নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসলে দান করা হয় বলেই গরীব!?

বাংলাপ্রতিদিন

আমি বাংলাদেশ।আমরা প্রত্যেকেই

বাংলাপ্রতিদিন › বিস্তারিত পোস্টঃ

এই সিরিজে একটা জয় খুবই প্রয়োজন,হয়তো আজই...

১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০০

আমার মনে হলো,আপনার না ও হতে পারে.... - বাংলাদেশ দলকে এলোমেলো করে দিতে যা যা প্রয়োজন সবই করলেন পাপন মিয়ারা।তবুও সিরিজ বা একটি ওয়ানডে আমরা জিতবো ইনশাআল্লাহ।(নিচে লাইভ লিংক)

নাটকের শুরু থেকেই বলা যাক - সাত-আট মাস ধরে যে কোচ-খেলোয়াড়-নির্বাচকেরা মিলে একটার পর একটা সাফল্যের পাপড়ি যোগ করলেন,তাদের কজ করতে দেয়া হচ্ছে না। কাজ করছে রবি ফোন,কাজ করছে পাপনদের শীতাতপ নিয়নত্রিত অফিস।গতকালও অনুশিলনের সময়ে বোর্ড অফিসে তলব করে অহেতুক সময় ক্ষয় করা হলো এসব করে তিনটার অনুশীলন বাংলাদেশ দল শেষ পর্যন্ত শুরু করেতে পেরেছে বিকেল সোয়া চারটার দিকে।মাসষিক ভাবে দুর্বল করে দেয়া হলো দলকে। টি-টোয়েন্টি সিরিজের পর প্রথম ওয়ানডের আগের দু'দিনও অনুশিল নয়,অভিনয়ে মনোযোগির কাজ দেয়া হয়েছিলো ক্রিকেটারদের ।লাইভ দেখুন Click This Link
জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু করে বিশ্বকাপ হয়ে পাকিস্তান ও ভারত সিরিজে বাংলাদেশ দল সাফল্যের ভেলায় ভেসেছে। তার মানে কি এই—দলটা আর কোনো দিনই হারবে না?আমি তা বলি না,তবে অনুশীলনে এতো বাধা আসছে কেনো,কেনো মনোযোগ নষ্ট করা হচ্ছে ক্রিকেট টিমের ??চ্যাম্পিয়নস ট্রফির সম্ভাবনা জিইয়ে রাখতে এই সিরিজে একটা জয় খুবই প্রয়োজন বাংলাদেশ দলের।আবং আমরা জিতবো ইনশাআল্লাহ .....।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই সিরিজে একটা জয় খুবই প্রয়োজন বাংলাদেশ দলের।

খুবই প্রয়োজন খুবই....

১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২৩

বাংলাপ্রতিদিন বলেছেন: বিদ্রোহী ভৃগু ধন্যবাদ।ঠিক তাই

২| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৯

কাবিল বলেছেন: আশা করা যায়, আজ জয় নিশ্চিত।
আমরা জিতবো ইনশাআল্লাহ .....।


South Africa 118/7 (37.2 ov)
Bangladesh
South Africa won the toss and elected to bat

১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৫

বাংলাপ্রতিদিন বলেছেন: কাবিল ধন্যবাদ।আমরা জিতবো ইনশাআল্লাহ .....

৩| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

সুমন কর বলেছেন: আজ'তো পারা উচিত। ১৬৩ রান তেমন কিছু না, না পারাটা অবশ্যই খারাপ।

১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

বাংলাপ্রতিদিন বলেছেন: সুমন কর ধন্যবাদ

৪| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

কলাবাগান১ বলেছেন: আজকে যদি জিতে, এই আপনি ই এসে বলবেন যে হারিয়ে দেওয়ার জন্য বিসিবির পাপন সহ সবাই প্রানপন চেস্টা করেও পারেনি... দামাল ছেলেরা ঠিকই জয়ী হয়ে এসেছিল। আপনার মত ময়লা কুৎসিত মন নিয়ে তো বাংগালী চলে না। এই আপনিই আগের পোস্টে এই খেলা নিয়ে কত কন্সপিরিউসি থিয়োরী দিয়েছেন। কেন পুজার সময় খেলা হচ্ছে বলে ধর্মীয় উন্মাদনা সৃস্টির চেস্টা করেছিলেন।

একটা শিশু ও বিশ্বাস করবে না যে পাপন রা মন থেকে চায় যাতে বাংলাদেশ হেরে যাক (আপনার মতে ভারত কে খুশী করতে!)

১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

বাংলাপ্রতিদিন বলেছেন: কলাবাগান১ ধন্যবাদ।পাকি...ন/হিন্দু...ন আমার বিষয় নয়।আমার বিষয় বাংলাদেশ।
যে কোন পোস্টই সম্পূর্ন পড়ে,বুঝে মন্তব্য করুন বা প্রশ্ন করুন।আবার ধন্যবাদ।

৫| ১২ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৮

মিতক্ষরা বলেছেন: পাপনের দৃঢ়তাটুকু আমার ভাল লাগে। প্রয়োজনে তিনি সাকিবকে নিষিদ্ধ করতেও পিছপা হন না। যার ফলে বাংলাদেশ দল আজ কোনও একক খেলোয়ারের উপরে নির্ভরশীল নয়। এটি প্রশংসনীয়। তবে দলে অভিজ্ঞ ভাল খেলোয়ারের বড়ই অভাব। এটা প্রকট হয়ে ধরা পড়ে।

সৌম্য আজ বেশ ভাল খেলছে। এই ভাল খেলার ধারাবাহিকতা রাখতে পারলে সে দলের জন্য এক স্তম্ভ হতে পারে।

১২ ই জুলাই, ২০১৫ রাত ৯:১৫

বাংলাপ্রতিদিন বলেছেন: মিতক্ষরা ধন্যবাদ।ভালো বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.