নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশী ম্যান

very nice blog

দেশী ম্যান › বিস্তারিত পোস্টঃ

কার কথা বিশ্বাস করবো? ভয় দেখানো বুয়েটের অধ্যাপক আনসারীর, নাকি জাফর ইকবাল স্যারের? লেখাটি সবার জন্য, পড়লে ভুমিকম্পের ভয় কেটে যাবে।

১৮ ই মে, ২০১৫ বিকাল ৩:৪৬

সবার উদ্দেশে বলছি, বাংলাদেশে ভুমিকম্পে মরার মতো কোন রিস্ক নাই। কেন নাই? বলছি। নেপালের সেইদিনের ভুমিকম্পে ঢাকা মারাত্তক কাপা কেপেছে। নেপাল চলতো যে এভারেস্ট দেখিয়ে, সেটা হয়েছেই ভুমিকম্পের কারনে। আমাদের তেমন কোন ইতিহাস নাই। ঢাকায় যেটা হবে এবং যেটা হয়ে আসছে সেটা হলো আসে পাশে কিছু ভূমিকম্প হবে, আমরা তার কিছু কিছু টের পাবো। আর আশে পাশে বড় কিছু হয়ে হয়ে গেলে আমাদের বিল্ডিংগুলো ভালো মতো কেপে উঠবে। এখন কথা হচ্ছে কাপলে কি হবে? ১) পুরানো লালবাগের কিছু বিল্ডিং এ ফাটল ধরতে পারে, আমি বলেছি "পারে" না হতেও পারে। আর নতুন বিল্ডিংগুলোতেও কিছু ফটল দেখা দিতে পারে। আর ২-১ টা বিল্ডিং হেলে পড়লে, হালকা হেলে যাবে। মানে মাটিতে ধসে পড়বে না।

আমার কথা মূল যুক্তি হলো আমাদের মাটি ভালো, শক্ত। আমাদের ইটও যেকোন দেশের থেকে ভালো। আমাদের রডও ভালো। কিছু বাড়ির মালিক সোহেল রানার মতো মূর্খ হলে সে নিয়ম না মেনে বাড়ি বানাতে পারে সেই কথা আলাদা। কিন্তু নরমালি আপনি চিন্তা করে দেখেন, শেষ যেই ভূমিকম্পটি হলো সেটাতে আপনার বাড়ি ভাংলো না কেন? কারন আমাদের এখানে কোন প্লেট নাই, ২য় কথা বাড়ি খারাপ হলে সেই ঝাকুনিতে ভেঙ্গে যেতো।

আমাদের দেশে কোন ভূমিকম্প হবে না, যা হবে আশে পাশে আমরা শুধু টের পাবো। এক দেশের সেন্টার থেকে হওয়া ভুমিকম্পের কারনে আরেক দেশে বাড়িঘর ভেঙ্গে চুরমার হয়ে গেছে এমন গাজাখোড়ি কথা কোথাও শুনেছেন? আমি তো শুনি নাই!

আজকে প্রথম আলোতে আনসারী সাহেব তো বলেই দিলেন আমরা মরলাম বলে। ওনাদের এইসব জিনিস ভালো লাগে না।

আর জাফর ইকবাল স্যার তো বলেই দিলেন বিশেষজ্ঞরা মানুষকে ভয় দেখাতে ভালোবাসে।

প্রথম আলোর ভয় দেখানো লেখা, বিশেষ করে শেষের প্যারাটি পড়ুন

জাফর ইকবাল স্যারের লেখা

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৫ বিকাল ৪:৫৫

জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: আপনার জাফর ইকবাল স্যার কি প্রকৃতি বা আল্লাহর সাথে চুক্তি করছেন যে ভূমিম্প হবে না বা তিনি আমাদের চিরজীবন বাচিয়ে রাখবেন।

২| ১৮ ই মে, ২০১৫ বিকাল ৫:৩৭

মুখ ও মুখোস বলেছেন:

আমার কথা মূল যুক্তি হলো আমাদের মাটি ভালো, শক্ত। আমাদের ইটও যেকোন দেশের থেকে ভালো। আমাদের রডও ভালো। কিছু বাড়ির মালিক সোহেল রানার মতো মূর্খ হলে সে নিয়ম না মেনে বাড়ি বানাতে পারে সেই কথা আলাদা। কিন্তু নরমালি আপনি চিন্তা করে দেখেন, শেষ যেই ভূমিকম্পটি হলো সেটাতে আপনার বাড়ি ভাংলো না কেন? কারন আমাদের এখানে কোন প্লেট নাই, ২য় কথা বাড়ি খারাপ হলে সেই ঝাকুনিতে ভেঙ্গে যেতো।


- আপনাকে কেউ বলে নাই যে আপনি বলদ?

পড়াশোনা কোথায় করেছেন? যেখান থেকেই করুন না কেন, দয়া করে নিজের ভার্সিটির নাম নিবেন না - তাতে ভার্সিটির নাম খারাপ হবে। অবশ্য সেখানে গিয়েছেন কিনা আদৌ সেটাও একটা প্রশ্ন!!

৩| ১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: মাটি ভালো-খারাপ দিয়ে কি আসে-যায়, যদি বিল্ডিং গুলো বানানোর মান খারাপ হয়ে থাকে? এমনিই যেখানে এগুলো কাত হয়ে পড়ে, ধ্বসে যায়, সেখানে মোটামুটি বেশি সময় নিয়ে ভূমিকম্প হলে কি হবে ভেবে দেখেছেন? আমাদের দেশ হয়তো বেশি মাত্রার ভূমিকম্পের উৎসস্থল হবার সম্ভাবনা কম, কিন্তু আমাদের বেশি মাত্রার ভূমিকম্পের দরকার হবেনা, অল্পতেই ভয়াবহ অবস্থা হবে। কাজেই রিস্ক নাই এটা আপনি কোন ভাবেই বলতে পারেননা। রিস্ক আছে, এবং সেটা ভয়ঙ্কর মাত্রায় আছে।

৪| ১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: আমাদের এখানে প্লেট নাই একথা আপনাকে কে বলেছে? মধুপুর ফল্টের নামতো শোনার কথা ইতোমধ্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.