নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসলে দান করা হয় বলেই গরীব!?

বাংলাপ্রতিদিন

আমি বাংলাদেশ।আমরা প্রত্যেকেই

বাংলাপ্রতিদিন › বিস্তারিত পোস্টঃ

ছবিটি বাস্তব.........বিষয়টি অবাক করার।।

০৩ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

ঘটনাটি ওয়াশিংটনের সিবেকের। একটি ন্যাড়া ঈগল খাবার সন্ধান করছিল। এ সময় পিছন দিকে একটি কাক উড়ে এসে ঈগলটির পিঠের ওপর অবতরণ করল এবং এরপর আরামসে বিনামূল্য উড়তে লাগল।ঈগলের পিঠে বসে আসে কাক। খুশি মনে ঈগলটি কাকে নিয়ে উড়ে বেড়াচ্ছে। আর এই অকল্পনীয় ঘটনাকে ক্যামেরাবন্দি করেছেন ফু চান।
ফু চান বলেন,
আমি তখন সেখানে ক্যামেরা নিয়ে রেডি ছিলাম। এ সময় আমি একাধিক ছবি নেয়ার বিরলতম সুযোগ পাই এবং ছবি তুলি।
‘আমি এর আগেও দেখেছি কাক তার এলাকা থেকে অন্যদের তাড়াতে পিঠে কিংবা অন্যত্র আঘাত করে। কিন্তু এটা বিস্ময়কর যে কাকটি উড়ন্ত ঈগলের পিঠে চড়ে বসল।’
পাখির ছবি তোলার নবিশ ফটোগ্রাফার চানের কিছু ছবি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল প্রচারিত হয়েছে। আশা করা হচ্ছে এই দুর্লভ ছবিও তারা লুফে নেবে।


সংবাদটি আরটিএনএন এর সৌজন্যে পাওয়া

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:

ফেইক ছবি

০৩ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

বাংলাপ্রতিদিন বলেছেন: চাঁদগাজী ধন্যবাদ
http://www.24livenewspaper.com/site/?url=www.rtnn.net/http://www.24livenewspaper.com/site/?url=www.rtnn.net/

২| ০৩ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

সুমন কর বলেছেন: হুম !! বিরল দৃশ্য।

০৩ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

বাংলাপ্রতিদিন বলেছেন: সুমন কর ধন্যবাদ

৩| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:১১

ফা হিম বলেছেন: হুম, ঈশপের গল্পটাও মনে হয় সত্যি হইতেও পারে। শুনেছি কাকের নাকি প্রখর বুদ্ধি।

০৩ রা জুলাই, ২০১৫ রাত ১০:৩৪

বাংলাপ্রতিদিন বলেছেন: ফা হিম ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.