নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"গন্তব্যহীন ভেসে চলা এক নাবিক\"

বাংলার পাসওয়ার্ড

গন্তব্যহীন চলছে জীবন

বাংলার পাসওয়ার্ড › বিস্তারিত পোস্টঃ

বেকারের জীবন সংগ্রাম

২৫ শে জুন, ২০১৬ রাত ১২:৫৪


যখন কোন উৎসব হয় দেশে তখন সবার মুখেই হাসি থাকে শুধু থাকেনা নিতান্তই যারা গরীব আর যারা সমাজে
শিক্ষিত বেকার বলে পরিচিত তাদের। সামাজে যারা দারিদ্রতার সাথে যুদ্ধ করে তারা হয় তো মানুষের কাছে চেয়ে চেয়ে জীবন যাপন করতে পারবে। কিন্তু যারা সমাজে বেকার তারা কি করবে??
একজন বেকার না পারে কারো কাছে হাত পাত্তে না পারে কুলি -মুজুর হতে। সব সময় তাকে পেতে হয় নানা গঞ্জনা। সে হয় সমাজের বুজা।
আমাদের দেশটা এমনই দ্বারাই চলে,,,,,,,,,যার আছে তাকে আরও দাও,আর যার না আছে সে মরে যাক তবুও তাকে দেয়া হবে না...... এরকম আরকি।
আমাদের দেশের সরকার যারা চাকরি করে তাদের বেতন ভাতা বারিয়ে দিচ্ছে যাতে তারা আরও ভাল ভাবে
চলতে পারে।উন্নত জীবন যাপন করতে পারে।আর যারা বেকার আছে তারা না খেয়ে মারা যাক সরকারের দেখার সময় নাই।
কেন দেশে আজ সন্ত্রাসে ভরে গেছে??? যারা সন্ত্রাসী কাজে লিপ্ত হচ্ছে তাদের বেশির ভাগই শিক্ষিত সন্ত্রাসী।
কেন তারা সন্ত্রাসী হয়?? যখন তাদের বেকারত্ব নামের অভিশাপে দেয়ালে পিঠ ঠেকে যায়।। তখনই তারা অপকর্ম করতে বাধ্য হয়। দেশের এই হাজার হাজার বেকারের মুক্তি কবে হবে???
বেকাররা লক্ষ লক্ষ টাকা চাই না সরকারের কাছে,,,,শুধু ডাল ভাত খেয়ে পরিবার নিয়ে বেঁচে থাকতে চাই।।।।।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.