নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসলে দান করা হয় বলেই গরীব!?

বাংলাপ্রতিদিন

আমি বাংলাদেশ।আমরা প্রত্যেকেই

বাংলাপ্রতিদিন › বিস্তারিত পোস্টঃ

পাপ ওদের (রবি ফোন/ক্রিকেট বোর্ড) খেসারত দিচ্ছে জাতি

১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

শত্রু ঘরেই আছে,জিম্বাবুয়ে/ওয়েস্ট ইন্ডিজ/পাকি..দের চেয়েও হয়তো ভয়ংকর।

দু'দিনের বিরতিতে অনুশীলনতো দুরের কথা,একটু বিশ্রামও দেয়া হয়নি ক্রিকেটারদের।তাদের দিয়ে রবি ফোেনের অভিনয় করানো হয়েছে।এই অভিনয় করাতে ক্রিকেট বোর্ড চুক্তিতে বাধ্য নয়,তবুও কেনো...!?
গতকাল বাংলাদেশ দলের অনুশীলন ছিল দুপুরে। কিন্তু আগের দিন টি-টোয়েন্টি খেলে ক্রিকেটাররা বুধবার সকাল থেকেই আবার মাঠে। ম্যাচের পোশাক গায়ে চাপিয়ে প্যাড-গ্লাভস পরে ব্যাট-বল হাতে করতে হলো নানা কসরত। তবে ক্রিকেটের জন্য নয়। সবই অভিনয়! জাতীয় দলের স্পন্সর রবির বিজ্ঞাপনের শুটিং হলো মিরপুরের একাডেমি মাঠে।বুধবারই প্রথম নয়, গত ২ জুলাই ৪-৫ ঘণ্টা ধরে শের-ই-বাংলা স্টেডিয়ামের মূল মাঠেই রবির শ্যুটিংয়ে অংশ নিতে হয়েছিল ক্রিকেটারদের। সিরিজ চলার সময় দুই দফায় বিজ্ঞাপনের শুটিং আয়োজন যথেষ্টই বিরল ঘটনা।
এ বিষয়ে জানতে চাওয়া হলে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি জানালেন, স্পন্সরের সঙ্গে চুক্তির দায়বদ্ধতা থেকেই এটা করতে হয়েছে।
“স্পন্সরদের প্রতি আমাদের কিছু কমার্শিয়াল দায়বদ্ধতা আছে। এক বছরে ৫ থেকে ৬ ঘণ্টার কমিটমেন্ট আছে আমাদের। সেটাই পূরণ করছি আমরা।
ফালতু অজুহাত (বছরে ৫/৬ মানে সিরিজ শেষ হলেও দেয়া যেতো)

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২২

কাবিল বলেছেন: সিরিজ শেষে হলে সমস্যা কি ছিল? ফালতু অজুহাত।

১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

বাংলাপ্রতিদিন বলেছেন: কাবিল ধন্যবাদ

২| ১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

কলাবাগান১ বলেছেন: এই রকম কন্সপিরিউসি থিয়োরী বানাতেই আপনি সক্ষম। এর আগে কেন পুজার সময় খেলা হচ্ছে তা নিয়েও ধর্মীয় ইস্যু তৈরী করতে চেয়েছিলেন। মৌলবাদের বিষবাস্প এভাবেই ছড়ায়।

১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

বাংলাপ্রতিদিন বলেছেন: কলাবাগান১ ধন্যবাদ।যে যেভাবে বুঝেন......।

৩| ১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

সুপান্থ সুরাহী বলেছেন: খেলার আগে এসব বিজ্ঞাপন-টিজ্ঞাপন মনযোগ নষ্ট করেই...

১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৭

বাংলাপ্রতিদিন বলেছেন: সুপান্থ সুরাহী ধন্যবাদ

৪| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:২১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কমার্শিয়াল বিজ্ঞাপনের কাজ তো ভারতের ক্রিকেট বোর্ডও করবে না! বিসিবি'র কর্মকর্তাদের কি টাকার নেশা এতই হয়ে গেছে? খেলার আগে ছেলেদের মনোযোগে ব্যাঘাত ঘটিয়ে এমন কাজ করা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়।

১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৮

বাংলাপ্রতিদিন বলেছেন: মোটা ফ্রেমের চশমা ধন্যবাদ।তা আবার পরপর দু'দিন।

৫| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১২:১২

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ছেলেদের মনোবল ভেঙ্গে গেছে সেটা ওদের অ্যাটিচুড থেকেই বোঝা যাচ্ছে। সাউথ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার মত ট্যাক্টফুল প্রতিপক্ষকে হারাতে হলে আত্মবিশ্বাস আর ধরে খেলার প্রয়োজন। কিন্তু সেটার অভাব পরিস্কার বোঝা যাচ্ছে।

১২ ই জুলাই, ২০১৫ ভোর ৬:২৯

বাংলাপ্রতিদিন বলেছেন: মোটা ফ্রেমের চশমা ধন্যবাদ।কিছু বলার নাই......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.