![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত যত গভীর হয়,আমার বিরহ তত বেড়ে যায়!
ক্ষুদ্র এ জীবন টা তে অনেক বার ই বিরহের স্বাদ নিয়েছি,কথা হলো প্রতিটি বিরহ ই নিস্তব্দ,নীরব!
কখনো বলতে পেরে ও শূন্য হাতে ফিরেছি,
কখনো বিরহ গুলো ঢাকাচাপা দিয়ে রেখেছি।
এর পর ও জীবন চলছে জীবনের নিজ গতিতে।
জীবনে এমন একজন কে চেয়েছিলাম যার মাঝে থাকবে না কোন অহংকার, যার মন থাকবে ফুলের মত পবিত্র, যে হাসলে ঝড়ে পড়বে মুক্তা কনা।
যার চোখ দুটো হরিণির মত।
যার ছলা,কলা আমাকে আনন্দের জোয়ারে ভাসাবে।
যে মানুষটি আমার জন্য অপেক্ষার প্রহর গুনতে ব্যাস্ত।
যে কখনো আমার চোখে জল আসতে দেবে না!
এমন অনেক কিছু ই চেয়েছিলাম।
দূর্ভাগ্য হলে ও সত্য আমি যাহা চাই তার উলটো টা পাই!
আবার যেটা পাই তাহা ও আমার জন্য নহে!
প্রেম ভালবাসা আমাদের মত মানুষকে ধরা দেয় না,আবার যদি কাউকে ভাল লেগে যায় তবে সেখানে ও বিপত্তি, বাঁধা এসে হানা দেয়।
অনেক কিছু বিবেচনার পর যখন দেখি আমার কারনে বোধয় কারো ক্ষতি হচ্ছে,তখন আবার সেই ফিরে আসা,কারো মঙ্গলের জন্য নিজের বিরহটাকে বেঁধে রাখা।
লোক চক্ষুর অন্তরালে বিরহ আমাকে পাগলের মত বিতাড়িত করে!
এ জেনো সামনে পূর্নিমার চাঁদ অতচ তাকে স্পর্শ করা যায় না,শুধু দূর থেকে দেখতে হয়।
জীবনে অনেক অহংকারী দেখেছি, দেখেছি অনেক স্বার্থ লোভী মনের মানুষ,যারা স্বার্থ টাকে ভালবাসে, মানষকে নয়।
ওদের জন্য হয়তো বিরহ জন্মায় না, জন্মায় সাময়িক আবেগ!
এই আবেগ ক্ষনস্থায়ী।
কিন্তু মায়ার খেলায় মাঝে মাঝে সেই আবেগ ও পর্দার আড়ালে লুকিয়ে যায়!
আমার বিরহের সেই রাজকুমারী রা ধন্যাড্য ঘরের না হলে ও মনটা যে সমুদ্রের চাইতে ও বিশাল সেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়।
যদি বলেন কেনো আপনার বিরহের অবসান হয় না?
উত্তরে বলবো জাতের, বর্নের ভেদাভেদের জন্য!
যদিও আমি এসব জাত টাত মানি না,আমার কাছে সবাই মানুষ!
কিন্তু এই ভন্ড সমাজ জাতের ভেদাভেদ টেনে, নিজেদের আত্মঅহংকারের জোড়ে আমার বিরহের রাজকন্যাকে করবে ছোট, যা আমি মেনে নিতে পারবো না।
তাইতো রাত যত গভীর হয়,আমার বিরহ তত বেড়ে যায়।
ভালবাসা প্রেম কি মানে কোন জাতের ভেদাভেদ?
তবু ও এই সমাজের কিছু সচেতন রা নিজেদের বংশ পরিচয় কে প্রাধান্য দিয়ে ছোট করে নিম্ন বংশের লোকদের,
এবার আমার প্রশ্ন বংশ ই কি মানুষের বড় পরিচয়?
কে কি জাত তাতে ই কি মানুষ চেনা যায়?
আমার বিরহের শেষ উক্তি ভাল থাকিস জুঁই ফুল!
২| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩১
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কিন্তু মায়ার খেলায় মাঝে মাঝে সেই আবেগ
ও পর্দার আড়ালে লুকিয়ে যায়!
এতো বিরহ কেন জমিদার মশাই !!
ভালোলাগা জানবেন নগণ্য প্রজার। ++
৩| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩১
কলমের কালি শেষ বলেছেন: অসমাপ্ত বিরহের অনুভূতি ভাল লাগলো ।
৪| ১৩ ই মার্চ, ২০১৫ সকাল ৮:০৪
বাংলার জমিদার রিফাত বলেছেন: প্রমানিক ভাই কথা গুলো অনেক কস্ট নিয়ে লিখলাম।
৫| ১৩ ই মার্চ, ২০১৫ সকাল ৮:০৯
বাংলার জমিদার রিফাত বলেছেন: স্বপ্নচারী ====না পাওয়ার বেদনা বুকে লালন করে আছি , আবার যাকে পাওয়ার জন্য মরিয়া তাকে মেনে নিবে না আমার সমাজ , আমার গোত্র,আমার সূশীল কর্তা ব্যাক্তিরা।
তবে কি মানুষের বাইরে ও জাত আছে?
আমি দেখেছি যারা বড় বংশের তাদের মাঝে অহংকার বেশী।
আমি হলফ করে বলতে পারি ওই কম জাত রা ই আসল মানুষ
৬| ১৩ ই মার্চ, ২০১৫ সকাল ৮:২২
বাংলার জমিদার রিফাত বলেছেন: ধন্যবাদ কলমের কালী শেষ!
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:২০
প্রামানিক বলেছেন: জীবনে অনেক অহংকারী দেখেছি, দেখেছি অনেক স্বার্থ লোভী মনের মানুষ,যারা স্বার্থ টাকে ভালবাসে, মানষকে নয়।
ওদের জন্য হয়তো বিরহ জন্মায় না, জন্মায় সাময়িক আবেগ!
এই আবেগ ক্ষনস্থায়ী।
চমৎকার কথামালা। ধন্যবাদ