাস। দেখি, হ্যাঁ গো, সত্যি দেখি, আকাশের গায়ে ফুটে উঠেছে বাসর ঘরের সেই সলাজ রক্তিম তোমার সেই হাসিমুখের ছবি—একদম স্পষ্ট, যে মুখ আমি আমার হৃদমুকুরে চিরতরে খোদাই করে রেখেছি ঠিক সেই মুখ। যখন তোমার রূপ দেখে মোহিত তখনই শুনি কত জানা- অজানা পাখির সমবেত প্রভাতী বৈতালিক। হয়ত ওদেরও চোখে ধরা পড়ে এই অপরূপ রূপ। তাই, ওরাও, এমন আনন্দ যজ্ঞে সামিল হয়। আর তখনই চোখের সামনে ভেসে ওঠে এক চিরসবুজ ক্ষেত। ঠিক তোমার মনের মতই অসীম ও দরাজ।মন ভালো যায়। টেনে নিই ডায়েরি। লিখে যাই যা মন চায় তাই হাবিজাবি। তখন দিবারক তাঁর সোনালি দ্যুতিতে ডায়েরি ভরিয়ে অভিনন্দিত করেন। মনে হয়,যদি এইখানে ঠিক এইভাবেই বাকি জীবনটা কাটাতে পারতাম!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২১

দৃষ্টিসীমানা বলেছেন: শুভ ব্লগিং :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২২

শমীক বন্দ্যোপাধ্যায় বলেছেন: শুভেচ্ছা অফুরান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.