![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
জামাতের ইসলাম হলো লেজে দিয়ে ইসলাম আমার বাবার এটি বিখ্যাত উক্তি , একদিন বাবাকে প্রশ্ন করলাম আচ্ছা বাবা আপনার এই কথার মানে কি? উত্তরে বাবা বললেন দেখ প্রানীদের মধ্যে যে গুলোর লেজ আছে দেখবি লেজ কিন্তু শরীরের পিছনেই থাকে, আর জামাতের ইসলামটাও সে রকমই।
যাই হোক জামাত যে ইসলামী দল নয় এ নিয়ে অনেক বিজ্ঞ আলেমগন প্রচুর লিখেছেন । আমার কয়েকজন জামাতীর সাথে কথা হইছে এই বিষয় নিয়ে এবং অনেক জামাতীকে বলছি যেহেতু অনেক আলেমের মতে আপনারা ইসলামী দল না আসেন সামনা সামনি বসে তা প্রমান করুন যে আপনারা ইসলামী দল। কিন্তু রহস্য জনক ভাবে তারা এই বিষয় এড়িয়ে যায়। গত ৪ নভেম্বর দলটির সেক্রেটারি জেনারেল বরাবর পাঠানো এক চিঠিতে সংবিধান ও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুসারে জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র ৫ ডিসেম্বরের মধ্যে সংশোধন করতে তাগিদ দিয়েছিল। নির্বাচন কমিশনে ২০০৮ সালে নিবন্ধিত হওয়ার পর জামায়াতকে এর আগেও এ বিষয়ে তিনবার তাগিদ দেওয়া হয়।
কমিশন সূত্র জানায়, রবিবার বিকেলে দলটির আইনবিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্য অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার জামায়াতের সর্বশেষ সংশোধিত ও মুদ্রিত গঠনতন্ত্র জমা দেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের গঠনতন্ত্রে দলের উদ্দেশ্য ও লক্ষ্য থেকে আল্লাহ প্রদত্ত ও রাসুল (সা.) প্রদর্শিত দ্বীন (ইসলামী জীবনবিধান) কায়েমের প্রচেষ্টার কথা বাদ দিয়েছে। 'আল্লাহ ব্যতীত কাহাকেও স্বয়ংসম্পূর্ণ বিধানদাতা ও আইন প্রণেতা মানিয়া লইবে না এবং আল্লাহর আনুগত্য ও তাঁহার দেওয়া আইন পালনের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়, এমন সকল আনুগত্য মানিয়া লইতে অস্বীকার করিবে'- এ নীতিও বাদ। সমাজের সর্বস্তরে খোদাভীরু নেতৃত্ব কায়েমের চেষ্টার বদলে এখন চরিত্রবান নেতৃত্বের কথা বলছে দলটি। এ ছাড়া ইসলামী শাসন কায়েমের বদলে গণতান্ত্রিক পদ্ধতির ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সংশোধিত গঠনতন্ত্রে। এভাবে ধর্মীয় উদ্দেশ্যপূর্ণ এবং সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) পরিপন্থী মোট আটটি ধারা পরিবর্তন বা বিলুপ্ত করে জামায়াতে ইসলামী তাদের সংশোধিত গঠনতন্ত্র গত রবিবার বিকেলে নির্বাচন কমিশনে জমা দিয়েছে।
এ সংশোধিত গঠনতন্ত্রটি ২০১২ সালের নভেম্বরে ৪৯তম মুদ্রণ এবং এর প্রকাশক জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলে উল্লেখ করা হয়। নির্বাচন কমিশনে জমা দেওয়া গঠনতন্ত্রের প্রতিটি পাতায় অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকারের সিল ও স্বাক্ষর রয়েছে।
এই সংশোধিত গঠনতন্ত্র জমা দেওয়ার জন্য জামায়াত নির্বাচন কমিশনের কাছে তাদের জন্য প্রতিকূল রাজনৈতিক পরিবেশের কথা উল্লেখ করে আরো দুই মাসের সময় চেয়েছিল। তাদের সে সময় দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত হওয়ার আগেই দলটি গঠনতন্ত্র সংশোধন করে কমিশনে জমা দিল। তবে এ সংশোধন যথাযথ হয়েছে কি না, তা পরীক্ষার জন্য কমিশন তাদের আইন শাখাকে নির্দেশ দিতে পারে। তার আগে কমিশন বৈঠকে বিষয়টি তোলা হবে বলে জানা গেছে।
নির্বাচন কমিশন জামায়াতের গঠনতন্ত্রের ২ ধারার ৫ উপধারা, ধারা ৩, ৫ ধারার ৩ উপধারা, ৬ ধারার ৪ উপধারা, ৭ ধারার ১ থেকে ৪ উপধারা, ১১ ধারার ২ উপধারা ও ১৮ ধারার ৪(চ) উপধারা সংশোধনের তাগিদ দেয়। দলটির নিবন্ধনের সময়ও এসব ধারা নিয়ে প্রশ্ন উঠেছিল। সে সময় জামায়াত নেতা অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার গঠনতন্ত্র থেকে কয়েকটি ধারা লাল কালি দিয়ে কেটে সেগুলো গঠনতন্ত্রের অংশ নয় মর্মে স্বাক্ষর করেন। তবে সংশোধিত গঠনতন্ত্রে সেগুলো স্থান পায়নি।
দলটির গঠনতন্ত্রের ২ ধারার ৫ উপধারার একাংশে বলা ছিল, '...(আল্লাহ ব্যতীত) কাহাকেও স্বয়ংসম্পূর্ণ বিধানদাতা ও আইন প্রণেতা মানিয়া লইবে না এবং আল্লাহর আনুগত্য ও তাঁহার দেওয়া আইন পালনের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়, এমন সকল আনুগত্য মানিয়া লইতে অস্বীকার করিবে।' সংশোধিত গঠনতন্ত্রে এ অংশটি বাদ দেওয়া হয়েছে।
৩ ধারায় দলের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে ভূমিকাসহ চারটি উপধারায় আল্লাহ প্রদত্ত ও রাসুল (সা.) প্রদর্শিত দ্বীন (ইসলামী জীবনবিধান) কায়েমের প্রচেষ্টার কথা বলা ছিল। সেগুলো বাদ দিয়ে 'বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন' বাক্যটি সংযোজন করা হয়েছে।
৫ ধারার ৩ উপধারায় বলা ছিল, 'সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে ইসলামের সুবিচারপূর্ণ শাসন কায়েম করিয়া সমাজ হইতে সকল প্রকার জুলুম, শোষণ, দুর্নীতি ও অবিচারের অবসান ঘটাইবার আহ্বান জানাইবে।' এ অংশ থেকে 'ইসলামের' শব্দটি বাদ দিয়ে তার পরিবর্তে 'গণতান্ত্রিক পদ্ধতি' কথাটি সংযোজন করা হয়েছে।
৬ ধারার ৪ উপধারায় 'ইসলামের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠাকল্পে গোটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাঞ্ছিত সংশোধন আনয়নের উদ্দেশ্যে নিয়মতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তন এবং সমাজের সর্বস্তরে সৎ ও খোদাভীরু নেতৃত্ব কায়েমের চেষ্টা করা'- এই বাক্য থেকে 'খোদাভীরু' বাদ দিয়ে 'চরিত্রবান' শব্দটি যোগ করা হয়েছে।
৭ ধারার ১ থেকে ৪ উপধারায় জামায়াতের সদস্য হতে হলে ইসলামে বিশ্বাস ও শরিয়তের নির্ধারিত ফরজ ও ওয়াজিব আদায়ের শর্ত দেওয়া ছিল। এগুলো এখন বিলুপ্ত করা হয়েছে।
১১ ধারার ২ উপধারায় যেকোনো অমুসলিম নাগরিক কয়েকটি শর্ত পূরণের মাধ্যমে জামায়াতের সদস্য হতে পারবে বলা ছিল। এ উপধারাটি দলের গঠনতন্ত্রের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক ও স্ববিরোধী বলে জানায় নির্বাচন কমিশন। জামায়াত এই উপধারা বিলুপ্ত করেছে।
১৮ ধারার ৪(চ) উপধারায় বলা ছিল, 'আমীরে জামায়াত কেন্দ্রীয় মজলিশে শূরার সহিত পরামর্শ করিয়া প্রয়োজনীয়সংখ্যক সদস্যকে (রুকনকে) কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মনোনীত করিতে পারিবেন।' এটি আরপিও পরিপন্থী বলে উল্লেখ করে নির্বাচন কমিশন। এ উপধারাও বিলুপ্ত করা হয়েছে।
জামায়াতকে গঠনতন্ত্রের ৬৪ পৃষ্ঠার বিশেষ নোটের দফা ৩-এ সংশোধনী আনারও তাগিদ দিয়েছিল ইসি। দলের গঠনতন্ত্রে সব কমিটিতে আরপিও অনুসারে ২০২০ সালের মধ্যে ৩৩ শতাংশ মহিলা সদস্যের স্থলে বেশির ভাগ কমিটিতে ২৫ শতাংশ মহিলা সম্পৃক্ত করা হবে বলে জানানো হয়েছিল। সংশোধিত গঠনতন্ত্রে মহিলা সদস্য ৩৩ শতাংশ করেই ৬৯ ধারায় তা সনি্নবেশ করা হয়েছে।
ইসি সূত্র জানায়, কোনো দলের গঠনতন্ত্র দেশের সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সঙ্গে সাংঘর্ষিক হলে সে দলের নিবন্ধন বাতিল হতে পারে। আরপিওর ৯০-এর সি-ধারায় বলা হয়েছে, একটি রাজনৈতিক দল নিবন্ধনের অযোগ্য হবে, যদি ওই দলের (ক) গঠনতন্ত্রের উদ্দেশ্যসমূহ সংবিধান পরিপন্থী হয়, (খ) গঠনতন্ত্রে ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা ও লিঙ্গভেদে কোনো বৈষম্য প্রতীয়মান হয়, (গ) নাম, পতাকা, চিহ্ন বা অন্য কোনো কর্মকাণ্ড দ্বারা সাম্প্রদায়িক ঐক্য বিনষ্ট হওয়ার কিংবা দেশকে বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
আর সংবিধানের ৩৮ অনুচ্ছেদে এই মর্মে বলা হয়েছে, নাগরিকদের মধ্যে ধর্মীয়, সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্ট করার উদ্দেশে এবং ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষ, জন্মস্থান বা ভাষার ক্ষেত্রে বৈষম্য সৃষ্টির জন্য কোনো সমিতি বা সংঘ গঠন বা ওই ধরনের কোনো সমিতি বা সংঘের সদস্য হওয়ার অধিকার কোনো নাগরিকের থাকবে না।
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ জামায়াতের গঠনতন্ত্র বিষয়ে কালের কণ্ঠকে বলেন, 'দলটি তাদের গঠনতন্ত্র সংশোধন করে কমিশন সচিবালয়ে জমা দিয়েছে বলে জেনেছি। এটি কমিশন বৈঠকে উপস্থাপন করার পর যথাযথভাবে সংশোধন করা হয়েছে কি না তা পরীক্ষা করে দেখব।'
উপরের বিষয় গুলো নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে একথাই প্রতিয়মান হয় যে, জামাত ইসলামের নামে সহজ সরল খোদাভীরু মুসলমানকে ইসলামের নামে ধোকা দিচ্ছে । এদেশের সিংহ ভাগ মানুষই খোদাভীরু মুসলমান তাই জামাত রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ইসলামকে ব্যবহার করে। জামাত শিবিরের কোন কর্মী যদি রাজনৈতিক প্রতিপক্ষের সাথে মারামারিতে নিহত হয় জামকত তাদেরকে শহীদ বলে, এখানে আমার প্রশ্ন এদেশে যারা জামা্তের রাজনৈতিক প্রতিপক্ষ তারা কি কাফের? শহীদ কাদেরকে বলে বা কি ধরনের মৃত্যুকে শহীদের মৃত্যু বলে? লেজওয়ালা জামাতীরা এখন এর ব্যাখায় কি বলবে?
জামাতীতের উত্তরের অপেক্ষায় রইলাম।
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:০৮
বাংলার হাসান বলেছেন: ডাবল মাইনাস, মনে হয় জায়গামত লাগছে? Click This Link
২| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:০৬
আল মতিন বলেছেন: সমস্যা কি?
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:১১
বাংলার হাসান বলেছেন: কার সমস্যা ?
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:১৭
শাকিলা জান্নাত বলেছেন: ভাই, আপনি যদি প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় পাশ করে কেলাস সিক্স পর্যন্ত উঠে থাকেন তাইলে ডাবল মাইনাসের অর্থ বুঝার ক্ষমতা রাখতেন আশা করা যায়। আসলে পান্তাভাতে ঘি ঢালতে নাই, আগের মন্তব্যটা বুঝেন নাই।
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:২৭
বাংলার হাসান বলেছেন: হি হি হি কেলাস সিক্স দূরের কথা আমি ইসকুলের বারান্দায়ও যাই নাই
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:২৭
পরীবানু বলেছেন: জামাত কোন ইসলামী দল না, ওরা আসলে পিছলামী দল। দেখেন্না, ৩০ লক্ষ মানুষ খুনকরে গত ৪০ বছরে একবারও ক্ষামা চায়নি, কিন্তু এক গাড়ী ভেংগে মার্কিনীদের কাছে কতবার নাকখত দিয়েছে................................
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৩৭
বাংলার হাসান বলেছেন: পরীবানু আপনাকে ঠাংকু
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৩২
আমি ব্লগার হইছি! বলেছেন: জামাত একটা ভন্ড, ধর্ম ব্যাবসায়ী মোনাফেকের দল।
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৩৫
বাংলার হাসান বলেছেন: দ্বিমত করার কারন দেখিনা
৬| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৩৩
শাকিলা জান্নাত বলেছেন: সুপার লাইক। @পরীবানু।
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৩৯
বাংলার হাসান বলেছেন: শাকিলা জান্নাত আপনাকে ঠাংকু
৭| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:০২
সেচ্ছাসেবক বলেছেন: কয়দিন এই পেটিকোট এর নিচে, কয়দিন ওই পেটিকোট এর নিচে আশ্রয় নিয়ে ইলেকশনে অংশ নেয়া একটি দল আর যাই পারুক, দেশে ইসলাম প্রতিষ্ঠা করার যোগ্যতা রাখে না।
আপনেরে ডাবল মাইনাচ, কঠিন কোইসচেন করচেন ... আপনের লগে অপেক্ষায় আছি আমিও ...
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:০৪
বাংলার হাসান বলেছেন: ঠাংকু
৮| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:০৭
দায়িত্ববান নাগরিক বলেছেন: কঠিন কোশ্চেন! ডাবল প্লাস!
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:২০
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ
৯| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:১৬
নাগরি২৯০ বলেছেন: [yt|https://www.youtube.com/watch?v=Wa4-psRKsyM&feature=g-crec-u
এই ভিডিওটা দেখলে আর Question/Answer এর প্রয়োজন নাই, আসলে তারা খাটি ধর্ম ব্যাবসায়ী মোনাফেকের দল।
০৬ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৫:০০
বাংলার হাসান বলেছেন: নাগরি২৯০ বলেছেন: আসলে তারা খাটি ধর্ম ব্যাবসায়ী মোনাফেকের দল। এতে কোন সন্দেহ নাই।
১০| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:২২
নাগরি২৯০ বলেছেন: https://www.youtube.com/watch?v=Wa4-psRKsyM&feature=g-crec-u
০৬ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৫:০১
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ আপনাকে লিংকটি শেয়ার করার জন্য
১১| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:১৮
চলতি নিয়ম বলেছেন: ভিডিও টা চরম।
০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫৬
বাংলার হাসান বলেছেন:
১২| ০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০১
আমিতপু বলেছেন: সেচ্ছাসেবক বলেছেন: কয়দিন এই পেটিকোট এর নিচে, কয়দিন ওই পেটিকোট এর নিচে আশ্রয় নিয়ে ইলেকশনে অংশ নেয়া একটি দল আর যাই পারুক, দেশে ইসলাম প্রতিষ্ঠা করার যোগ্যতা রাখে না। [/si
জামাতের হুজুররা আজকাল শরৎচন্দ্রের হাতে বায়আত হয়ে তেলাপোকায় পরিনত হয়েছেন।
তাহদের গুরু শরৎচন্দ্র বলিয়াছেন -'অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে'
০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪৯
বাংলার হাসান বলেছেন: জামাতের হুজুররা আজকাল শরৎচন্দ্রের হাতে বায়আত হয়ে তেলাপোকায় পরিনত হয়েছেন।
তাহদের গুরু শরৎচন্দ্র বলিয়াছেন -'অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে
কমেন্টে পিলাস
১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৫৮
কোডনেম ৬৬৬ বলেছেন: জামাত সব সময় পিছলামি করে তেলাপোকার মত টিকে থাকবে। ব্রিটিশ ভারত ভাঙ্গার সময় তারা ব্রিটিশদের সাথে ছিল। আমাদের স্বাধীনতার সময় পাকি হানাদারদের সাথে ছিল। ওরা সবসময় দেশের সাথে বেইমানি করা প্রজাতি।
০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৪০
বাংলার হাসান বলেছেন: পিছলামি যাতে করতে না পারে সে জন্য গরম ছাই দিয়ে ধরতে হবে
১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:০৮
জয়দিত্য বলেছেন: পরীবানু বলেছেন: জামাত কোন ইসলামী দল না, ওরা আসলে পিছলামী দল। দেখেন্না, ৩০ লক্ষ মানুষ খুনকরে গত ৪০ বছরে একবারও ক্ষামা চায়নি, কিন্তু এক গাড়ী ভেংগে মার্কিনীদের কাছে কতবার নাকখত দিয়েছে................................
দারুন বলছেন
০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৪১
বাংলার হাসান বলেছেন:
১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৫০
স্পাইসিস্পাই001 বলেছেন: কই রে ছাগুরা কই আছিস ....এখন উত্তর দিয়া যা.....
লেজ গুটিয়ে পালাবি না কইলাম...
দারুন লিখেছেন....ধন্যবাদ.।
০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৮
বাংলার হাসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ.।
ছাগুরা আমাকে দেখলে এমনিতেই দৌড়ের উপর থাকে
১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৫৪
মিজানুর রহমান মিলন বলেছেন: পরীবানু বলেছেন: জামাত কোন ইসলামী দল না, ওরা আসলে পিছলামী দল। দেখেন্না, ৩০ লক্ষ মানুষ খুনকরে গত ৪০ বছরে একবারও ক্ষামা চায়নি, কিন্তু এক গাড়ী ভেংগে মার্কিনীদের কাছে কতবার নাকখত দিয়েছে............
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১১
বাংলার হাসান বলেছেন: ঠিকই বলেছে।
১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৫৭
মিজানুর রহমান মিলন বলেছেন: আপনার লেখাটা দারুন হয়েছে ! জামাতের ইসলাম নিয়ে ভন্ডামি সবার সামনে আরো বেশি করে তুলে ধরা উচিৎ।
০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪০
বাংলার হাসান বলেছেন: চেষ্টায় আছি
আপনাকে ধন্যবাদ.।
১৮| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১২
অন্ধ তীরোন্দাজ বলেছেন: জারজ মত---জামাত
০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪০
বাংলার হাসান বলেছেন: হুমম
১৯| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৩
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: no
০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪১
বাংলার হাসান বলেছেন: কিতা মিয়া ভাই?????????
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:০৪
শাকিলা জান্নাত বলেছেন: ডাবল মাইনাস