নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসলে দান করা হয় বলেই গরীব!?

বাংলাপ্রতিদিন

আমি বাংলাদেশ।আমরা প্রত্যেকেই

বাংলাপ্রতিদিন › বিস্তারিত পোস্টঃ

শত্রু ঘরেই আছে,জিম্বাবুয়ে/ওয়েস্ট ইন্ডিজ/পাকি..দের চেয়েও হয়তো ভয়ংকর

০৯ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৪

এখন এই সময় বিসিবি কার স্বার্থে ক্রিকেটার দিয়ে বিজ্ঞাপন করাচ্ছে !?এ সময় বিজ্ঞাপনে অভিনয় করতে আমরা চুক্তিবদ্ধ নই,তবুও এ সময় কেনোো....কেনো !?
জাতীয় দলের স্পন্সর রবির বিজ্ঞাপনের শুটিং হলো মিরপুরের একাডেমি মাঠে।বুধবারই প্রথম নয়, গত ২ জুলাই ৪-৫ ঘণ্টা ধরে শের-ই-বাংলা স্টেডিয়ামের মূল মাঠেই রবির শ্যুটিংয়ে অংশ নিতে হয়েছিল ক্রিকেটারদের। সিরিজ চলার সময় দুই দফায় বিজ্ঞাপনের শুটিং আয়োজন যথেষ্টই বিরল ঘটনা।
এ বিষয়ে জানতে চাওয়া হলে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি জানালেন, স্পন্সরের সঙ্গে চুক্তির দায়বদ্ধতা থেকেই এটা করতে হয়েছে।
“স্পন্সরদের প্রতি আমাদের কিছু কমার্শিয়াল দায়বদ্ধতা আছে। এক বছরে ৫ থেকে ৬ ঘণ্টার কমিটমেন্ট আছে আমাদের। সেটাই পূরণ করছি আমরা।
ফালতু অজুহাত বিসিবির (বছরে ৫/৬ ঘন্টা মানে সিরিজ শেষ হলেও ৫/৬ ঘন্টা দেয়া যেতো) ।

তবুও আমাদের জয় পেতেই হবে ওয়ানডের ৩ ম্যাচ সিরিজের অন্ত ২টি,এবং আমরা জিতবো ইনশাআল্লাহ্।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৯

বাংলাপ্রতিদিন বলেছেন: বোর্ডকে ঢেলে সাজানো.............সময়ের অপেক্ষা মাত্র !?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.